AUS vs SA: সংশয়ে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে বিশ্বকাপ স্বপ্ন
আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল প্রোটিয়াদের। আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত সেই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা।
নয়াদিল্লি: ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) যোগ্যতা অর্জনের পথে বাধা দক্ষিণ আফ্রিকার (South Africa)। আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে (ODI) সিরিজ খেলার কথা ছিল প্রোটিয়াদের। তবে আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত সেই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে সিরিজ খেলতে পারবে না তারা। এতে সংশয়ে প্রোটিয়াদের আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন।
২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এই প্রথম বার এই টুর্নামেন্টের পুরোটাই অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। এর আগে তিনবার দুই-তিনটি ভেনুতে মিলিতভাবে হয়েছিল এই টুর্নামেন্ট। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তানে হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ। এরপর ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছিল সে বারের একদিনের বিশ্বকাপ। এ ছাড়া ২০১১ সালের একদিনের বিশ্বকাপে আয়োজক ছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে আগামী বছরের জানুয়ারিতে হওয়া ওয়ান ডে সিরিজের তারিখ পিছোনর আর্জি জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু সিএ আলাদা করে সেই সিরিজের জন্য অন্য সময় বের করতে পারেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, আইসিসি টি-২০ বিশ্বকাপের পাশাপাশি তাদের আসন্ন ক্রিকেট সূচিতে ঠাসা আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। তাই প্রোটিয়াদের বিরুদ্ধে আগামী বছরের জানুয়ারির ওই ওয়ান ডে সিরিজের সূচির বিকল্প তারিখ ঠিক করা যাচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেন, “এটা হতাশাজনক যে দক্ষিণ আফ্রিকা জানুয়ারিতে ওডিআই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।”
যেহেতু ২০২৩ সালের মে মাসে কোয়ালিফিকেশন কাট-অফ তারিখের আগে ওই ওডিআই সিরিজ খেলা হবে না, তাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সম্মতি দিয়েছে যে অস্ট্রেলিয়া আইসিসির অনুমোদিত ওই প্রতিযোগিতার পয়েন্ট পাবে। অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে না খেললেও প্রোটিয়ারা, ১৭ ডিসেম্বর, ২০২২ থেকে ৮ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে একটি তিন ম্যাচের টেস্ট ম্যাচের সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর যাবে। তিনটি টেস্ট হবে গাব্বা (ব্রিসবেন), এমসিজি (মেলবোর্ন) এবং এসসিজিতে (সিডনি)।