Dhoni-Pant: ধোনির সঙ্গে ক্রিসমাস পালন করতে দুবাইয়ে পন্থ
নতুন বছরে দল থেকে বাদ পড়ার আশঙ্কা ঘুরছে তাঁর মাথায়। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে দুবাইয়ে 'গুরু'র শরণাপন্ন হলেন তরুণ কিপার-ব্যাটার। সমস্যায় পড়লেই পাশে পেয়েছেন ধোনিকে। এ বারও তার অন্যথা হল না।
দোহা: কোচিতে ১৬তম আইপিএলের মিনি নিলামের (IPL Mini Auction 2023) পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) । অন্যদিকে বাংলাদেশ সিরিজে জয় নিশ্চিত করে দুবাই পৌঁছেছেন ঋষভ পন্থ। ধোনির সঙ্গে ঋষভের (Rishabh Pant) সম্পর্ক অজানা নয় ক্রিকেট বিশ্বের। গুরু, শিষ্য মিলে বেশ খোশমেজাজে ছুটি কাটাচ্ছেন দুবাইয়ে। কাছের মানুষদের সঙ্গে পার্টি করছেন তাঁরা। ধোনীর স্ত্রী সাক্ষী সিংয়ের ইনস্টাগ্রামে দেখা গেল সেই পার্টির ঝলক। কিন্তু ধোনির কাছে কেন পন্থ? তুলে ধরল TV9 Bangla।
একটা বছরের শেষ, নতুন বছরের আগমনের অপেক্ষা। পার্টি মুডেই রয়েছেন মাহি। কাছের মানুষদের সঙ্গে দুবাইয়ে কাটালেন এ বারের ক্রিসমাস। সঙ্গে জুটে গিয়েছেন তাঁর প্রিয় পন্থ। ঋষভের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ অজানা নয় ক্রিকেট মহলের। ধোনিকে গুরু মানেন উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেট নিয়ে বিভিন্ন রকম পরামর্শর জন্য মাঝেমাঝেই ক্যাপ্টেন কুল’-এর দ্বারস্থ হন ঋষভ। গোটা বছরে পারফরম্যান্স আহামরি নয়। নতুন বছরে দল থেকে বাদ পড়ার আশঙ্কা ঘুরছে তাঁর মাথায়। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে দুবাইয়ে ‘গুরু’র শরণাপন্ন হলেন তরুণ কিপার-ব্যাটার। সমস্যায় পড়লেই পাশে পেয়েছেন ধোনিকে। এ বারও তার অন্যথা হল না। আগামী বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। দ্রুত ফর্মে না ফিরলে ওডিআই কেরিয়ার শেষও হয়ে যেতে পারে। ধোনির কাছ থেকে সাদা বলের ফরম্যাটে ফর্মে ফেরার কী দাওয়াই পান সেটাই দেখার।
View this post on Instagram
অন্যদিকে ১৬ তম আইপিএলে ১৬.২৫ লাখে বেন স্টোকসকে দলে নিয়েছেন ধোনির দল চেন্নাই সুপার কিংস। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের ক্যাপ্টেনকে সিএসকে-র নেতৃত্ব ছেড়ে দিতে হতে পারে মাহিকে। সিএসকে ম্যানেজমেন্টও স্টোকসকে ক্যাপ্টেন পদে বসাতে ইতিমধ্যই গ্রিন সিগন্যাল দিয়েছে। এই নিয়ে বিভিন্ন মহলে জল্পনার সূত্রপাত। সব অনিশ্চয়তা, আশঙ্কা দূরে সরিয়ে আপাতত বছরের শেষটা খোশমেজাজে কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটের দুই তারা। ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম জুড়ে তারই ঝলক।