Sania Mirza: বিয়ের জন্য নিজেকে বদলিও না, নবদম্পতিদের পরামর্শ সানিয়ার
Sania Mirza Latest Viral Video on Marriage: কাঁটাতারের বেড়া তাঁদের প্রেমে বাধা হয়ে উঠতে পারেনি। কিন্তু শোয়েব-সানিয়ার সুখী দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ হতেই দূরত্ব বাড়তে থাকে। তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যার ফলে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। সম্প্রতি সানিয়ার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বিয়ে নিয়ে সানিয়া তাঁর মতামত জানিয়েছেন।

কলকাতা: বিশ্বাস একবার হারালে, তা ফিরে পাওয়া খুব কঠিন হয়। আর পাঁচটা সাধারণ মানুষের মতো তারকাদের সঙ্গেও এমন একই বিষয় ঘটে থাকে। সম্প্রতি ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জার (Sania Mirza) জীবন এলোমেলো হয়ে গিয়েছে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) এ বছরের জানুয়ারিতে তাঁর দেশের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ে করেছেন। তার আগে থেকেই অবশ্য সানিয়ার জীবনে ঢেউ উঠেছে। কাঁটাতারের বেড়া তাঁদের প্রেমে বাধা হয়ে উঠতে পারেনি। কিন্তু শোয়েব-সানিয়ার সুখী দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ হতেই দূরত্ব বাড়তে থাকে। তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যার ফলে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। সম্প্রতি সানিয়ার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বিয়ে নিয়ে সানিয়া তাঁর মতামত জানিয়েছেন।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ভারতের কিংবদন্তি টেনিস প্লেয়ার সানিয়াকে প্রশ্ন করা হয়, সকল নবদম্পতিদের তিনি কী পরামর্শ দিতে চান। উত্তরে সানিয়া বলেন, ‘তুমি যেমন মানুষ ঠিক তেমনই থাকো। নিজের মধ্যে বদল আনার কোনও প্রয়োজন নেই। কারণ তুমি যেমন সেটা দেখেই তোমাকে পছন্দ করা হয়েছিল।’
Sania Mirza has something important to say Shoaib Malik should have listened #ShoaibMalikMarriage pic.twitter.com/mrxcCIw4mU
— Naturegirl (@Nature_22) January 24, 2024
কথায় বলে কিছু মানুষ দেখে শেখে আর কিছু মানুষ ঠকে। বাস্তব জীবনেও এটা ঘটে থাকে অনেকের সঙ্গেই। শোয়েবের তৃতীয় বিয়ের পর সানিয়াকে নিয়ে জোর চর্চা চলছে। টেনিস সুন্দরীর পরিবারের পক্ষ থেকে কয়েকদিন আগে জানানো হয়, শোয়েবের তৃতীয় বিয়ের পর সানিয়া তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু শোয়েব তৃতীয় বার নিকাহ করার ফলে সানিয়াকে তো বটেই তাঁদের ছেলে ইজহানকেও নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। জানা গিয়েছিল, কয়েকদিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন সানিয়া। ইজহান দুবাইয়ের স্কুলে পড়াশুনা করত। সেখানে বাবার তৃতীয় বিয়ে জন্য হেনস্থার শিকার হতে হয়েছিল ইজহানকে। শোনা যায়, মানসিক ভাবে ইজহান ভেঙে পড়েছে বলে ছেলেকে নিয়ে হায়দরাবাদের বাড়িতে চলে এসেছেন সানিয়া।





