ICC World Cup 2023: দ্রাবিড় স্তুতি! রোহিত বললেন ‘ওর জন্যও বিশ্বকাপ জিততে চাই’
India vs Australia, ICC World Cup 2023: ২২ গজ রোজ নতুন গল্প লেখে। টিমের প্রত্যেক প্লেয়ার প্রতিদিনই ভালো খেলবে তা না-ও হতে পারে। কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে থাকাটাই ক্যাপ্টেন ও কোচের অন্যতম দায়িত্ব। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্লেয়ার হিসেবে ২০০৩ বিশ্বকাপে যা পাননি, তা কোচ হিসেবে এ বার তাঁকে দিতে চায় টিম ইন্ডিয়া (Team India)।
অভিষেক সেনগুপ্ত
আমেদাবাদ: ভূমিকা বদলে গিয়েছে। কিন্তু তাঁর আবেগ? কুড়ি বছর পেরিয়ে গেলেও সেই আবেগ যেন ঠিক আগের মতোই রয়েছে। ২০০৩ সালে তিনি ভারতীয় দলের (Team India) সঙ্গে যুক্ত ছিলেন। এখনও আছেন। কথা হচ্ছে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে। ২০০৩ সালের বিশ্বকাপে তিনি ফাইনালে খেলেছিলেন ক্রিকেটার হিসেবে। তেইশের বিশ্বকাপে তিনি আছেন। গুরুর দায়িত্বে। মাঝে মাঝেই হয়তো রাহুল ফিরে যাচ্ছেন বছর কুড়ি আগে। তাই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পপিং ক্রিজে দাঁড়িয়ে কখনও শ্যাডো প্র্যাক্টিস করলেন দ্রাবিড়। কখনও আবার ব্যাট তুলে বাঁ হাতে স্টান্সে নকিংও করলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০৩ সালে ভারতীয় দল যা পারেনি, তা-ই করে দেখানোর চ্যালেঞ্জ মেন ইন ব্লুর। বিশ্বকাপ ফাইনালের (ICC World Cup 2023) আগে প্রেস কনফারেন্সে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে শোনা গেল ‘দ্রাবিড়-স্তুতি’। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। গুরু দ্রাবিড়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন ভারতীয় টিমের সদস্যরা। বাইরে থেকে ভারতীয় দলকে দেখলে মনে হবে, আঙুল তোলার কোনও জায়গা নেই। কিন্তু, রোহিত ফাইনালের আগে জানালেন, কোচ দ্রাবিড়কে নিয়ে বেশ কিছু কথা। হিটম্যান বললেন, ‘ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে আমার সিদ্ধান্তে তিনি খুশি হন না। আর সেটাই স্বাভাবিক। রাহুল ভাই যে সময় ক্রিকেট খেলেছে, বর্তমানে তার সঙ্গে ফারাক থাকবে। সব বিষয়ে মতের মিল না থাকাই স্বাভাবিক। কিন্তু রাহুল ভাই আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। প্লেয়ারদেরও নিজেদের মতো খেলার স্বাধীনতা দিয়েছে। এটাই বড় ব্যপার।’
২২ গজ রোজ নতুন গল্প লেখে। টিমের প্রত্যেক প্লেয়ার প্রতিদিনই ভালো খেলবে তা না-ও হতে পারে। কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে থাকাটাই ক্যাপ্টেন ও কোচের অন্যতম দায়িত্ব। দ্রাবিড় প্লেয়ার হিসেবে যা পাননি, তা কোচ হিসেবে তাঁকে দিতে চায় টিম ইন্ডিয়া। রোহিত এই প্রসঙ্গে বলেছেন, ‘কঠিন সময়ে রাহুল ভাই সব সময় প্লেয়ারদের পাশে থেকেছে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর, আমাদের অনেক বিষয় নিয়েই বলেছে। তখন রাহুল ভাই দলের সকলকে ভরসা দিয়েছে। আমরা তাই তাঁর জন্যও বিশ্বকাপ জিততে চাই।’