CWG 2022 Highlights Day 3: অচিন্ত্যর হাত ধরে এল তৃতীয় সোনা
Commonwealth Games 2022 Day 3 Live Updates in Bengali: জোড়া সোনার পদকে দিন শেষ হল ভারতের।
বার্মিংহ্যাম: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games) তৃতীয় দিন। এ বারের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দ্বিতীয় দিন ৪টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর সেই চারটি পদকই ভারোত্তোলন থেকে। বার্মিংহ্যাম থেকে মীরাবাঈ চানু দেশকে দিয়েছেন প্রথম সোনা। রুপো দিয়েছেন সংকেত মহাদেব সারগর ও বিন্দিয়ারানি দেবী। এবং ব্রোঞ্জ দিয়েছেন গুরুরাজা পূজারি। তৃতীয় দিনেও ভারোত্তোলন থেকেই ভারতের পদক লাভ। দুটিই সোনা। ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেরেমি লালরিননুনগা। দিনের শেষ বেলায়, ভারতীয় সময় মাঝরাতে দ্বিগুণ উচ্ছ্বাসের। বাংলার ছেলে সোনার পদক জিতলেন। দেশের হয়ে এই সোনার পদকও এল ভারোত্তোলনেই। ৭৩ কেজি বিভাগে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি তুললেন। কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জয় অচিন্ত্যর। হকিতে বড় জয় পেয়েছে ভারত। তবে দিনের অন্যতম আকর্ষণ ছিল কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌররা অজিদের কাছে হেরে গিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের বড় জয়ে প্রত্যাবর্তন ভারতের।
LIVE NEWS & UPDATES
-
বক্সিং আপটেড
- পুরুষদের মিডলওয়েট (৭১-৭৫ কেজি) বিভাগের শেষ ষোলোয় বিদায় সুমিতের।
- সুপার হেভিওয়েট ক্যাটেগরিতে (৯২ কোজি+) কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেন সাগর অহলত। ৫-০ ব্যবধানে জিতলেন সাগর।
-
ভারোত্তোলন: সোনা এল অচিন্ত্যর হাত ধরে
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে তৃতীয় সোনা এল ভারতের ঝুলিতে। এ বারও ভারোত্তোলন বিভাগ। পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি
-
-
ব্যাডমিন্টন: মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে ভারত
দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে ভারত।
#Badminton Update ?
As easy as 1-2-3 !!!
Badminton? Mixed team has advanced to the semis stage following a clean 3-0 sweep over South Africa
Ashwini /Sumeeth (XD), Lakshya (MS) and Aakarshi (WS) with the respective victories
Awesome stuff as always, guys!#Cheer4India pic.twitter.com/fkkjnp5OBt
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
ভারোত্তোলন
- পুরুষদের ৭৩ কেজি বিভাগের ফাইনাল চলছে। স্ন্যাচ ইভেন্টে ভারতের ভারোত্তোলক অচিন্ত্য শিউলি প্রথম লক্ষ্য নিয়েছিলেন ১৩৭ কেজি। সহজেই তুললেন।
- দ্বিতীয় চেষ্টায় তুললেন ১৪০ কেজি।
- তৃতীয় চেষ্টায় লক্ষ্য ১৪৩ কেজি, এবারও সহজেই তুললেন।
- পদকের স্বপ্ন দেখাচ্ছেন বাংলার এই ভারোত্তোলক।
- স্ন্যাচ ইভেন্টে সবচেয়ে বেশি ১৪৩ কেজি তুললেন তিনিই।
- এবার নজরে ক্লিন অ্যান্ড জার্ক।
- ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় তুললেন ১৬৬ কেজি। সবমিলিয়ে ৩০৯ কেজি। এই মুূহূর্তে শীর্ষে অচিন্ত্য।
- দ্বিতীয় চেষ্টায় ১৭০ কেজির লক্ষ্য, পূরণ হল না। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন।
- তৃতীয় বারও ১৭০ কেজিই চেষ্টা করবেন। কোচ বিজয় শর্মার সঙ্গে দীর্ঘ আলোচনা। মানসিকভাবে অচিন্ত্যকে শক্তিশালী করার চেষ্টায় কোচ।
- তৃতীয় চেষ্টায় সফল হলেন অচিন্ত্য। সবমিলিয়ে ৩১৩ কেজি তুলে শীর্ষস্থান ধরে রাখলেন।
-
ফাইনালে শ্রীহরি
কমনওয়েলথ গেমস সাঁতারে ভারতের জন্য সুখবর। ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠলেন ভারতের শ্রীহরি নটরাজ। হিটে ২৫.৩৮ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম এবং সব মিলিয়ে অষ্টম স্থানে শেষ করলেন তিনি। ফাইনাল ভারতীয় সময়ে সোমবার রাতে।
-
-
ব্যাডমিন্টন: মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ৩-০ এগিয়ে ভারত
মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ৩-০ এগিয়ে গেল ভারত। মেয়েদের সিঙ্গলসে আকর্ষি কাশ্যপ জিতলেন ২১-১১, ২১-১৬ ব্যবধানে
-
স্কোয়াশ: কোয়ার্টার ফাইনালে সৌরভ
কানাডার ডেভিড বেইলারজিওনকে হারিয়ে পুরুষদের স্কোয়াশের কোয়ার্টার ফাইনালে ভারতের সৌরভ ঘোষাল
News Flash: CWG | Squash: Saurav Ghosal sails into QF with 3-0 win over WR 62 David Baillargeon. ? Next Saurav will take on WR 34 Greg Lobban in QF tomorrow at 1845 hrs IST. #CWG2022 pic.twitter.com/hXygshLUVx
— India_AllSports (@India_AllSports) July 31, 2022
-
ট্রাইথলন: ১০ নম্বরে শেষ করল ভারতের মিক্সড রিলে দল
১:৩১:৪৩ সময় নিয়ে ট্রাইথলনে ১০ নম্বরে শেষ করল ভারতের মিক্সড রিলে দল
#Triathlon ?♂️?♀️?♂️ Update #TeamIndia ?? finished 10th in Mixed Team Relay with a timing 01:31:43
Great effort by the Triathlon Contingent, our best wishes for future endeavors
Keep up the Momentum ??#Cheer4India #India4CWG2022
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
ব্যাডমিন্টন: মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ২-০ এগিয়ে ভারত
মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে প্রথম সিঙ্গলসে লক্ষ্য সেন জিতলেন ২১-৫, ২১-৬ ব্যবধানে
-
লন বল: ভারতের মেয়েরা সেমিফাইনালে
নরফক আইল্যান্ডকে হারিয়ে লন বলে ভারতের মেয়েরা পৌঁছে গেল সেমিফাইনালে। সেখানে তাঁদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড
To the Semi-finals ?#LawnBowls Women's team win against Norfolk Island in the Women’s Fours Quarterfinals (17-09)
They will play their semi-finals against New Zealand tomorrow at 1 PM IST
Well Done Champs ?#Cheer4India ??#India4CWG2022 pic.twitter.com/PORyOLODVg
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
ব্যাডমিন্টন: মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ১-০ এগিয়ে ভারত
মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে মিক্সড ডাবলসে অশ্বিনী পোনাপ্পা ও বি সুমিত রেড্ডি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১-৯, ২১-১১ ব্যবধানে জিতলেন
-
ব্যাডমিন্টন: মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে নজর
মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
Howzzz the JOSH!!! ??
HIGH SIR! ??#TeamIndia's ? pre-game ritual ??
Catch the team in action in the QF of Mixed Team Event shortly
How's the JOSH India???Comment ?#Cheer4India#India4CWG2022@BAI_Media @Pvsindhu1 @Shettychirag04 @satwiksairaj @CWG2022India pic.twitter.com/PXJky5RDQI
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
হকি: ঘানাকে ১১ গোল দিয়ে থামল ভারত
পুল – বি -তে ভারত প্রথম ম্যাচে নেমেছিল ঘানার বিরুদ্ধে। সব মিলিয়ে মোট ১১ টি গোল করেছেন ভারতের প্লেয়াররা। অন্যদিকে একটিও গোলদর্শন হয়নি ঘানার প্লেয়ারদের।
-
আর্টিস্টিক জিমন্যাস্টিক্স: রুথুজা শেষ করলেন ১৭ নম্বরে
মেয়েদের আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ফাইনালে রুথুজা নটরাজ শেষ করলেন ১৭ নম্বরে
-
হকি: গোওওওললল…
এ বার হ্যাটট্রিক হরমনপ্রীতের।
ভারত ১১ : ঘানা ০
-
হকি: গোওওওললল…
ঘানাকে গোলের পর গোল দিয়ে যাচ্ছেন ভারতের প্লেয়াররা। ১০ নম্বর গোলটি করলেন মনদীপ সিং
-
সাইক্লিং: মেয়েদের ৫০০ মিটার ট্রায়ালে ময়ূরী লুতে
অ্যাকশনে ময়ূরী লুতে। ৩৬.৯৬৮ সময় নিয়ে তিনি এখন ১০ নম্বরে রয়েছেন। কানাডার কেলসে মিচেল রয়েছেন শীর্ষে।
-
হকি: গোওওওললল…
ঘানার বিরুদ্ধে যুগরাজের সিংয়ের দ্বিতীয় ও ভারতের নবম গোল। ঘানার প্লেয়ারদের একের পর গোল দিয়ে নাকানিচোবানি খাওয়াচ্ছে মেন ইন ব্লু
-
হকি: গোওওওললল…
ঘানা ৮ গোল খেল ভারতের কাছে। ভারতের হয়ে অষ্টম গোলটি করলেন বরুণ কুমার।
-
হকি: গোওওওললল…
গোলবন্যা বয়ে চলেছে। এ বার ভারতের হয়ে গোল করলেন নীলকান্ত
-
হকি: গোওওওললল…
হরমনপ্রীতের দ্বিতীয় গোল। ঘানার বিরুদ্ধে ভারত এগিয়ে গেল ৬-০
-
হকি: গোওওওললল…
ঘানার বিরুদ্ধে ভারতের স্কোরলাইন বর্তমানে ৫-০। এ বার গোলদাতা যুগরাজ সিং
-
হকি: গোওওওললল…
রীতিমতো দাপট দেখাচ্ছে মেন ইন ব্লু। ঘানার বিরুদ্ধে চতুর্থ গোল ভারতের। এ বার গোলদাতা আকাশদীপ
-
হকি: গোওওওললল…
এ বার ভারতের হয়ে গোল শামসের সিংয়ের। অভিষেকের পাস থেকে গোল শামসেরের
-
হকি: গোওওওললল…
১৮৫ তম আন্তর্জাতিক ম্যাচে নেমেছেন ভারতের হরমনপ্রীত সিং। ঘানার বিরুদ্ধে ভারতকে এগিয়ে দিলেন হরমনপ্রীত সিং
-
হকি: গোওওওললল…
ম্যাচের শুরুতেই গোল অভিষেকের
ঘানার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল হরিয়ানার অভিষেকের
-
ভারোত্তোলন: শুভেচ্ছায় ভাসছেন জেরেমি
বাবা বক্সার, ছেলে ভারোত্তোলক। খেলাধুলোর পরিবেশে বড় হয়ে ওঠা কমনওয়েলথ গেমসে সদ্য সোনাজয়ী জেরেমি লালরিননুনগার। জেরেমির বাবা ছিলেন জুনিয়র স্তরের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন।
পড়ুন বিস্তারিত – CWG 2022: বাবা পারেননি, সোনা জিতে স্বপ্নপূরণ ভারোত্তোলক ছেলের; শুভেচ্ছায় ভাসছেন জেরেমি
-
ক্রিকেট: ৮ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত
হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল। অনবদ্য প্রত্যাবর্তন ভারতের। কমনওয়েলথ গেমসে (CWG 2022) গ্রুপ এ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচ। পাকিস্তানকে ৮ উইকেটে হেলায় হারালেন হরমনপ্রীত কৌররা
পড়ুন বিস্তারিত- CWG 2022- Cricket : কমনওয়েলথ গেমস ক্রিকেটে পাকিস্তানকে হেলায় হারাল ভারত
-
হকি: পুরুষ হকি দল নামছে ঘানার মুখে
কমনওয়েলথের তৃতীয় দিন পুরুষ হকি দল প্রথম ম্যাচে নামছে ঘানার মুখে। দেখুন প্লেয়িং ইলেভেন–
Here is the Starting XI to face Ghana today for the first game of the Birmingham 2022 Commonwealth Games at 8:30 pm (IST)
Catch the action LIVE on Sony Ten 3, Sony Six, Sony Liv. #IndiaKaGame #HockeyIndia #B2022 #Birmingham2022 pic.twitter.com/9HNyWQ719g
— Hockey India (@TheHockeyIndia) July 31, 2022
-
ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১০৭ কেজি তুলতে পারলেন না পপি
- মেয়েদের ৫৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় বারের প্রচেষ্টায় পপি ১০৭ কেজি তুলতে পারলেন না পপি।
- স্ন্যাচে তিনি প্রথম বারের প্রচেষ্টায় তুলেছিলেন ৮১ কেজি
- ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের চেষ্টায় তোলেন ১০২ কেজি
- ফলে মোট ১৮৩ কেজি তুলেছেন পপি, তবে কোনও পদক লাভ হয়নি
- ৭ নম্বরে শেষ করলেন পপি
-
ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১০২ কেজি তুলে নিলেন পপি
মেয়েদের ৫৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের প্রচেষ্টায় পপি ১০২ কেজি তুলে নিলেন পপি।
-
ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ১০২ কেজি তুলতে পারলেন না পপি
মেয়েদের ৫৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রচেষ্টায় পপি ১০২ কেজি তুলতে পারলেন না পপি।
-
ভারোত্তোলন: স্ন্যাচে তৃতীয় প্রয়াসে পপি তুলতে পরলেন না ৮৬ কেজি
মেয়েদের ৫৯ কেজি বিভাগে পপি স্ন্যাচে তৃতীয় বারের প্রচেষ্টায় ৮৬ কেজি তুলতে ব্যর্থ হলেন
-
ভারোত্তোলন: স্ন্যাচে দ্বিতীয় প্রয়াসে ৮৪ কেজি তুলতে ব্যর্থ পপি
মেয়েদের ৫৯ কেজি বিভাগে স্ন্যাচে দ্বিতীয় বারের প্রচেষ্টায় পপি ৮৪ কেজি তুলতে ব্যর্থ হয়েছেন।
-
ভারোত্তোলন: স্ন্যাচে প্রথম প্রয়াসে পপি তুললেন ৮১ কেজি
মেয়েদের ৫৯ কেজি বিভাগে স্ন্যাচে প্রথম বারের প্রচেষ্টায় পপি তুললেন ৮১ কেজি
-
স্কোয়াশ: কোয়ার্টার ফাইনালে জোৎস্না
ভারতের জোৎস্না চিনপ্পা নিউজিল্যান্ডের কেইটলিন ওয়াটসকে ১১-৮, ৯-১১, ১১-৪, ১১-৬ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন
CWG | Squash: Joshna Chinappa advances to QF of Women's Singles with 3-1 win over WR 95 Kaitlyn Watts. ? Next Joshna will take on WR 20 Hollie Naughton tomorrow at 1800 hrs IST. #CWG2022 #CWG2022India pic.twitter.com/2vfHNOOZgP
— India_AllSports (@India_AllSports) July 31, 2022
-
স্কোয়াশ: জোৎস্না চিনাপ্পা নেমে পড়লেন
নিউজিল্যান্ডের কেইটলিন ওয়াটসের মুখে নামলেন জোৎস্না চিনাপ্পা
-
সাইক্লিং: হেরে গেলেন ভারতের রোনাল্ডো
সাইক্লিংয়ে ছেলেদের স্প্রিন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের রোনাল্ডো। তিনি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ম্যাথিউ গ্লেটজারের থেকে ০.১৬২ সেকেন্ড পিছিয়ে শেষ করেন রোনাল্ডো।
-
লন বল: কোয়ার্টার ফাইনালে ভারতের পুরুষ দল
ইংল্যান্ডকে হারিয়ে লন বলের কোয়ার্টার ফাইনালে ভারত
#LawnBowl Update ?
??'s Men’s Pairs team of Dinesh Kumar and Sunil Bahadur progress to the QUARTERFINALS after solidifying their position in Sectional Play Round with a 18-15 victory over Team England ???????
Well Done ? Keep up the Momentum!!!#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/pao3qjlUYH
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
ভারোত্তোলন: এ বার নজরে পপি হাজারিকা
ভারোত্তোলন থেকে ভারতের প্রাপ্তি হতে পারে পঞ্চম পদক। মেয়েদের ৫৯ কেজি বিভাগে নামতে চলেছেন পপি হাজারিকা। অসমের ২৩ বছরের পপি ভারতকে বার্মিংহ্যাম কমনওয়েলথে গেমসে সোনা দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন।
Our Champ Popy Hazarika is ready for her event today at #CommonwealthGames2022 ?️♀️
Break a Leg ⚡
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/2NUSn2mN5p
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
জিমন্যাস্টিক্স: যোগেশ্বর শেষ করলেন ১৫ নম্বরে
জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ফাইনালে ভারতের যোগেশ্বর সিং শেষ করলেন ১৫ নম্বরে।
#Gymnastics Update ?
India's #YogeshwarSingh ?♂️finished 15th in Men's Artistic All-Round Finals
Score⬇️?️Floor Exercise- 11.5?️Pommel Horse- 12.9?️Still Rings- 12.35?️Vault- 13.20?️Parallel Bars- 12.05?️Hor. Bars- 12.70
All Round- 74.70
Good Effort ? ? pic.twitter.com/I57SJXDPzq
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
টেবল টেনিস: বাংলাদেশকে ৩-০ হারাল ভারত
- বাংলাদেশকে ৩-০ হারিয় টেবল টেনিসের সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল।
- কোয়ার্টার ফাইনালে প্রথমে ভারতের ডাবল জুটি হরমীত দেশাই ও সাথিয়ান গণশেখরন ১১-৮, ১১-৬, ১১-২ হারান রামহিমলিয়ান বাওম ও মোহুতাসিন হৃদয় জুটিকে।
- এরপর প্রথম সিঙ্গলসে শরথকমল বাংলাদেশের সাব্বিরকে হারান ১১-৪, ১১-৭, ১১-২ ব্যবধানে।
- পরপর দুটো ম্যাচে জিতে ভারত ২-০ এগিয়ে যায়। তৃতীয় সিঙ্গলসে নামেন সাথিয়ান গণশেখরণ। সেখানে তিনি মোহুতাসিন হৃদয়কে হারান ১১-২, ১১-৩, ১১-৫ ব্যবধানে।
#TableTennis Update ?
Indian Men's Team defeat Team Bangladesh in dominant fashion 3-0 to enter the SEMIFINALS ??
Will next play Nigeria in the SF
Let's continue to #Cheer4India #India4CWG2022 pic.twitter.com/m1ICHZl4kB
— SAI Media (@Media_SAI) July 31, 2022
-
বক্সিং: শিব থাপাকে হারালেন লিচ
ছেলেদের ৬০ কেজি বিভাগে শেষ ষোলোর বাউটে ভারতের শিব থাপাকে হারালেন স্কটল্যান্ডের রিস লিচ।
-
টেবিল টেনিস: ছেলেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ
মেয়েদের টিম হতাশ করেছে। আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দেশের পুরুষ টেবিল টেনিস টিম। টাইয়ের প্রথম ম্যাচে জি সাতিয়ান এবং হরমীত জুটি ১১-৮, ১১-৬ এবং ১১-২ ব্যবধানে হারিয়ে দিল রামহিমমিলান বাওয়াম এবং মহুতাসিন আহমেদ রিদয়কে। পরের সিঙ্গলস ম্যাচ শরথ কমলের।
-
বক্সিং: অ্যাকশনে শিবা থাপা
শেষ ষোলোর বাউটে নেমে পড়লেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী শিবা থাপা। ছেলেদের ৬০ কেজি বিভাগে তাঁর প্রতিপক্ষ স্কটল্যান্ডের রিস লিচ।
-
বক্সিং: কোয়ার্টার ফাইনালে নিখাত
বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা। প্রতিপক্ষ হেলেনা বাগাওকে স্রেফ উড়িয়ে দিলেন নিখাত জারিন। ৫০ কেজির লাইটওয়েটের কোয়ার্টার ফাইনালে পা রাখলেন। ম্যাচে নিখাতের দাপট এতটাই ছিল যে তৃতীয় রাউন্ডেই বাউট শেষ হয়ে যায়। পদক থেকে আর একধাপ দূরে তিনি।
-
বক্সিং: নেমে পড়লেন নিখাত জারিন
মেয়েদের ৪৮-৫০ কেজি লাইটওয়েট বিভাগে শেষ ষোলোর ম্যাচে নেমে পড়লেন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন। প্রতিপক্ষ মোজাম্বিকের হেলেনা ইসমাইল বাগাও।
STARTING SOON! ??@nikhat_zareen is the first ??boxer in the fray in today’s fixture.
Stay tuned for the live coverage!
Let’s win this, champ??
@AjaySingh_SG | @debojo_m |@birminghamcg22#Commonwealthgames#B2022#PunchMeinHainDum 2.0#birmingham22 #boxing
— Boxing Federation (@BFI_official) July 31, 2022
-
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
জেরেমি লালরিননুনগাকে সোনা জয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমনওয়েলথ গেমসে অভিষেকেই রেকর্ড গড়ে সোনা জয়ে উচ্ছ্বসিত মোদী। লিখলেন-
Our Yuva Shakti is creating history! Congratulations to @raltejeremy, who has won a Gold in his very first CWG and has set a phenomenal CWG record as well. At a young age he’s brought immense pride and glory. Best wishes to him for his future endeavours. pic.twitter.com/dUGyItRLCJ
— Narendra Modi (@narendramodi) July 31, 2022
-
সাঁতার: সেমিফাইনালে শ্রীহরি নটরাজ
ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে শ্রীহরি নটরাজ। হিটে ২৫:৫২ সেকেন্ডে দ্বিতীয় স্থানে শেষ করেন। ৪৫ জন সাঁতারুর মধ্যে সব মিলিয়ে অষ্টম স্থানে। রাত সাড়ে ১১:৩৭ মিনিটে ফাইনাল।
-
ফলল সোনা
মীরাবাঈ চানুর পর জেরেমি লালরিননুনগা। ফের ভারোত্তোলনে সোনা এল ভারতের ঘরে।
-
আসছে সোনা?
ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় হাত ধরে। তবে কনুইয়ে আঘাত লেগেছে তাঁর।
-
হতাশ করলেন সাঁতারু সজ্জন প্রকাশ
পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে একটুর জন্য ফাইনালে উঠতে ব্যর্থ সজ্জন প্রকাশ। হিটে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। তাঁর টাইমিং ১: ৫৮: ৯৯। সব মিলিয়ে নবম স্থানে শেষ করেন দেশের সাঁতারু। প্রথম আটজন ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন।
-
ফাইনালে রোনাল্ডো!
পুরুষদের সাইক্লিংয়ের স্প্রিন্ট ১/৮ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন ভারতের রোনাল্ডো লাইটোনজাম। ১৩তম স্থানে (১০:০১২) শেষ করেন তিনি। বিকেল সাড়ে তিনটে নাগাদ অস্ট্রেলিয়ার ম্যাথিউ গ্লেটজারের মুখোমুখি হবেন তিনি।
-
ক্লিন অ্যান্ড জার্ক
ক্লিন অ্যান্ড জার্ক বিভাগের প্রথম প্রচেষ্টায় ১৫৪ কেজি তুললেন জেরেমি।
-
জেরেমির দিকে নজর
স্ন্যাচের শেষ প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুললেন জেরেমি। সোনা জয়ের দৌড়ে রয়েছেন তিনি। এবার ক্লিন অ্যান্ড জার্কে জেরেমির পারফরম্যান্সের দিকে নজর।
-
অ্যাকশনে জেরেমি
লড়াইয়ে নেমে পড়লেন জেরেমি লালরিননুঙ্গা। ছেলেদের ভারোত্তোলনের ৬৭ কিলো ইভেন্টের প্রথম প্রচেষ্টায় তুললেন ১৩৬ কেজি।
-
ভারোত্তোলন: স্ন্যাচের প্রথম প্রয়াসে ভারতের জেরেমির টার্গেট ১৩০ কেজি
স্ন্যাচের প্রথম প্রয়াসে ভারতের জেরেমি লালরিননুনগার টার্গেট ১৩০ কেজি।
-
আর্টিস্টিক জিমন্যাস্টিক্স: ১১ নম্বরে যোগেশ্বর
দ্বিতীয় রোটেশনের পর ১১ নম্বরে উঠে এসেছেন যোগেশ্বর সিং
-
ভারোত্তোলন: পুরুষদের ৬৭ কেজির ইভেন্ট শুরু
ভারোত্তোলনে পুরুষদের ৬৭ কেজির ইভেন্ট শুরু। এই বিভাগে নামবেন ভারতের জেরেমি লালরিননুনগা।
-
আর্টিস্টিক জিমন্যাস্টিক্স: ভল্টে যোগেশ্বর অর্জন করলেন ১৩.২০০ পয়েন্ট
ভল্টে যোগেশ্বর সিং অর্জন করলেন ১৩.২০০ পয়েন্ট। রিংয়ে করেছিলেন ১২.৩৫০। দুটো রোটেশনের পর মোট ২৫.৫০০ পয়েন্ট রয়েছে তাঁর।
-
আর্টিস্টিক জিমন্যাস্টিক্স: যোগেশ্বর সিংয়ের প্রথম রোটেশন
আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে যোগেশ্বর সিং প্রথম রোটেশনে অর্জন করেন ১২.৩৫০। আট নম্বরে রয়েছেন যোগেশ্বর
-
ভারোত্তোলন: তৃতীয় দিনের শুরুতেই ভারোত্তোলনে নজরে জেরেমি
আজ, কমনওয়েলথের তৃতীয় দিন ভারোত্তোলনে পুরুষদের ৬৭ কেজিতে নজরে থাকবেন ভারতের জেরেমি লালরিননুনগা।
-
আর্টিস্টিক জিমন্যাস্টিক্স: নজরে যোগেশ্বর সিং
আজ দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ফাইনাল। নজরে থাকবেন ভারতের যোগেশ্বর সিং।
-
কমনওয়েলথ গেমসে ভারতের আজকের সূচি
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রবিবার নজরে থাকবেন জেরেমি লালরিননুনগা, পপি হাজারিকা, নিখাত জারিন থেকে হরমনপ্রীতরা…
কমনওয়েলথ গেমসে ভারতের আজকের সূচি, পড়ুন বিস্তারিত – CWG 2022 India Day 3 Schedule: রবিবার দিনভর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নজরে থাকবেন যে ভারতের অ্যাথলিটরা…
Published On - Jul 31,2022 12:00 PM