CWG 2022: বিতর্কে জর্জরিত লভলিনা পদক থেকে এক কদম দূরে, হারালেন অভিজ্ঞ কিউয়ি বক্সারকে
Lovlina Borgohain: কমনওয়েলথ গেমস শুরুর আগে থেকেই বিতর্কে অলিম্পিক পদকধারী বক্সার লভলিনা বরগোহাইন। তবে লড়াইয়ের ময়দানে সেই বিতর্কের প্রভাব দেখা গেল না। বার্মিংহ্যামে সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলেন অসমের বক্সার।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগে টুইট করে বক্সিং ফেডারেশনের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর মাঝপথেই কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) উদ্বোধনী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। সব মিলিয়ে বছরের অন্যতম সেরা অ্যাথলেটিক ইভেন্টের রিংয়ে নামার পূর্বে বিতর্কে ছায়ায় বক্সার লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। বার্মিংহ্যাম থেকে একটি পদক জয় সেই বিতর্কে জল ঢালতে পারে। এটা লভলিনাও ভালোমতো জানেন। তাই রিংয়ের বাইরের বিতর্কের প্রভাব পারফরম্যান্সে পড়তেই দিলেন না। শনিবার ৭০ কেজি মিডলওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা। ৫-০ ব্যবধানে হারিয়ে দেন আরিয়েন নিকোলসনকে। টোকিও অলিম্পিকে পদকজয়ী নিজের থেকে ১৫ বছরের বড় নিউজিল্যান্ডের অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীকে স্রেফ উড়িয়ে দিলেন। শুরুটাই করেছিলেন আক্রমণাত্মক। দাপট বজায় ছিল শেষ পর্যন্ত। পদক জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে লভলিনা। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ওয়েলসের রোসি এসেলস। ম্যাচ জিতলেই মেডেল পাকা।
কমনওয়েলথ শুরুর আগে থেকে বিতর্ক সঙ্গে নিয়ে ঘুরছেন তারকা বক্সার। বারবার কোচ বদল নিয়ে অসন্তুষ্টি, ব্যক্তিগত কোচকে গেমস ভিলেজে ঢুকতে না দেওয়া, এসব করে মানসিকভাবে তাঁকে ভেঙে ফেলা হচ্ছে। এমনই হাজারো অভিযোগ নিয়ে কমনওয়েলথ গেমস শুরুর আগে লম্বা চওড়া টুইট করে বক্সিং জগতে হইচই ফেলে দিয়েছিলেন লভলিনা বরগোহাইন। অলিম্পিক পদকধারী বক্সারের টুইটে নড়চড়ে বসে ছিল ক্রীড়ামন্ত্রকও। সরকারী হস্তক্ষেপে বক্সিং ফেডারেশনের তরফে লভলিনার কোচ সন্ধ্যারানিকে গেমস ভিলেজে প্রবেশের ব্যবস্থা করে দেওয়া হয়। তাঁকে জায়গা দিতে ভিলেজ ছেড়ে অদূরে একটি হোটেলে গিয়ে ওঠেন জাতীয় বক্সিং কোচ ভাস্কর ভাট ও টিমের ডাক্তার। এখানেই শেষ নয়। ওপেনিং সেরিমনি মাঝপথে ছেড়ে গেমস ভিলেজে চলে আসেন লভলিনা। যে কারণে প্রায় ঘণ্টাখানেক ভিলেজের বাইরে আটকে ছিলেন তিনি। তবে এসব বিতর্ককে পিছনে ফেলে কমনওয়েলথে পদকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। কোয়ার্টার ফাইনালে জয় মানেই পদক পাকা। বক্সিংয়ে সেমিফাইনালে পৌঁছনো মানেই ব্রোঞ্জ নিশ্চিত।
INTO THE QUARTERFINALS! ?
What a perfect start for the Tokyo Olympics Medalists @LovlinaBorgohai, as she packs ??’s N.Ariane in some style. ??@AjaySingh_SG | @debojo_m #Commonwealthgames#B2022#PunchMeinHainDum 2.0 pic.twitter.com/ObK4qSCJja
— Boxing Federation (@BFI_official) July 30, 2022
একইসঙ্গে এদিন ছেলেদের ৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের প্রি কোয়ার্টারে পা রাখলেন মহম্মদ হসমুদ্দিন। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথে হসমুদ্দিন ব্রোঞ্জ পদক গলায় নিয়ে দেশে ফিরেছিলেন। পদকের রঙ পাল্টানোকে পাখির চোখ করেছেন। দক্ষিণ আফ্রিকার এমজোলেলে-কে ৫-০তে হারিয়ে প্রি কোয়ার্টারে পা রেখেছেন। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ বাংলাদেশের মহম্মদ সেলিম হুসেন।