AB De Villiers: অশ্বিন বিতর্ক ভুলে টেস্ট উপভোগ করুন, আর্জি এবিডির
দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন ক্যাপ্টেনের আর্জি, 'টেস্ট ক্রিকেটের দর্শক হিসেবে দল নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে দুশ্চিন্তা রাখার দরকার নেই। বরং খেলাটাকে উপভোগ করুন আপনারা।'
দুবাই: রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) খেলানো নিয়ে বিতর্ক বন্ধ হোক। আর কেউ নন, এমনই দাবি তুললেন এবি ডে ভিলিয়ার্স (AB De Villiers)। ওভালে চতুর্থ টেস্টেও খেলানো হয়নি ভারতীয় অফস্পিনারকে। তা নিয়ে বিতর্ক হলেও ভারত (India) কিন্তু ওভাল টেস্ট (Oval Test) জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন ক্যাপ্টেনের আর্জি, ‘টেস্ট ক্রিকেটের দর্শক হিসেবে দল নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে দুশ্চিন্তা রাখার দরকার নেই। বরং খেলাটাকে উপভোগ করুন আপনারা। খেলাটার প্রতি ভালোবাসা, স্কিল ও দেশাত্মবোধ আপনাদের চোখের সামনে ঠিক ভেসে উঠবে। অতি চিন্তা করলে কিন্তু একটা ভালো খেলাকে মিস করতে হবে।’
ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট থেকে চার পেসার, এক স্পিনারে খেলতে নামছে বিরাট কোহলির (Virat Kohli) টিম। ভারতীয় টিমের ক্যাপ্টেনের এ নিয়ে সোজা দর্শনের কথা জানিয়েও দিয়েছেন আগে থেকে। পুরো সিরিজটাতে এ ভাবে নামছে ভারত। ওভাল টেস্টেও চার পেসার খেলতে দেখা গিয়েছে। বিতর্ক যতই হোক, দাবি যতই তোলা হোক, অশ্বিনকে খেলানো হয়নি। রবীন্দ্র জাডেজার উপরেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দুবাইয়ে আরসিবি (RCB) টিমের সঙ্গে যোগ দিয়েছেন এবিডি। সোমবার ওভালে ভারতের দুরন্ত টেস্ট জয়ের সাক্ষীও থেকেছেন। পঞ্চম দিনে ভারতীয় বোলারদের দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে তাঁর। ১৫৭ রানে জেতা ম্যাচ নিয়ে এবিডি উচ্ছ্বসিতও।
এবিডি টুইটারে লিখেওছেন, ‘ভারত দারুণ খেলেছে। বিরাট চমৎকার অধিনায়কত্বও করেছে। সত্যি বলতে কী, ব্যক্তিগত ভাবে পুরো টিমই দারুণ স্কিল তুলে ধরেছে। তবে ইংল্যান্ড এবং জো রুটও বেশ ভালো খেলেছে। দুই টিমের লড়াই টেস্ট ক্রিকেটকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। ফাইনাল টেস্টের জন্য অপেক্ষায় আছি।’
Well played India, well Captained @imVkohli and amazing skill and guts from a few individuals. Also well played @root66 & England! Great ad for our beautiful game! Excited for the finale
— AB de Villiers (@ABdeVilliers17) September 6, 2021
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আরসিবি লিগ টেবলের তিনে রয়েছে। সোমবার টিমের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে টিম নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন ৩৭ বছরের ক্রিকেটার। তাঁর কথায়, ‘টুর্নামেন্টের শুরুটা আমরা খুব ভালো করেছিলাম। কিন্তু সামনে এগোতে হলে আরও ভালো কিছু করতে হবে। আপাতত টিমের সঙ্গে নতুন করে মানিয়ে নেওয়াটার উপর জোর দেব। তারপর আবার ঝাঁপিয়ে পড়ব টিমের সঙ্গে। আপাতত আইসোলেশনে থাকতে হবে। তারপর নেটে নেমে লক্ষ্য স্থির করব।’
আরও পড়ুন: IND VS ENG : কেন গিয়েছিলেন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে? শাস্ত্রীর থেকে জবাব চাইবে বোর্ড