CWG 2022 India Day 7 Schedule: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ নজরে বক্সিং, স্কোয়াশ, ব্যাডমিন্টনের মতো একাধিক ইভেন্ট

আজ, বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সপ্তম দিন।

CWG 2022 India Day 7 Schedule: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ নজরে বক্সিং, স্কোয়াশ, ব্যাডমিন্টনের মতো একাধিক ইভেন্ট
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সূচি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2022 | 2:27 PM

বার্মিংহ্যাম: আজ, বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সপ্তম দিন। দেখতে দেখতে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের ছ’টা দিন পেরিয়ে গিয়েছে। বার্মিংহ্যাম থেকে একের পর এক পদক এসে চলেছে ভারতে (India)। এখনও অবধি ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ১৮টি পদক। যার মধ্যে ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, হাই জাম্প, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন অমিত পাঙ্ঘাল, রোহিত টোকাসরা। একইসঙ্গে সপ্তম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, স্কোয়াশ, বক্সিংয়ের মতো একাধিক ইভেন্টেও। চলতি কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের সপ্তম দিনের সূচি দেখে নিন —

৪ অগস্ট, ভারতীয় ক্রীড়াবিদদের কমনওয়েলথ গেমসের সপ্তম দিনের সূচি —

১) বক্সিং

পুরুষদের ৪৮ কেজি – ৫১ কেজি (ফ্লাইওয়েট) কোয়ার্টার ফাইনাল ২ – অমিত পাঙ্ঘাল

মহিলাদের ৫৭ কেজি – ৬০ কেজি (লাইটওয়েট) কোয়ার্টার ফাইনাল ২ – জেসমিন ল্যাম্বোরিয়া

পুরুষদের ৯২ কেজি (সুপার হেভিওয়েট) – কোয়ার্টার ফাইনাল ১ – সাগর

পুরুষদের ৬৩.৫ কেজি – ৬৭ কেজি (ওয়েল্টারওয়েট) কোয়ার্টার ফাইনাল ৩ – রোহিত টোকাস

২) টেবল টেনিস

মিক্সড ডাবলস – রাউন্ড অব ৬৪ – রীথ টেনিসন ও সানিল শেট্টি

মহিলাদের ডাবলস – রাউন্ড অব ৬৪ – মনিকা বাত্রা, দিয়া চিতলে, সৃজা আকুলা, রীথ টেনিসন

৩) রিদমিক জিমন্যাস্টিক্স

মহিলাদের রিদমিক – বাভলিন কৌর

৫) অ্যাথলেটিক্স ও প্যারা অ্যাথলেটিক্স

মহিলাদের হ্যামার থ্রো কোয়ালিফাইং রাউন্ড – গ্রুপ এ (সরিতা সিং, মঞ্জু বালা)

মহিলাদের ২০০ মিটার রাউন্ড ১ – হিট (হিমা দাস)

পুরুষদের লং জাম্প ফাইনাল

৬) ব্যাডমিন্টন

পুরুষদের সিঙ্গলস , রাউন্ড অব ৩২ – কিদাম্বি শ্রীকান্ত

মহিলাদের সিঙ্গলস, রাউন্ড অব ৩২ পিভি সিন্ধু

৭) স্কোয়াশ

মহিলাদের ডাবলস – রাউন্ড অব ৩২ – সুনয়না কুরুভিল্লা ও অনাহত সিং

পুরুষদের ডাবলস – রাউন্ড অব ৩২ – অভয় সিং ও ভেলাভান সেন্থিলকুমার

মিক্সড ডাবলস – রাউন্ড অব ১৬ – দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল

মিক্সড ডাবলস – রাউন্ড অব ১৬ – জোৎস্না চিনাপ্পা ও হরজিন্দর পাল সান্ধু

মহিলাদের ডাবলস – রাউন্ড অব ১৬ – জোৎস্না চিনাপ্পা ও দীপিকা পাল্লিকাল

৮) লন বল

পুরুষদের সেকশনাল প্লে – রাউন্ড ৫ – মৃদুল বরগোহাইন

৯) প্যারা পাওয়ারলিফ্টিং

পুরুষদের হেভিওয়েট – সুধীর

পুরুষদের লাইটওয়েট – প্রেমজিৎ সিং

মহিলাদের লাইটওয়েট – সাকিনা খাতুন , মনপ্রীত কৌর

১০) হকি

পুরুষদের হকি (পুল বি) – ভারত বনাম ওয়েলস