অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওসাকা
সু ওয়েইকে স্ট্রেট সেটে হারালেন ওসাকা।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সেমিফাইনালে (semi-final) পৌঁছে গেলেন বিশ্বের তিন নম্বর নাওমি ওসাকা (Naomi Osaka)। সু ওয়েইকে স্ট্রেট সেটে হারালেন ওসাকা। মাত্র ৬৬ মিনিটের লড়াইতে কোয়ার্টার ফাইনালে জিতলেন ২৩ বছর বয়সী টেনিস তারকা। ম্যাচের ফলাফল ৬-২, ৬-২।
One step closer….@naomiosaka | #AusOpen | #AO2021 pic.twitter.com/z79g2pLb3u
— #AusOpen (@AustralianOpen) February 16, 2021
সেমিফাইনালে সেরেনা উইলিয়ামস বা সিমোনা হালোপের মুখোমুখি হবেন ওসাকা। কোয়ার্টার ফাইনালে জেতার পর ওসাকা বলেছেন, “আজ আমি ভীষণ শান্ত ছিলাম। আমি আজ যেভাবে খেলেছি তাতে আমি খুশি।”
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ব্লুজদের জয়
সু ওয়েই খ্যাতনামা ডাবলস প্লেয়ার। কিন্তু তাঁর থেকে ১২ বছরের কম বয়সী ওসাকার কাছে হারতে হল তাঁকে। এই হারের ফলে তাঁর ভক্তরা উদাস। তাঁর শট নির্বাচন একটু অন্য রকমের। তিনি ভক্তদের কাছে তাঁর আলাদা স্টাইলে খেলার জন্য সুপরিচিত। এ দিনের ম্যাচে সু ওয়েইয়ের বেশ কয়েকটা সার্ভিস ঠেকাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ওসাকাকে। কিন্তু তার পরও বাজিমাত করেছেন বিশ্বের তিন নম্বর তারকা।
আরও পড়ুন: বিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করেছি, বলছেন অক্ষর
সেমিফাইনালে তিনি কার বিরুদ্ধে খেলবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তিন বারের গ্র্যান্ডস্লামজয়ী ওসাকা বলেছেন, “আমি বরাবর সেরেনার ম্যাচগুলো দেখি। আমি টের পাচ্ছি সেমিফাইনালটা অবশ্যই বেশ মজার হবে।”