ICC ODI World Cup 2023: গেমচেঞ্জার! ফাইনালেও ফুল ফোটাবে: মহাযুদ্ধের আগে শ্রেয়সে মজে বিশ্বজয়ী গম্ভীর
Gambhir On Shreyas: চলতি বিশ্বকাপে দলকে ভরসা জুগিয়েছেন শ্রেয়স। যে সব ম্যাচে ডুবিয়েছে ভারতের টপ অর্ডার, তখন বিরাটের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমদিকে যদিও শর্ট বল ভুগিয়েছিল তাঁকে। তারপর রাহুল দ্রাবিড় তাঁকে শর্ট বলে অনুশীলনম করিয়ে এই ফর্মে আনেন। তারপর থেকেই একের পর এক সুপার ইনিংস খেলেছেন শ্রেয়স। এখনও পর্যন্ত দু'টি সেঞ্চুরি করেছেন।
নয়াদিল্লি: ২০ বছর পর ফের বিশ্বকাপ সেমিফাইনালে (ICC ODI World Cup Semi Final 2023) ভারত (Team India)। উত্তেজনা বাঁধ মানছে না ভক্তদের। পাখির চোখ ১৯ নভেম্বর। কার হাতে ওঠে বিশ্বকাপ তা দেখার জন্য় মুখিুয়ে ক্রিকেটবিশ্ব। ২০০৩ এর পর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ফাইনাল, আশা না আশঙ্কা তা নিয়েও থাকছে প্রশ্ন। তবে এসবের মাঝে ভারতীয়দের মনে ভরসা জোগালেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ফাইনালে শ্রেয়স আইয়ারই হবে ভারতের ভরসা, এমনটাই মনে করছেন গম্ভীর। এই বিষয়ে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চলতি বিশ্বকাপে দলকে ভরসা জুগিয়েছেন শ্রেয়স। যে সব ম্যাচে ডুবিয়েছে ভারতের টপ অর্ডার, তখন বিরাটের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমদিকে যদিও শর্ট বল ভুগিয়েছিল তাঁকে। তারপর রাহুল দ্রাবিড় তাঁকে শর্ট বলে অনুশীলন করিয়ে এই ফর্মে আনেন। তারপর থেকেই একের পর এক সুপার ইনিংস খেলেছেন শ্রেয়স। এখনও পর্যন্ত দু’টি সেঞ্চুরি করেছেন। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় সেঞ্চুরির সন্ধানে নামবেন শ্রেয়স। তাঁর আগে শ্রেয়সকে এগিয়ে রাখছেন ভারতীয় কিংবদন্তী গৌতম গম্ভীর। শ্রেয়সকে নিয়ে তিনি বলছেন, “শ্রেয়স হল গেম চেঞ্জার। যে কোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ও। চোট থাকা সত্ত্বেও নিজেকে প্রমাণ করেছে ও। নকআউটে ৭০ বলে সেঞ্চুরি করেছে। যা প্রশংসার দাবি রাখে। ”
ফাইনালেও ভারতকে ভরসা জোগাবেন শ্রেয়স, এমনটাই মনে করছেন গম্ভীর। তাঁর কথায়, “ফাইনালে ম্য়াক্সওয়েল, জাম্পাদের বলে কামাল করবে শ্রেয়স।” চলতি বিশ্বকাপে দুটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে শ্রেয়সের ঝুলিতে। গ্রুপপর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৪ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ফাইনালেও ফুল ফোটাবেন শ্রেয়স, এমনটাই আশা সকলের।