Virat Kohli: কভার ড্রাইভ আর কিং কোহলি… যেন ‘মেড ফর ইচ আদার’

India vs Pakistan, ICC World Cup 2023: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামিকাল ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। দু'চোখের পাতা এক করে শুতে পারবেন তো দুই দলের ক্রিকেটাররা? এখন থেকেই দুই দলের ক্রিকেট প্রেমীদের মনে ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে। ভারত-পাক মেগা ম্যাচে কয়েকটা মিনি ব্যাটলও দেখা যাবে। যেমন- বিরাট বনাম শাহিন, বুমরা বনাম বাবর।

Virat Kohli: কভার ড্রাইভ আর কিং কোহলি... যেন 'মেড ফর ইচ আদার'
Virat Kohli: কভার ড্রাইভ আর কিং কোহলি... যেন 'মেড ফর ইচ আদার' Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 7:38 PM

আমেদাবাদ: বিশ্বকাপে (ICC World Cup 2023) বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। এই ম্যাচ সেটা পাওয়ার যোগ্যও বটে। এ বারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। টিম ইন্ডিয়া আগামিকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। আমেদাবাদের অলিতে-গলিতে, পাড়ার মোড়ে এখন একটাই চর্চা আগামিকালের মহারণ। শুধু আমেদাবাদ বললে খানিকটা ভুল বলা হবে। দেশ-বিদেশে এই ভারত-পাক ম্যাচ নিয়ে আলোচনা চলছে। তাতেই ঘুরে ফিরে আসছে বিরাট কোহলি, বাবর আজমদের নাম। সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একাধিক ক্রিকেটারকে প্রশ্ন করা হয় কভার ড্রাইভ বললে কোন ক্রিকেটারের কথা মাথায় আসে? এই প্রশ্নের উত্তরে সকলের মুখ থেকে বেরিয়েছে একটাই নাম… বিরাট কোহলি (Virat Kohli)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্রিকেট বিশ্বকাপের ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে দেশ-বিদেশের ক্রিকেটারদের সামনে প্রশ্ন রাখা হয়, যদি কভার ড্রাইভের কথা আসে, তা হলে এই টুর্নামেন্টে কোন প্লেয়ারের নাম প্রথম মাথায় আসে?

এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা বলেন, ‘এই উত্তর আপনিও জানেন, আমিও জানি…’ জাড্ডুর পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে অজি তারকা মিচেল মার্শ বলেন, ‘বিরাট কোহলি।’ আরসিবিতে বিরাটের সঙ্গে খেলা অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলও উত্তর দেন বিরাট কোহলি। এরপর হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব থেকে শুরু করে ডেভন কনওয়ে, এইডেন মার্করাম, স্যাম কারান, রশিদ খানরাও একে একে সকল বলতে থাকেন বিরাট কোহলির নাম। পাক অধিনায়ক বাবর আজমের জায়গায় বিরাটের কভার ড্রাইভকে সেরা বাছেন শাহিন আফ্রিদিও।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

ভারতের একাধিক ম্যাচের সময় কমেন্ট্রি বক্স থেকেও দেশ-বিদেশের ক্রিকেটাররা বিরাট কোহলির কভার ড্রাইভের প্রশংসা করেন। বিরাট অতীতে জানিয়েছিলেন তাঁর পছন্দের অন্যতম শট কভার ড্রাইভ। পাকিস্তানের বিরুদ্ধে খেলা বেশ পছন্দ করেন বিরাট। আগামিকাল রয়েছে ভারত-পাক ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট কোহলির ব্যাটে অসাধারণ কভার ড্রাইভ দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।