Bangladesh Protest: হাসিনার ভাইয়ের হাতে তৈরি ক্লাবে চড়াও উন্মত্ত জনতা, সঙ্কটে আবাহনী
Bangladesh Dhaka Abahani Club: ক্রিকেট, হকি, ফুটবলে বাংলাদেশের সফলতম ক্লাব আবাহনী। মূলত ফুটবলের জন্যই বেশি জনপ্রিয়। এএফসি ক্লাবেও খেলে আবাহনী। এই ক্লাবের কোচের দায়িত্বে ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে যাওয়া স্প্যানিশ কোচ মারিও রিভেরা। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াও খেলেন আবাহনীতেই।
জ্বলছে বাংলাদেশ। নানা অপ্রীতিকর ঘটনাও ঘটছে। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন তথা সাংসদ মাশরাফি মোর্তাজার বাড়িতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে দাবি, অল্পের জন্য় আগুনের হাত থেকে প্রাণে বেঁচেছেন মাশরাফি মোর্তাজার বৃদ্ধা মা। শুধু তাই নয়, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পার্টি অফিসেও আগুন দেওয়া হয় বলে খবর। এ বার উন্মত্ত জনতার রোষে বাংলাদেশের ঐতিহ্যশালী ক্লাব আবাহনীও।
ক্রিকেট, হকি, ফুটবলে বাংলাদেশের সফলতম ক্লাব আবাহনী। মূলত ফুটবলের জন্যই বেশি জনপ্রিয়। এএফসি ক্লাবেও খেলে আবাহনী। এই ক্লাবের কোচের দায়িত্বে ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে যাওয়া স্প্যানিশ কোচ মারিও রিভেরা। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াও খেলেন আবাহনীতেই। এ ছাড়াও অনেক বিদেশি ফুটবলারও খেলেন। ভারতেও এএফসি কাপের ম্যাচ খেলে গিয়েছে এই ক্লাব।
সোমবার বিকেলে ধানমন্ডির দিকে নানা ঘটনা ঘটে। গণভবন ভাঙচুরের খবর প্রকাশ্যেই আসে। পাশাপাশি আরও অনেক জায়গাতেই ভাঙচুর হয় বলে খবর। সূত্রের খবর, ধানমন্ডির দিকে থাকা বাংলাদেশের ঐতিহ্যশালী ক্লাব আবাহনীতেও সে সময় ব্যাপক ভাঙচুর হয়। এমনকি ক্লাবে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ক্লাবে সে সময় হাতে গোনা কয়েকজন কর্তাও উপস্থিত ছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এমন পরিস্থিতিতে কোনওরকমে পালিয়ে বাঁচেন তাঁরা। স্বাভাবিক ভাবে কেউই এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাইছেন না।
এই ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল। গত কাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙে দেওয়া হয়। তাঁর ছেলের প্রতিষ্ঠা করা ক্লাব হওয়ার কারণেই কি উন্মত্ত জনতার রোষে আবাহনী? এমনটাই মনে করা হচ্ছে। গত কাল অর্থাৎ ৫ অগস্ট ছিল এই ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকীও।