তৃতীয় টেস্টেও ওয়ার্নারের মাঠে নামা অনিশ্চিত
ডেভিড ওয়ার্নারকে ছাড়া ওপেনিংয়ে সমস্যা হচ্ছে অজিদের।
ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ডেভিড ওয়ার্নার (David Warner) খেলবেন কি না সে বিষয়ে সংশয় রয়েছে। কুঁচকিতে চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারকে ছাড়া চাপের মুখে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, গতমাসে সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি কুঁচকিতে চোট পেয়েছিলেন।
আরও পড়ুন: টেস্ট অভিষেক করে মাকে ফোন সিরাজের
রিকি পন্টিংকে (Ricky Ponting) দেওয়া একটি সাক্ষাৎকারে ডেভিড ওয়ার্নারের শারীরিক পরিস্থিতির ব্যপারে জানিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। অস্ট্রেলিয়ার কোচ বলেন, “টেস্ট সিরিজে ফিরে আসার জন্য ওয়ার্নার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল নেটে ও অসাধারণ ব্যাটিং করছিল। কিন্তু, এখনও কুঁচকিতে ওর কিছুটা সমস্যা রয়েছে।”
আরও পড়ুন: প্রশংসা করে বিতর্ক বাড়াতে চান না গাভাসকর
ল্যাঙ্গার আরও বলেন, “আমরা আশাবাদী ওয়ার্নারকে আমরা তৃতীয় টেস্টে দলে পাব। এখনও তৃতীয় টেস্টের জন্য কয়েকদিন বাকি রয়েছে। আশা করি ওয়ার্নার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবে।”
আরও পড়ুন: অধিনায়কোচিত অর্ধশতরান রাহানের,মেলবোর্নে লিড পেল ভারত