Dhruv Jurel: কার্গিল যুদ্ধে লড়াকু সেনার ছেলে ধ্রুব জুরেলের সাফল্যের রহস্যভেদ
India vs England, 4th Test: ২৩ বছর বয়সী ধ্রুব রাঁচি টেস্টে যে পারফরম্যান্স দেখালেন, তাতে ধরমশালা টেস্টের টিকিট কার্যত পাকা করে ফেললেন। ব্যাটিংয়ের সঙ্গে তিনি উইকেটকিপিংয়েও দলকে ভরসা দিচ্ছেন, ফলে ধরমশালায় তাঁকে আবার উইকেটের পিছনে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।
কলকাতা: টিম ইন্ডিয়া (Team India) পেয়েছে নতুন ধ্রুবতারা… তিনি আর কেউ নন, ধ্রুব জুরেল (Dhruv Jurel)। রাজকোটে টেস্ট অভিষেক হয়েছিল ধ্রুবর। তাতেই নজর কেড়েছিলেন। এ বার রাঁচিতে ভারতীয় দলের প্রকৃত ‘জুয়েল’ হয়ে দেখালেন ধ্রুব জুরেল। বেন স্টোকসদের বিরুদ্ধে ধোনির পাড়ায় ভারতের প্রথম ইনিংসে লড়াকু ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ধ্রুব। ধোনিমন্ত্রে সফল হওয়ার লক্ষ্য নিয়ে দেশের হয়ে খেলতে নামা ধ্রুব পেয়েছেন চতুর্থ টেস্ট ম্যাচের সেরার পুরস্কার। রাঁচিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভালো পারফর্ম করার রহস্য ভেদ করেছেন ধ্রুব।
৯০ ও ৩৯* রান করার পাশাপাশি চতুর্থ টেস্টে মোট ৩টি ক্যাচ নিয়েছেন ধ্রুব জুরেল। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে ধ্রুব বলেন, ‘আমি পরিস্থিতি অনুযায়ী খেলি। প্রথম ইনিংসে আমার মাথায় ছিল ওখানে যত রান করব, চতুর্থ ইনিংসে তত রান কম করতে হবে। কারণ জানতাম চতুর্থ ইনিংসে আমাদের ব্যাট করতে হবে। প্রথম ইনিংসে আমাদের যখন একের পর এক উইকেট পড়ছিল, সেই সময় আমি লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে ব্যাটিং করছিলাম। প্রত্যেকের সঙ্গে পার্টনারশিপ গড়েছি। তাই ওদেরও কৃতিত্ব প্রাপ্য।’
শুভমন গিলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭২ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন ধ্রুব। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানতাম জমাট পার্টনারশিপের প্রয়োজন ছিল। শুভমনের সঙ্গে কথা হচ্ছিল ১০ রান করতে হবে। তারপর আরও ১০ রান করে এগোতে হবে। সেটা করতে পারলে আমাদের ভালো হবে।’
মার্ক উড, জিমি অ্যান্ডারসনদের বলের মোকাবিলা করার অনুভূতি সম্পর্কে ধ্রুবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ওদের (অ্যান্ডারসন, উড) বিরুদ্ধে খেলতে ভালোই লেগেছে। আমি ওদের টেলিভিশনে বল করতে দেখেছি। আর এখন ওদের ডেলিভারি সামলাচ্ছি। তবে আমার লক্ষ্য ছিল বোলারকে দেখব না, শুধু বল দেখব।’
২৩ বছর বয়সী ধ্রুব রাঁচি টেস্টে যে পারফরম্যান্স দেখালেন, তাতে ধরমশালা টেস্টের টিকিট কার্যত পাকা করে ফেললেন। ব্যাটিংয়ের সঙ্গে তিনি উইকেটকিপিংয়েও দলকে ভরসা দিচ্ছেন, ফলে ধরমশালায় তাঁকে আবার উইকেটের পিছনে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।