Yusuf Pathan : চল্লিশেও ধ্বংসাত্মক ব্যাটিং, পাক বোলারকে পিটিয়ে ম্যাচ জেতালেন পাঠান
Zim Afro T10 2023 : জিম অ্যাফ্রো টি ১০ লিগে দুর্দান্ত ইনিংস খেললেন দেশের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান।
হারারে : চল্লিশ বছরেও ব্যাটিং অস্ত্র ভোঁতা হয়নি। জিম অ্যাফ্রো টি ১০ লিগে (Zim Afro T10 2023) ব্যাটে ঝড় তুলে বুঝিয়ে দিলেন দেশের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান। ভারতীয় টিমের হয়ে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। যদিও ভারতের দুটি বিশ্বকাপ জয়ী টিমের সদস্য ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে ইউসুফ পাঠানোর কদর রয়েছে। আইপিএলে তাঁর ধুম ধাড়াক্কা ব্যাটিং চাক্ষুস করেছেন ক্রিকেটপ্রেমীরা। অবসর নেওয়ার পর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। সেখানেও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের নাকানিচোবানি খাওয়াচ্ছেন ইউসুফ (Yusuf Pathan)। জিম অ্যাফ্রো টি ১০ লিগে ২৬ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে শিরোনামে উঠে এসেছেন ৪০ বছরের ইউসুফ পাঠান। টুর্নামেন্টে জোহানেসবার্গ বাফেলোজের হয়ে খেলছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports –এর এই প্রতিবেদনে।
শুক্রবার রাতে ছিল জো’বার্গ বাফেলোজ ও ডারবান কলন্দর্সের মধ্যে ম্যাচ। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১৪০ রান করে ডারবান। শেষ ওভারে জয়ের জন্য ২১ রানের প্রয়োজন ছিল জো’বার্গের। ক্রিজে ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। চাতারার বলে দুটি ছয় ও দুটি চার হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন পাঠান। পাঠানের সৌজন্যে ৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পার করে যায় জো’বার্গ বাফেলোজ। ম্যাচ জিতেই কোলে তুলে নেন মুশফিকুরকে। এই জয়ে জিম অ্যাফ্রো টি-১০ লিগের ফাইনালে পা রেখেছে মহম্মদ হাফিজের জো’বার্গ।
Far from over when @iamyusufpathan is in this form! ?#JBvDQ #T10League #ZimAfroT10 #CricketsFastestFormat pic.twitter.com/Cdgi7HCsAd
— T10 League (@T10League) July 28, 2023
অপরাজিত ৮০ রানের ইনিংসে পাকিস্তানে বোলার মহম্মদ আমিরকে পিটিয়ে ছাতু করেছেন ইউসুফ। অষ্টম ওভারে আমিরের বলে তিনটি ছয় ও একটি চার হাঁকান। ওই ওভারে ওঠে মোট ২৫ রান। দু ওভারে ৪২ রান দেন আমির!