CWG 2022 Highlights, Day 8: তিনটি সোনা, একটি রুপো, দুটি ব্রোঞ্জ; কুস্তিতে পদকের ফুলঝুরি
Commonwealth Games 2022 Day 8 Live Updates in Bengali: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এদিন নজর ছিল হিমা দাসের সেমিফাইনালে। অল্পের জন্য ফাইনালে উঠতে পারলেন না হিমা।
বার্মিংহ্যাম: আজ, শুক্রবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) অষ্টম দিন। এ দিনটা কুস্তিগিরদের। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, দীপক পুনিয়া। কুস্তিতে সোনার পদক জিতলেন এই তিন জন। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন বজরং। সোনার খেতাব ধরে রাখলেন এবারও। অনবদ্য সাক্ষী মালিকও। কুস্তিতে এদিন সব মিলিয়ে আধডজন পদক ভারতের। তিনটি সোনার পাশাপাশি একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক। জন্মদিনে সোনার লক্ষ্যে নেমেছিলেন অংশু মালিক। কমনওয়েলথ গেমসে প্রথম বার অংশ নেওয়া অংশুকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল। ব্রোঞ্জ জিতলেন দিব্যা কাকরন এবং মোহিত গ্রেওয়াল। মহিলাদের হকি দিয়ে দিন শেষ হল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা হকি দল। প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়ে তারা। লড়াই ছাড়েনি। শেষ কোয়ার্টারে ভারতের হয়ে সমতা ফেরান বন্দনা কাটারিয়া। শেষ রক্ষা হল না। পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়ার কাছে ০-৩ হার ভারতের। পদকের আশা এখনও আছে। ব্রোঞ্জ পদকের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা হকি দল। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এদিন নজর ছিল হিমা দাসের সেমিফাইনালে। অল্পের জন্য ফাইনালে উঠতে পারলেন না হিমা।
LIVE NEWS & UPDATES
-
হকি আপডেট
মহিলাদের হকির সেমিফাইনাল চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়ে ভারত। লড়াই ছাড়েনি ভারতীয় দল। চতুর্থ কোয়ার্টারে বন্দনা কাটারিয়ার গোলে সমতা ফেরাল ভারত।
নির্ধারিত সময়ে স্কোর লাইন ১-১। পেনাল্টি শুট আউটে ০-৩ হার ভারতের।
সেমিফাইনালে হারলেও, ব্রোঞ্জ পদকের সুযোগ থাকছে ভারতের সামনে। ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
-
ফাইনালে উঠতে পারলেন না হিমা
২০০ মিটারে সেমিফাইনালেই ছিটকে গেলেন হিমা দাস। সেমিফাইনালে তিনটি গ্রুপে ৮ জন করে প্রতিযোগী ছিলেন। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করতেন। তিনটি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকাদের মধ্যে সেরা দুজন তাদের সঙ্গে যোগ দিতেন। সেমিফাইনাল ২ গ্রুপে তিন নম্বরে শেষ করেন হিমা। তবে সেমিফাইনালে ১ এবং ৩-এ যে দুজন অ্যাথলিট তিন নম্বরে শেষ করেছিলেন, সেই দুজন ফাইনালে উঠলেন।
-
-
টেবল টেনিস আপডেট
- মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালেই বিদায় মণিকা বাত্রা-সাথিয়া জুটির।
- মিক্সড ডাবলসের সেমিফাইনালে অচন্ত শরথ কমল-শ্রীজা আকুলা জুটি।
- মেয়েদের ডাবলসে শেষ ১৬ প্রি-কোয়ার্টার ফাইনালে শ্রীজা আকুলা রিথ টেনিসন জুটি।
- পুরুষদের ডাবলে কোয়ার্টার ফাইনালে বিদায় হরমীত দেশাই-সানিল শেট্টি জুটির।
- পুরুষদের ডাবলসে সেমিফাইনালে উঠল অচন্ত শরথ কমল-সাথিয়া জুটি।
- মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠলেন শ্রীজা আকুলা।
- মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে বিদায় অভিজ্ঞ মণিকা বাত্রার।
- পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন শরথ কমল।
- পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন সানিল শেট্টি।
-
ব্যাডমিন্টন আপডেট
- মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন আকর্ষী কাশ্যপ। স্ট্রেট গেমে হারালেন ইভা কাতিরজিকে।
- পুরুষদের ডাবলসে শেষ আটে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। পাকিস্তানের আলি মুরাদ-ইরফান ভাট্টি জুটিকে ২১-৮, ২১-৭ এর স্ট্রেট গেমে হারাল ভারতীয় জুটি।
-
ব্যাডমিন্টন : কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন
অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইং জিয়াং লিনকে হারিয়ে ছেলেদের সিঙ্গলসের কোয়র্টার ফাইনালে লক্ষ্য সেন। ২১-৯, ২১-১৬ গেমে জিতলেন লক্ষ্য।
-
-
কুস্তি: মোহিতের ব্রোঞ্জ
কুস্তিতে পঞ্চম পদক। ১২৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতলেন মোহিত গ্রেওয়াল। প্রতিপক্ষ জামাইকার অ্যারন জনসনের বিরুদ্ধে ৬/৬ ‘বাই ফল’-এ বাউট জিতলেন।
2️⃣6️⃣th MEDAL FOR INDIA ?
Debutant Mohit Grewal (M-125kg) wins ?at #CommonwealthGames2022 leading the bout & finally pinning his opponent to seal the match ?
VICTORY BY FALL FOR MOHIT ? With this ?? wins 6/6 ? in ?♂️?♀️ today at #B2022
Fantastic effort ? Congratulations ? pic.twitter.com/QEOcPePduS
— SAI Media (@Media_SAI) August 5, 2022
-
কুস্তি: ২৬ সেকেন্ডে দিব্যার ব্রোঞ্জ
তিনটে সোনার পদকের পর কুস্তি থেকে আরও একটি পদক। মাত্র ২৬ সেকেন্ডে ‘ভিকট্রি বাই ফল’- এ ব্রোঞ্জ ম্যাচ জিতলেন দিব্যা কাকরান। মেয়েদের ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন টোঙ্গার টাইগার লিলি ককার লেমালিয়ার। টোঙ্গার টাইগারকে হারিয়ে কুস্তিতে চলতি কমনওয়েলথ গেমসে দেশকে চতুর্থ পদক জেতালেন তিনি।
DIVYA WINS ? IN 26sec ??@DivyaWrestler (W-68kg) wins her 2nd consecutive medal at #CommonwealthGames ?? before India ?? could even blink ??
VICTORY BY FALL for Divya ?♀️?♂️
She takes India’s medal tally in wrestling to 5️⃣ ?at @birminghamcg22
Congrats ??#Cheer4India pic.twitter.com/UWZ2D4MutC
— SAI Media (@Media_SAI) August 5, 2022
-
লন বল: ফের পদক ভারতের
লন বলে আগেই ঐতিহাসিক পদক জিতেছে ভারতীয় মহিলাদের ফোর টিম। এবার পালা ছেলেদের। ইংল্যান্ডকে ১৩-১২তে হারিয়ে মেনস ফোর ফাইনালে উঠে গেল লন বল টিম। পদক নিশ্চিত।
-
তৃতীয় সোনা !
কমনওয়েলথ গেমসে আগুন ঝরাচ্ছেন দেশের কুস্তিগিররা। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের পর কুস্তিতে তৃতীয় সোনা জিতলেন দীপক পুনিয়া। ৩-০ ব্যবধানে হারালেন পাক প্রতিপক্ষকে।
-
কুস্তি: ভারত বনাম পাকিস্তান
কুস্তিতে ভারত বনাম পাকিস্তান। শুনেছেন কখনও। পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ পাকিস্তানের মহম্মদ ইনাম। বজরং, সাক্ষীর পর তৃতীয় সোনা আসছে ভারতের ঘরে?
-
কুস্তি: সাক্ষীর সোনা
বজরংয়ের পর সাক্ষী মালিক। কুস্তিতে ফের এল সোনার পদক। কানাডার প্রতিপক্ষ কানাডার অ্যানা গোডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জিতলেন সাক্ষী। অষ্টম দিনের ভারতের দ্বিতীয় সোনা এটি।
-
বজরংয়ে জয়, সোনা ভারতের
দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জিতলেন বজরং পুনিয়া। ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে সোনায় শেষ করলেন। চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কুস্তিতে প্রথম সোনা ভারতের। বজরং এই নিয়ে টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন।
-
কুস্তি: নেমে পড়লেন বজরং, স্টেডিয়ামে ইন্ডিয়া…ইন্ডিয়া
দাপটের সঙ্গে গোল্ড মেডেল ম্যাচ শুরু করলেন বজরং পুনিয়া। গোটা স্টেডিয়াম তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছে।
-
কুস্তি: বজরংয়ের কাছে সোনার আশা
কিছুক্ষণের মধ্যেই ৬৫ কেজি বিভাগে ম্যাটে নেমে পড়বেন বজরং পুনিয়া। তারকা কুস্তিগীরের কাছ থেকে সোনা ছাড়া অন্যকিছু ভাবছে না দেশবাসী। প্রতিপক্ষ কানাডার লাচলান ম্যাকনিল।
-
টেবল টেনিস: প্রি-কোয়ার্টার ফাইনালে সৃজারা
মেয়েদের ডাবলসে সৃজা আকুলা-রীথ টেনিসন জুটি ৩-০ ব্যবধানে হারিয়ে দিল স্কটল্যান্ডের লুসি এলিয়ট এবং রেবেকা প্লাইস্টোকে। প্রি কোয়ার্টারে পা রাখল ভারতীয় জুটি।
-
কুস্তি: হতাশ অংশু
নাইজেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে সোনা হাতছাড়া অংশু মালিকের। হতাশায় ম্যাটের উপর বসে পড়েছিলেন তিনি। এটাই প্রথম কমনওয়েলথ পদক অংশুর।
-
কুস্তি: অংশুর হার, এল রুপো
কুস্তিতে চলতি কমনওয়েলথ গেমসে প্রথম রুপোর পদক ভারতের। মেয়েদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের কাছে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল হরিয়ানার কুস্তিগীর অংশু মালিককে।
-
কুস্তি: অ্যাকশনে অংশু
নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের বিরুদ্ধে সোনার পদকের লক্ষ্যে নেমে পড়লেন অংশু মালিক।
-
টেবল টেনিস: সেমিফাইনালে শরথ-সৃজা
মনিকারা হারলেও সেমিফাইনালে জায়গা পাকা করল শরথ কমল-সৃজা আকুলা জুটি। ৩-২(১১-৯) গেমে কঠিন লড়াইয়ে দু’বারের কমনওয়েলথ গেমসের পদক জয়ী জুটি লিয়াম পিচফোর্ড এবং টিন টিন হো-কে হারিয়ে দিলেন। শনিবার সেমিফাইনালের ম্যাচ।
-
টেবল টেনিস: হেরে গেলেন মনিকারা
হেরে গেল মিক্সড ডাবলসের মনিকা বাত্রা-সাথিয়ান গণেশেখরন জুটি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে মালয়েশিয়ান জুটির কাছে ২-৩ ব্যবধানে হারলেন তাঁরা।
-
টেবল টেনিস: মিক্সড ডাবলসের ম্যাচ চলছে
চলছে মিক্সড ডাবলসের দুটি ম্যাচ। অ্যাকশনে সাথিয়ান গণেশেখরন-মনিকা বাত্রা জুটি এবং শরথ কমল-সৃজা আকুলা জুটি। প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম গেম খুইয়েছেন সাথিয়ান-মনিকা। ১০-১২ ব্যবধানে জাভেন চুং-কারান লায়েনের বিরুদ্ধে হেরে যায় ভারতীয় জুটি। অপর কোয়ার্টার ফাইনালে লিয়াম পিচফোর্ড-টিন টিন হো জুটির বিরুদ্ধে ১১-৭ ব্যবধানে প্রথম গেম জিতে নেয় শরথ-সৃজা জুটি।
-
কুস্তি: অপেক্ষায় ৬ মেডেল
ভারতীয় কুস্তিগীররা কার কার বিরুদ্ধে খেলবেন দেখে নিন
গোল্ড মেডেল ম্যাচ : অংশু মালিক বনাম নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ে: মেয়েদের ৫৭ কেজি
গোল্ড মেডেল ম্যাচ : বজরং পুনিয়া বনাম কানাডার লাচলান ম্যাকনিল: পুরুষদের ৬৫ কেজি বিভাগ
গোল্ড মেডেল ম্যাচ : সাক্ষী মালিক বনাম কানাডার অ্যানা গোডিনেজ গঞ্জালেস : মেয়েদের ৬২ কেজি বিভাগ
গোল্ড মেডেল ম্যাচ : দীপক পুনিয়া : পুরুষদের ৮৬ কেজি বিভাগ
ব্রোঞ্জ মেডেল ম্যাচ : দিব্যা কাকরান বনাম টোঙ্গার টাইগার লিলি ককার লেমালিয়ার : মেয়েদের ৬৮ কেজি বিভাগ
ব্রোঞ্জ মেডেল ম্যাচ : মোহিত গ্রেওয়াল বনাম জামাইকার অ্যারন জনসন: পুরুষদের ১২৫ কেজি বিভাগ
সাড়ে নটা থেকে শুরু বাউট
-
কুস্তি: দিব্যা ও মোহিত খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে
- মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইলের রেপচেজ রাউন্ড ২-তে ক্যামেরনের নিগিরিকে ৫-০ ব্যবধানে হারালেন দিব্যা কাকরান। এ বার তিনি খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
- পুরুষদের ১২৫ কেজি সেমিফাইনালে কানাডার অমরবীর ধেসির কাছে ৪-১ ব্যবধানে হারেন মোহিত গ্রেওয়াল। এ বার মোহিত খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
-
কুস্তি: হেরে গেলেন মোহিত
পুরুষ ১২৫ কেজি ফ্রি স্টাইলের সেমিফাইনালে ৪-১ ব্যবধানে হেরে গেলেন ভারতের মোহিত গ্রেওয়াল।
-
কুস্তি: ফাইনালে সাক্ষী-অংশু-বজরং-দীপক
- মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে শ্রীলঙ্কার নেথমি পোরোথোটেজ ৪-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন অংশু মালিক।
- পাশাপাশি মহিলাদের ৬২ কেজি বিভাগের সেমিফাইনালে ক্যামেরুনের ইটেন এনগোলেকে সাক্ষী মালিক হারালেন ৪-০ ব্যবধানে।
- ফলে মহিলাদের কুস্তি থেকে ভারতের ২টি পদক নিশ্চিত হয়ে গেল।
- শুধু সাক্ষী-অংশুরাই নয়, ফাইনালে পৌঁছে গিয়েছেন বজরং পুনিয়াও। ইংল্যান্ডের জর্জ ব়্যামকে ৪-০ ব্য়বধানে হারালেন বজরং।
- বজরংয়ের পাশাপাশি দীপক পুনিয়াও পদক নিশ্চিত করে ফেললেন। কানাডার আলেকজান্ডার মুরকে ৩-১ ব্যবধানে হারালেন দীপক।
-
কুস্তি: হেরে গেলেন দিব্যা
মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার ব্লেসিং ওবোরোডুডুর কাছে ৪-০ ব্যবধানে হেরে গেলেন দিব্যা কাকরান।
-
কুস্তি: সেমিফাইনালে দীপক
পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে সিয়েরা লিওনের শেকু কাসেগাবমাকে ৪-০ ব্যবধানে হারালেন দীপক পুনিয়া।
-
কুস্তি: সেমিফাইনালে বজরং
পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে মরিসাসের জিন গাইলিয়ান জরিস বানদৌকে মাত্র ১ মিনিটেই হারিয়ে দিলেন বজরং পুনিয়া। ৫-০ ব্যবধানে জিতলেন বজরং
-
ব্যাডমিন্টন: কোয়ার্টার ফাইনালে সিন্ধু
মেয়েদের সিঙ্গলসের রাউন্ড অব ১৬ এর ম্যাচে পিভি সিন্ধু স্ট্রেট গেমে হারালেন উগান্ডার হুসিনা কোবুগাবেকে। ম্যাচের ফল ২১-১০, ২১-৯ সিন্ধুর পক্ষে।
-
কুস্তি: সেমিফাইনালে মোহিত
পুরুষদের ১২৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে সাইপ্রাসের অ্যালেক্সিওস কাউসলিডিসকে ৩-১ ব্যবধানে হারালেন মোহিত গ্রেওয়াল।
-
কুস্তি: সেমিফাইনালে সাক্ষী
মহিলাদের ৬২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কেলসে বার্নসকে ৪-০ ব্যবধানে হারালেন ভারতের সাক্ষী মালিক
-
কুস্তি: সেমিফাইনালে অংশু
মহিলাদের ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার আইরিন সিমেওনিদিসকে ৪-০ ব্যবধানে হারালেন ভারতের অংশু মালিক
-
টেবল টেনিস: পুরুষদের সিঙ্গলসের শেষ-১৬-তে সাথিয়ান
সানিল শেট্টির পর পুরুষদের সিঙ্গলসের শেষ-১৬-তে সাথিয়ান গণশেখরন। নাইজেরিয়ার পল ম্যাকেরিকে রাউন্ড অব ৩২ এর ম্যাচে ৪-০ ব্যবধানে হারালেন সাথিয়ান। ম্যাচের ফল ১১-৯, ১১-৯, ১২-১০, ১৩-১১ সাথিয়ানের পক্ষে।
-
টেবল টেনিস: শেষ ১৬-তে সানিল
পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অব ৩২ এর ম্যাচে ঘানার ডেরেক আবরেফাকে ৪-০ হারালেন সানিল শেট্টি। ম্যাচের ফল ১২-১০, ১৪-১২, ১১-৪, ১১-৫।
-
ব্যাডমিন্টন: কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত
পুরুষদের সিঙ্গলসের শেষ ১৬-র ম্যাচে শ্রীলঙ্কার দুমিন্দু অ্যাবেউইকরামাকে ২-০ ব্যবধানে হারালেন কিদাম্বি শ্রীকান্ত। শ্রীলঙ্কান শাটলারকে স্ট্রেট গেমে ২১-৯, ২১-১২ হারালেন শ্রীকান্ত।
-
টেবল টেনিস: জিতলেন শরথকমল
পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২ এর ম্যাচে অস্ট্রেলিয়ার ফিন লুকে ৪-০ ব্যবধানে হারালেন শরথকমল। ম্যাচের ফল ১২-১০, ১১-৮, ১১-৭, ১১-৬ শরথকমলের পক্ষে। প্রিকোয়ার্টারে পৌঁছে গেলেন শরথকমল।
-
টেবল টেনিস: পুরুষদের সিঙ্গলসে নজরে যাঁরা…
পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (বিকেল ৫.৪৫)
- সানিল শেট্টি বনাম ঘানার ডেরেক আবরেফা
- সাথিয়ান গণশেখরন বনাম নাইজেরিয়ার পল ম্যাকেরি
-
টেবল টেনিস: জিতলেন মনিকা-দিয়া
মহিলাদের ডাবলসের রাউন্ড অব ৩২ এর ম্যাচে জিতলেন মনিকা বাত্রা-দিয়া চিতলে। ত্রিনিদাদ ও টোবাগোর চুং রেহন-স্পাইসার ক্যাথেরাইন জুটিকে ৩-০ ব্যবধানে হারাল মনিকা-দিয়া। তিন গেমের ফল ১১-৫, ১১-৭, ১১-২ মনিকা-দিয়াদের পক্ষে।
-
লং জাম্প: যোগ্যতা অর্জনে ব্যর্থ অ্যান্সি সোজান এডাপিল্লি
মেয়েদের লং জাম্পে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ-এ-তে সপ্তম স্থানে শেষ করলেন অ্যান্সি সোজান এডাপিল্লি। খুব অল্পের জন্য ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না অ্যান্সি সোজান এডাপিল্লি।
-
অ্যাথলেটিক্স: ৪x৪০০ মিটার রিলের ফাইনালে ভারতের পুরুষ রিলে দল
পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতে রাউন্ড ১ এর হিট-২ তে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে পৌঁছল ভারতের পুরুষ রিলে দল। ফাইনালে ওঠা ভারতের ৪x৪০০ মিটার রিলে দলের সদস্যরা হলেন, মহম্মদ আনিস ইয়াহিয়া, নোয়া নির্মল টম, মহম্মদ আজমল ভারিয়াথোডি এবং অমজ জ্যাকব।
উল্লেখ্য, পুরুষদের লং জাম্পের ফাইনালে মহম্মদ আনিস ইয়াহিয়া শেষ করেন পঞ্চম স্থানে।
-
টেবল টেনিস: পুরুষদের সিঙ্গলসে নজরে শরথকমল
পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (বিকেল ৫.০৫)
- শরথকমল বনাম অস্ট্রেলিয়ার ফিন লু
-
ব্যাডমিন্টন: কোয়ার্টার ফাইনালে ত্রিশা-গায়েত্রী
মহিলাদের ডাবলসের রাউন্ড অব ১৬-র ম্যাচে, মরিশাসের জেমিমা সাং ফর লিউং-গানেশা মুনগড় জুটিকে ২-০ ব্যবধানে হারাল ভারতের ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ জুটি। ম্যাচের ফল ২১-২, ২১-৪ ত্রিশা-গায়েত্রীর পক্ষে।
#Badminton Update ?
Round of 16: Women's Doubles?
Gayatri/Treesa win against Jemimah/Ganesha (Mauritius) 21-2, 21-4 and advanced to the Quarterfinals#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/28I4lkGK0S
— SAI Media (@Media_SAI) August 5, 2022
-
টেবল টেনিস: কোয়ার্টার ফাইনালে শরথ-সাথিয়ান
পুরুষদের ডাবলসের রাউন্ড অব ১৬ এর ম্যাচে, অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন জুটি ৩-০ ব্যবধানে হারাল বাংলাদেশের বাওয়াম রামহিমলিয়ান-হৃদয় মহুতাসিন আহমেদ জুটিকে। ম্যাচের ফল ১১-৬, ১১-১, ১১-৪ শরথ-সাথিয়ানদের পক্ষে।
-
টেবল টেনিস: জিতলেন সৃজা
মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অব ১৬ এর ম্যাচে ওয়েলসের শার্লট কেরিকে ৪-৩ ব্যবধানে হারালেন সৃজা আকুলা। ৭ গেমের হাড্ডাহাডি ম্যাচে সৃজা জিতলেন ৮-১১, ১১-৭, ১২-১৪, ৯-১১, ১১-৪, ১৫-১৩, ১২-১০ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে সৃজা।
-
টেবল টেনিস: মহিলাদের ডাবলসে নজরে মনিকা-দিয়া
মহিলাদের ডাবলস – রাউন্ড অব ৩২ (বিকেল ৪.৩০)
- মনিকা বাত্রা-দিয়া চিতলে বনাম ত্রিনিদাদ ও টোবাগোর চুং রেহন-স্পাইসার ক্যাথেরাইন
-
টেবল টেনিস: হেরে গেলেন রীথ
মহিলাদের সিঙ্গলসের শেষ-১৬র ম্যাচে সিঙ্গাপুরের তিয়ানওয়েই ফেংয়ের কাছে ৪-১ ব্যবধানে হেরে গেলেন রীথ টেনিসন। ম্যাচের ফল ১১-২, ১১-৪, ৯-১১, ১১-৩, ১১-৪ সিঙ্গাপুরের প্যাডলারের পক্ষে।
-
টেবল টেনিস: কোয়ার্টার ফাইনালে মনিকা
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মনিকা বাত্রা। অস্ট্রেলিয়ার মিনহুং জিকে ৪-০ ব্যবধানে হারালেন মনিকা। শেষ ১৬-র ম্যাচের ফল ১১-৪, ১১-৮, ১১-৬, ১২-১০ মনিকার পক্ষে।
-
ব্যাডমিন্টন: ইভেন্ট শুরু হবে বিকেল ৪.১০ মিনিট থেকে
- মহিলাদের ডাবলস – রাউন্ড অব ১৬ (বিকেল ৪.১০)
ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ বনাম মরিশাসের জেমিমা সাং ফর লিউং-গানেশা মুনগড়
- পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ (বিকেল ৫.৩০)
কিদাম্বি শ্রীকান্ত বনাম শ্রীলঙ্কার দুমিন্দু অ্যাবেউইকরামা
- মেয়েদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ (সন্ধ্যা ৬.১০)
পিভি সিন্ধু বনাম উগান্ডার হুসিনা কোবুগাবে
- পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ (রাত ১১টা ২০)
লক্ষ্য সেন বনাম অস্ট্রেলিয়ার ইং জিয়াং লিন
- মহিলাদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ (রাত ১১টা ২০)
আকর্ষি কাশ্যপ বনাম সাইপ্রাসের ইতা কাত্তিরিতজি
- পুরুষদের ডাবলস – রাউন্ড অব ১৬ (রাত ১২)
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি বনাম পাকিস্তানের আলি মুরাদ-বাত্তি মুহম্মদ ইরফান সইদ
-
টেবল টেনিস: পুরুষদের ডাবলসে নজরে যাঁরা…
পুরুষদের ডাবলস – রাউন্ড অব ১৬ (বিকেল ৩.৫৫)
- অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন বনাম বাংলাদেশের বাওয়াম রামহিমলিয়ান-হৃদয় মহুতাসিন আহমেদ
- সানিল শেট্টি-হরমীত দেশাই বনাম অস্ট্রেলিয়ার চেম্বারস ধিলোন-ইয়ান সিন
-
কুস্তি: কোয়ার্টার ফাইনালে দীপক
পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইলের ১/৮ ফাইনালে নিউজিল্যান্ডের ম্যাথু ওক্সেনামকে ৪-০ ব্যবধানে হারালেন দীপক পুনিয়া।
-
টেবল টেনিস: সোনার পদকের সুযোগ ভাবিনার
ভারতের হয়ে আরও একটি পদক নিশ্চিত করলেন ভাবিনা প্যাটেল। প্যারা টেবল টেনিসে ইংল্যান্ডের সু বেইলিকে ৩-০ ব্যবধানে হারালেন ভাবিনা। মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের সেমিফাইনাল ম্যাচের তিন গেমের ফল ১১-৬, ১১-৬, ১১-৬ ভাবিনার পক্ষে।
#ParaTableTennis Update ?
Bhavina ?? defeats Sue ??????? 3-0 (11-6, 11-6, 11-6) in Women’s Singles (Class 3-5) Semi Final 1 and now advances to Finals
Go For GOLD Champ ?#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/2kZFk90rFT
— SAI Media (@Media_SAI) August 5, 2022
-
কুস্তি: কোয়ার্টার ফাইনালে বজরং
পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইলের ১/৮ ফাইনালে নাইরুর লোউ বিংগামকে ৫-০ ব্যবধানে হারালেন বজরং পুনিয়া।
-
টেবল টেনিস: মহিলাদের সিঙ্গলসে নজরে যাঁরা…
মহিলাদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ (বিকেল ৩.১৫)
- মনিকা বাত্রা বনাম অস্ট্রেলিয়ার মিনহুং জি
- সৃজা আকুলা বনাম ওয়েলসের শার্লট কেরি
- রীথ টেনিসন বনাম তিয়ানওয়েই ফেং
-
টেবল টেনিস: জিতল শরথকমল-সৃজা জুটি
মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে ৩-১ ব্যবধানে জিতল ভারতের অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা জুটি। মালয়েশিয়ার ফেং চি লেওং-ইং হো জুটিকে হারাল ৫-১১, ১১-২, ১১-৬, ১১-৫ ব্যবধানে।
-
টেবল টেনিস: জিতল মনিকা-সাথিয়ান জুটি
মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে ৩-০ ব্যবধানে জিতল সাথিয়ান গণশেখরন-মনিকা বাত্রা জুটি। নাইজেরিয়ার ওলাজিডে ওমোতায়ো-আজোকে ওজোমু জুটির বিরুদ্ধে ম্যাচের ফল ১১-৭, ১১-৬, ১১-৭ সাথিয়ান-মনিকার পক্ষে।
-
টেবল টেনিস: অ্যাকশনে ভারতের দুই মিক্সড ডাবলস জুটি
- মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে অ্যাকশনে ভারতের অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা জুটি।
- মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে অ্যাকশনে সাথিয়ান গণশেখরন-মনিকা বাত্রা জুটি।
-
আজ বিশেষ নজরে থাকবেন যাঁরা
আজ কমনওয়েলথের অষ্টম দিনে নজরে ভারতের যে অ্যাথলিটরা…
Ready for Day 8️⃣ action ?
Have a ? at the athletes to look out for on today's #CommonwealthGames2022 schedule?
We wish them all the very best ?
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022@PMOIndia @ianuragthakur @NisithPramanik @CGI_Bghm pic.twitter.com/bqibCEcUMa
— SAI Media (@Media_SAI) August 5, 2022
-
টেবল টেনিস: দুপুর ২টো থেকে ইভেন্ট শুরু
- মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে দুপুর ২টো নাগাদ মালয়েশিয়ার ফেং চি লেওং-ইং হো-র বিরুদ্ধে নামবে ভারতের অচিন্ত্য শরথকমল-সৃজা আকুলা জুটি।
- মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে দুপুর ২টো নাগাদ নাইজেরিয়ার ওলাজিডে ওমোতায়ো-আজোকে ওজোমু জুটির বিরুদ্ধে নামবে সাথিয়ান গণশেখরন-মনিকা বাত্রা জুটি।
মহিলাদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ (বিকেল ৩.১৫)
- মনিকা বাত্রা বনাম অস্ট্রেলিয়ার মিনহুং জি
- সৃজা আকুলা বনাম ওয়েলসের শার্লট কেরি
- রীথ টেনিসন বনাম তিয়ানওয়েই ফেং
পুরুষদের ডাবলস – রাউন্ড অব ১৬ (বিকেল ৩.৫৫)
- অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন বনাম বাংলাদেশের বাওয়াম রামহিমলিয়ান-হৃদয় মহুতাসিন আহমেদ
- সানিল শেট্টি-হরমীত দেশাই বনাম অস্ট্রেলিয়ার চেম্বারস ধিলোন-ইয়ান সিন
মহিলাদের ডাবলস – রাউন্ড অব ৩২ (বিকেল ৪.৩০)
- মনিকা বাত্রা-দিয়া চিতলে বনাম ত্রিনিদাদ ও টোবাগোর চুং রেহন-স্পাইসার ক্যাথেরাইন
পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (বিকেল ৫.০৫)
- শরথকমল বনাম অস্ট্রেলিয়ার ফিন লু
পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (বিকেল ৫.৪৫)
- সানিল শেট্টি বনাম ঘানার ডেরেক আবরেফা
- সাথিয়ান গণশেখরন বনাম নাইজেরিয়ার পল ম্যাকেরি
-
লন বল: অষ্টম দিনের প্রথম ইভেন্ট
আজ কমনওয়েলথের অষ্টম দিন ভারতের ইভেন্ট শুরু হচ্ছে লন বল দিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের লাভলি চৌবে ও নয়নমণি সাইকিয়া নেমেছেন ওমেন্স প্যারিস কোয়ার্টার ফাইনাল সি, রিঙ্ক ৬ এ।
Published On - Aug 05,2022 1:00 PM