রাহানের শতরানে মেলবোর্নে ভাল জায়গায় টিম ইন্ডিয়া

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৮২ রানে এগিয়ে ভারত। ক্রিজে রাহানে-জাদেজা

রাহানের শতরানে মেলবোর্নে ভাল জায়গায় টিম ইন্ডিয়া
মেলবোর্নে রাহানের শতরান। ছবি-বিসিসিআই।
Follow Us:
| Updated on: Dec 27, 2020 | 4:09 PM

TV9 বাংলা ডিজিটাল: ৩৬ রানের লজ্জা, অ্যাডিলেডে হার,কোহলির দেশে ফিরে যাওয়া,সামির ছিটকে যাওয়া। গত কয়েকদিনে ভারতীয় দলকে তাড়া করে বেরিয়েছে একের পর এক নেগেটিভ ফ্যাক্টর। কিন্তু বক্সিং ডে টেস্টে রাহানের অধিনায়কোচিত শতরান মেলবোর্নে বদলার স্বপ্ন দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৭৭। অস্ট্রেলিয়ার থেকে ৮২ রানে এগিয়ে । ১০৪ রানে অপরাজিত অজিঙ্কা রাহানে ৪০ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।

মেলবোর্ন টেস্ট রাহানের কাছে ছিল অ্যাসিড টেস্ট। চলতি বছরে এখনও পর্যন্ত একটি হাফসেঞ্চুরিও আসেনি তার ব্যাট থেকে। বিদেশের মাটিতে শেষ ৪টি টেস্টে রাহানের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪। মেলবোর্নে টস হারের পরও প্রথম দিন আগ্রাসী অধিনায়কত্ব করেছিলেন রাহানে। মাত্র ১৯৫ রানে গুটিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দ্বিতীয় দিন কথা বলল রাহানের ব্যাট। মেলবোর্নে অধিনায়কোচিত শতরান এল মুম্বইকরের ব্যাট থেকে। টেস্ট কেরিয়ারে ১২তম শতরান। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে মেলবোর্নে শতরান করলেন রাহানে। এর আগে ২০১৪ সালেও মেলবোর্নে শতরান ছিল অজিঙ্কার। ভিনু মানকড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ঐতিহাসিক মেলবোর্নে দুটো শতরান করলেন রাহানে।  মেলবোর্নে রাহানের দুরন্ত শতরানকে কুর্নিশ জানান কোহলি,যুবরাজ,সেওয়াগ।

দ্বিতীয় দিনের প্রথম পর্বে কামিন্সের জোড়া উইকেটে কিছুটা ব্যকফুটে ছিল ভারত। অভিষেক ইনিংসে মাত্র ৫ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শুভমন। রান পাননি পূজারা। প্রথমে হনুমা বিহারির সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ইনিংসের হাল ধরেন রাহানে। লিঁয়র বলে ফেরেন হনুমা। পন্থ ক্রিজে আসতেই গতি পায় ভারতীয় ইনিংস। নিজের মেজাজে ব্যাট করেন দিল্লির উইকেটকিপার। তবে দীর্ঘায়িত হয়নি পন্থের ইনিংস।

আরও পড়ুন:নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরছেন শ্রীসন্থ, লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ

দিনের টার্নিং পয়েন্ট অবশ্যই ষষ্ঠ উইকেটে জাদেজা আর রাহানের পার্টনারশিপ। জাদেজা যখন উইকেটে আসেন,ভারতের স্কোর তখন ৫ উইকেটে ১৭৩। এই জুটিই দিনের শেষে ভারতের রানকে ২৭৭ রানে পৌঁছে দেয়। ষষ্ঠ উইকেটে যোগ করেন ১০৪ রান। তৃতীয় দিন ভারতকে বড় রানের লিড এনে দেওয়ার সুযোগ জাদেজা-রাহানের সামনে।