ICC World Cup 2023: পাকিস্তানের ম্যাচে বাড়তি নিরাপত্তায় নজর প্রশাসনের

Rajiv Gandhi International Stadium: বেশ কয়েকটি উইংসে ভাগ করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। উপস্থিত রয়েছে নিরাপত্তা উইং, ট্রাফিক ল অ্যান্ড অর্ডার, টিএসএসপি, এআর ফোর্স, এসওটি, সিসিএস, মহিলা পুলিশ, মাউন্টেন পুলিশ, ভাজরা। এ ছাড়াও রয়েছে বিশেষ দমকল বাহিনীও। মোট ১৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।

ICC World Cup 2023: পাকিস্তানের ম্যাচে বাড়তি নিরাপত্তায় নজর প্রশাসনের
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 5:07 PM

হায়দরাবাদ: পাকিস্তানের ম্যাচের জন্যই বাড়তি নিরাপত্তা? অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর হায়দরাবাদ প্রশাসন। নজর দেওয়া হয় কোনায়-কোনায়। বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধে দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে ম্যাচ। বাড়তি নজর দেওয়া হয়েছে নিরাপত্তায়। ম্যাচ চলাকালীন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। হাজির রয়েছে প্রশাসনের বিশেষ-বিশেষ উইংসও। সিসিটিভি ক্যামেরা রয়েছে সর্বত্র। এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এ।

ম্যাচের আগেই আলোচনায় উঠে এসেছিল হায়দরাবাদের এই রাজীব গান্ধী স্টেডিয়াম। মুহূর্তে ভাইরাল হয়েছিল স্টেডিয়ামের বেহাল দশার ছবি। নোংরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে নারাজ দর্শকের একাংশ। এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয় তাঁরা। তবে এ বার ধরা পড়ল অন্য ছবি। পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম চত্ত্বর। এই স্টেডিয়ামে ৩৯ হাজার দর্শক আসন রয়েছে। দর্শক ও প্লেয়ারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বেশ কয়েকটি উইংসে ভাগ করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। উপস্থিত রয়েছে নিরাপত্তা উইং, ট্রাফিক ল অ্যান্ড অর্ডার, টিএসএসপি, এআর ফোর্স, এসওটি, সিসিএস, মহিলা পুলিশ, মাউন্টেন পুলিশ, ভাজরা। এ ছাড়াও রয়েছে বিশেষ দমকল বাহিনীও। মোট ১৫০০ পুলিশ মোতায়েন রয়েছে। ১ নং গেটটি খোলা রয়েছে শুধুমাত্র প্লেয়ারদের জন্য। অন্যান্যদের সেই গেট ব্যবহার করার অনুমতি নেই। শুধু তাই নয়, নজরদারির জন্য ৩৬০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে পুরো স্টেডিয়ামে। পার্কিং থেকে গ্যালারি কোথাও বাদ নেই ক্যামেরা। স্টেডিয়ামের দক্ষিণ দিকে জি-৬ বক্সের কাছে বসে এই সব ক্যামেরা চালনা করা হচ্ছে।