রাহানেকে যত দেখছি, মুগ্ধ হচ্ছি
বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলার বিশ্লেষণ, TV9 বাংলা ডিজিটালের জন্য কলম ধরলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়।
অস্ট্রেলিয়া ১৯৫
ভারত ২৭৭-৫
শরদিন্দু মুখার্জি
ক্যাপ্টেন জন্ম নেয়, তৈরি হয় না। কথাটা কেন যে বলা হয়, অজিঙ্ক রাহানেকে দেখে বোঝা যাচ্ছে। ভারতীয় টিমে যে ক’জন প্রতিভাবান ব্যাটসম্যান আছে, রাহানে তাদের অন্যতম। ততটা প্রচারের আলোয় থাকে না। সেই অর্থে মুখচোরা। কিন্তু ক্রিকেট মাঠে ও যখন নামে, বডি ল্যাঙ্গুয়েজটাই পাল্টে যায়।
বিরাট কোহলি ছুটি নেওয়ার পর অনেকেরই মনে হয়েছিল, এই সিরিজে বোধহয় ভারতীয় টিমের চরম ভরাডুবি হবে। বিশেষ করে ৩৬ রানের বিপর্যয়টার পর। কিন্তু সেখান থেকে মেলবোর্নে ভারত যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তার অনেকটাই কৃতিত্ব দিতে হবে রাহানেকে। শুভমন আউট হওয়ার পর ও যখন ব্যাট করতে এসেছিল, তখন ভারত বেশ চাপেই। স্কোরবোর্ডে ভারতের ২-৬১। তার পর পরই ৬৪-৩। অনেকেই আবার আর একটা বিপর্যয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছিল। সেখান থেকে রাহানে একাই প্রায় খেলাটা বদলে দিয়েছে। দিনের শেষে ও নিজে ১০৪ রানে ক্রিজে আছে। আর ভারত, ২৭৭-৫। এখনই ৮২ রানের লিড। কাল যদি লিডটাকে ১৫০ নিয়ে যেতে পারে, আমি তো বলব অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় বেশ চাপে থাকবে।
Ajinkya Rahane’s 12th Test ton – and one of his best! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvIND pic.twitter.com/hfUBIhI5qZ
— cricket.com.au (@cricketcomau) December 27, 2020
প্রথম দিনের ৩৬-১ নিয়ে নামা ভারত দ্বিতীয় দিনের শুরুটা খারাপ করেনি। শুভমনের উপর ভরসা যে রাখা যায়, সেটা ও গতকাল বিকেলেও বুঝিয়েছিল। দ্বিতীয় দিন সকালেও বেশ সাবলীল ব্যাটই করছিল শুভমন। ৪৫ রান করার পর কামিন্সের বলে উইকেটের পিছনে খোঁচা দিয়ে আউট হয়েছে। তার পরও বলব, শুভমন লম্বা রেসের ঘোড়া। ও যত সুযোগ পাবে, তত পরিণত হবে।
চেতেশ্বর পূজারার ক্ষেত্রে আগের দিনও বলেছিলাম, ২০০ বল খেলে ৪০ করে আউট হওয়ার কোনও মানে হয় না। পূজারাকে আরও আক্রমণাত্মক হতে হবে। এ দিনও কিন্তু ৭০ বল খেলে সেটই হয়ে গিয়েছিল। তার পরও বড় রান করতে পারল না। পূজারার মতো ব্যাটসম্যান রান পেলে টিমের উপর চাপ বাড়বেই। সেটা ওকে কিন্তু মাথায় রাখতে হবে। পূজারার মতোই সেট হয়ে আউট হয়েছে হনুমা বিহারীও। হনুমাকে মনে রাখতে হবে, ২০ বা ২২ করে টিমে জায়গা ধরে রাখতে পারবে না। লোকেশ রাহুলের মতো একজন বাইরে বসে রয়েছে। হনুনা যদি শেষ ইনিংসটাতে রান করতে না পারে, তা হলে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের রাহুলকেই খেলানো উচিত। ও ফর্মে আছে। সবচেয়ে বড় কথা, ওর মধ্যে একটা অলরাউন্ড এবিলিটি আছে। যেটা ভারত কাজে লাগাতে পারবে।
A captains ? solid , gritty and calm just like his personality @ajinkyarahane88 sharp mind in field setting aswell ! @imjadeja looking great how good has he become batting lowerdown the order for?? ! Great start for @RealShubmanGill ! We are looking good for a decent lead ??
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 27, 2020
আরও পড়ুন:রাহানের শতরানে মেলবোর্নে ভাল জায়গায় টিম ইন্ডিয়া
ঋষভ পন্থ ওর স্বাভাবসিদ্ধ ৪০ বলে ২৯ করে গিয়েছে। তবে আমি অনেক বেশি মুগ্ধ রবীন্দ্র জাডেজাকে দেখে। ওকে আজকাল ব্যাটসম্যানই বলা যায়। যখনই দরকার পড়ে, ঠিক রান করে। ১০৪ বল খেলে কার্যকর ৪০ করে ক্রিজে আছে।
গোলাপি বলে যাই হোক না কেন, লাল বলে ভারত দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে মেলবোর্নে। প্রথম সেশনটাতে ভারত রানটাকে ৪০০-র ওপারে নিয়ে যেতে পারে, তা হলে কিন্তু অ্যাডভান্টেজে থাকবে। হাতে এখনও পাঁচটা উইকেট আছে। আমি অন্তত সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি।
ভারত ২৭৭-৫ (রাহানে ১০৪ নট আউট, জাডেজা ৪০ নট আউট, শুভমন ৪৫, স্টার্ক ২-৬১, কামিন্স ২-৭১, লিয়ঁ ১-৫২)।