David Warner: সেঞ্চুরি টেস্টে দ্বিশতরান ওয়ার্নারের, নজির গড়েই মাঠ ছাড়লেন অবসন্ন অজি ওপেনার
কেরিয়ারের ১০০তম টেস্ট স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের সেঞ্চুরি টেস্টে হাঁকালেন ডবল সেঞ্চুরি।
মেলবোর্ন: বিগত ৩ বছর ধরে ব্য়াটে সেঞ্চুরি নেই। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে (David Warner) নিয়ে সমালোচনার অন্ত ছিল না। অবসরের পরামর্শও দিয়ে বসেছিলেন অনেকে। ব্যাটেই তাঁদের জবাব দিলেন অজি ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) কেরিয়ারের ১০০তম সেঞ্চুরি খেলতে নেমেছেন ওয়ার্নার। ফর্ম নিয়ে প্রবল চাপ নিয়েই মাঠে নেমেছিলেন। চাপের মুখে প্রথমে শতরান ও পরে দ্বিশতরান করে বিরল রেকর্ডে অধিকারী হয়েছেন। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে একমাত্র জো রুট ছাড়া শততম টেস্টে দ্বিশতরানের রেকর্ড ছিল না কারও (Australia vs South Africa)। ২৫৪ বলে ২০০ রান করে রুটের পাশে বসলেন ওয়ার্নার। একইসঙ্গে কেরিয়ারের তৃতীয় দ্বিশতরান তাঁর। আইকনিক এমসিজির মাঠে শতরান যেভাবে উদযাপন করলেন, দ্বিশতরানের সময় পারলেন না ওয়ার্নার! কিন্তু কেন? তুলে ধরল TV9 Bangla।
১০৮৬ দিন, ২৭টি ইনিংস এবং ১৫টি টেস্ট ম্যাচের পর শতরানের অপেক্ষা শেষ হয়েছে। অপেক্ষা দীর্ঘ ছিল। ডেভিড ওয়ার্নার শতরানের খরা কাটালেন ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে। দক্ষিণ আফ্রিকার বোলাররা ওয়ার্নারকে থামানোর কোনও পথ খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন পুরনো ওয়ার্নারকে খুঁজে পাওয়া গেল। বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামা ওয়ার্নার শতরান পূর্ণ হতেই লম্বা লাফ দিয়ে উদযাপনে মাতেন। ড্রেসিংরুম থেকে এমসিজির গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে। মেলবোর্নের ৩০ ডিগ্রি গরমের মধ্যে ৭৭ ওভারে ক্রিজে থাকা মুখের কথা নয়। ধীরে ধীরে শরীর জবাব দিচ্ছিল ৩৬ বছরের ওয়ার্নারের। তবে মরিয়া হয়ে দ্বিশতরানের অপেক্ষা করছিলেন। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেই কীর্তি গড়ার পর মাঠে একমুহূর্তের জন্যও থাকতে পারেননি। উদযাপনের ইচ্ছে থাকলেও শরীর সঙ্গ দেয়নি। সতীর্থ, স্টাফদের কাঁধে ভর করে মাঠ ছাড়েন।
কীর্তি গড়ার দিনে একের পর এক রেকর্ড ভেঙেছেন ওয়ার্নার। ১৬টি চার ও দুটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। ২০২০ সালের পর টেস্ট ফরম্যাটে প্রথম শতরান ও দ্বিশতরান। ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে তাঁর রান সংখ্যা ছিল শূন্য ও তিন। বক্সিং ডে টেস্টে ১৮০ ডিগ্রি বদলে গেল ওয়ার্নারের ব্যাটিং। শতরান হাঁকানোর সঙ্গে ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলেছেন ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ৪৫টি শতরান রয়েছে সচিনের ঝুলিতে। ওয়ার্নারও সেই কীর্তি গড়ে ফেললেন। ৪২টি শতরান নিয়ে দু’জনের পরে রয়েছেন ক্রিস গেল। একইসঙ্গে অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটার হিসেবে টেস্ট ফরম্যাটে আট হাজার রান পূর্ণ করে ফেললেন।