CWG 2022 India Medals Tally: কমনওয়েলথের অষ্টম দিন শুরু হওয়ার আগে জেনে নিন কটি পদক এসেছে ভারতে…

Birmingham Commonwealth Games 2022 Medals Table in Bengali: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের অষ্টম দিন। আজও ভারতের পদক সংখ্যা বাড়ার সুযোগ রয়েছে।

CWG 2022 India Medals Tally: কমনওয়েলথের অষ্টম দিন শুরু হওয়ার আগে জেনে নিন কটি পদক এসেছে ভারতে...
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা...
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2022 | 12:31 PM

বার্মিংহ্যাম: আজ, শুক্রবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) অষ্টম দিন। এ বারের কমনওয়েলথ গেমসের প্রতিটা দিনই ভারতের পদক সংখ্যা বাড়ছে। এখনও অবধি বার্মিংহ্যাম থেকে মোট ২০টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ এই মাল্টি স্পোর্টস ইভেন্টের অষ্টম দিন। আজ বার্মিংহ্যাম থেকে ভারতের একাধিক পদক লাভের সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন কোন বিভাগ থেকে এই ২০টি পদক (Commonwealth Games 2022 Medals Tally) পেয়েছেন ভারতের কোন অ্যাথলিটরা…

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা কী কী পদক পেয়েছেন?

১) সোনা – ৬টি

২) রুপো – ৭টি

৩) ব্রোঞ্জ – ৭টি

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কোন ভারতীয় অ্যাথলিটরা পদক লাভ করেছেন?

১) মীরাবাঈ চানু – সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন

২) জেরেমি লালরিননুনগা – সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন

৩) অচিন্ত্য শিউলি – সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন

৪) সংকেত মহাদেব সারগর – রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৫) বিন্দিয়ারানি দেবী – রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৬) সুশীলা দেবী লিকমাবাম – রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো

৭) গুরুরাজা পূজারি – ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন

৮) বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো

৯) হরজিন্দর কৌর – ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন

১০) মেয়েদের লন বল ফোর টিম- সোনার পদক

১১) পুরুষদের টেবল টেনিস দল – সোনা

১২) বিকাশ ঠাকুর – রুপো, পুরুষদের ৯৬ কেজি – ভারোত্তোলন

১৩) ব্যাডমিন্টন মিক্সড টিম – রুপো

১৪) তেজস্বিন শংকর – ব্রোঞ্জ, পুরুষদের হাই জাম্প

১৫) তুলিকা মান – রুপো, মহিলাদের +৭৮ জুডো

১৬) সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস – স্কোয়াশ

১৭) লভপ্রীত সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯ কেজি – ভারোত্তোলন

১৮) গুরদীপ সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯+ কেজি – ভারোত্তোলন

১৯) সুধীর – সোনা, পুরুষদের হেভিওয়েট – প্যারা ওয়েটলিফ্টিং

২০) মুরলী শ্রীশংকর – রুপো, পুরুষদের লং জাম্প

এই মুহূর্তে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

১) অস্ট্রেলিয়া (৫১টি সোনা, ৪২টি রুপো, ৩৯টি ব্রোঞ্জ) – মোট- ১৩২টি

২) ইংল্যান্ড (৪২টি সোনা, ৪৪টি রুপো, ৩২টি ব্রোঞ্জ) – মোট- ১১৮টি

৩) কানাডা (১৭টি সোনা, ২০টি রুপো, ২২টি ব্রোঞ্জ) – মোট- ৫৯টি

৪) নিউজিল্যান্ড (১৬টি সোনা, ১০টি রুপো, ১১টি ব্রোঞ্জ) – মোট- ৩৭টি

৫) স্কটল্যান্ড (৭টি সোনা, ৮টি রুপো, ১৯টি ব্রোঞ্জ) – মোট- ৩৪টি

৬) দক্ষিণ আফ্রিকা (৭টি সোনা, ৭টি রুপো, ৮টি ব্রোঞ্জ) – মোট- ২২টি

৭) ভারত (৬টি সোনা, ৭টি রুপো, ৭টি ব্রোঞ্জ) – মোট-২০টি