দশজন করোনা আক্রান্ত অশ্বিনের পরিবারে

এই খারাপ সময়ে দাঁড়িয়ে সবার কাছে অশ্বিনের স্ত্রীর আবেদন, সমস্ত রকম কোভিড বিধি পালন করুন। ভ্যাকসিন নিন। পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন নিজে সুরক্ষিত থাকুন।

দশজন করোনা আক্রান্ত অশ্বিনের পরিবারে
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 01, 2021 | 5:55 PM

চেন্নাই: গত সোমবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এর ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) জানিয়েছিলেন, তাঁর পরিবারে (family) কোভিড (covid) থাবা বসিয়েছে তাই তিনি আইপিএল (IPL) থেকে আপাতত ছুটি নিচ্ছেন। কিন্তু সেই থাবা যে কতটা ভয়ঙ্কর সেটা প্রকাশ করেননি ভারতীয় অফস্পিনার। চেন্নাইতে অশ্বিনের পরিবারে, মোট ১০ জন করোনা সংক্রমিত। তাদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক ৪ জন শিশু। এই কথা জানিয়ে টুইট করেছেন অশ্বিনের স্ত্রী প্রীতি।

এই খারাপ সময়ে দাঁড়িয়ে সবার কাছে অশ্বিনের স্ত্রীর আবেদন, সমস্ত রকম কোভিড বিধি পালন করুন। ভ্যাকসিন নিন। পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন নিজে সুরক্ষিত থাকুন। শুক্রবারে প্রীতি টুইট করে জানান, আশ্বিনের দুই মেয়ে ও করোনা আক্রান্ত। তবে সবাই তাদের পাশে আছেন। পাওয়া যাচ্ছে সবরকম সাহায্য। সেটাই যেন স্বস্তিতে রেখেছে অশ্বিনের স্ত্রীকে।

আরও পড়ুন: IPL 2021 MI vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ

পৃথিবীর সবথেকে বেশি যন্ত্রণা দিচ্ছে, আইসোলেশনে একা একা থাকা। নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সবাই পাশে আছে অথচ কেউ নেই, করোনায় শারীরিক যন্ত্রণা থেকে অনেক বেশি যন্ত্রণা মানসিক। এবং এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে বেশ কিছুটা সময় লাগবে। বলছেন মিসেস অশ্বিন।