T20 World Cup 2024 : চব্বিশে মার্কিন মুলুকে ক্রিকেট বিশ্বকাপের আসর, দিনক্ষণ প্রকাশ্যে

ফ্লোরিডা, মরিসভিল, ডালাস এবং নিউইয়র্ক- এই চারটি শর্টলিস্টেড ভেনু পরিদর্শন করা হয়েছে আইসিসির তরফে। ২০২৪ সালের পুরুষদের টি ২০ বিশ্বকাপ আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে।

T20 World Cup 2024 : চব্বিশে মার্কিন মুলুকে ক্রিকেট বিশ্বকাপের আসর, দিনক্ষণ প্রকাশ্যে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 11:19 AM

কলকাতা : ২০২৩ ওডিআই বিশ্বকাপ নিয়ে এখন আলোচনা সর্বত্র। বছরের শেষদিকে ৫০ ওভারের ফরম্যাটে জমে উঠবে ১০ দলের কাপ যুদ্ধের লড়াই। তারই মাঝে আরও এক ক্রিকেট বিশ্বকাপের খবর। ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। যৌথভাবে এই মেগা আইসিসি (ICC) ইভেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি দেশের মোট ১০টি ভেনুতে অনুষ্ঠিত হবে কুড়ি বিশের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সম্ভাব্য় তারিখ প্রকাশ্যে এসেছে। কবে থেকে শুরু হবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

চলতি সপ্তাহে আইসিসির টিম মার্কিন যুক্তরাষ্ট্রের শর্টলিস্টেড ভেনুগুলির পরিদর্শন করেছে। ফ্লোরিডা, মরিসভিল, ডালাস এবং নিউইয়র্ক- এই চারটি শর্টলিস্টেড ভেনু পরিদর্শন করা হয়েছে আইসিসির তরফে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম প্রধান ক্রিকেট খেলিয়ে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সেই তুলনায় শিশু। এই প্রথম বার আন্তর্জাতিক স্তরের ক্রিকেট ইভেন্ট আয়োজন করছে আমেরিকা। ফ্লোরিডার লওডারহিলে ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ের কিছু ম্যাচ খেলা হয়েছে। এই ভেনুতে আগামিদিনে অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটি ম্যাচ। মরিসভিল, ডালাস এবং নিউইয়র্কের ভেনুগুলিতে বিশ্বকাপের ম্যাচ ও ওয়ার্ম আপ ম্যাচগুলি খেলা হবে।

মরিসভিল, ডালাসে বর্তমানে মেজর লিগ ক্রিকেটের ম্যাচগুলি খেলা হচ্ছে। তবে উপরোক্ত তিনটি ভেনুর এখনও আন্তর্জাতিক ক্রিকেট ভেনুর মর্যাদা পাওয়া বাকি। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে হবে ইন্টারন্যশনাল ভেনুর স্ট্যাটাস থাকা জরুরি। তাই এই ভেনুগুলি নিয়ে আগামিদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ ক্রিকেট।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পুরুষদের টি ২০ বিশ্বকাপ। শেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ টি ২০ বিশ্বকাপ হবে অনেকটাই আলাদা। ২০টি টিমকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপের শীর্ষ দুটি টিম কোয়ালিফাই করবে সুপার এইটে। সুপার এইটের দলগুলিকে আবার দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। দুটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।

এখনও পর্যন্ত যোগ্যতা অর্জনকারী দলগুলি হল- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নেদারল্য়ান্ডস, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড।