IND vs PAK, World Cup 2023: ‘৯৯ শতাংশ’…পাক বধের ছকে নায়ক শুভমন
ICC World Cup 2023, Rohit on Shubman: আফগানিস্তানকে হারিয়ে বৃহস্পতিবার আমেদাবাদে পৌঁছেছে ভারতীয় দল। শুভমন অবশ্য তার আগের দিনই পৌঁছে যান। বুধবার প্রায় ঘণ্টাখানেক অনুশীলনও করেছেন। এ দিন টিমের সঙ্গে অনুশীলনে নামলেন। দলের বাঁ হাতি থ্রো ডাউন স্পেশালিস্ট নুয়ান সেনাবিরত্নের বিরুদ্ধে নকিং করেন। কিছুক্ষণের জন্য নেট ছাড়েন। আবারও নেটে প্রবেশ। বাঁ হাতি পেসার, স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করেন। সতীর্থ মহম্মদ সামির বিরুদ্ধেও নেটে ব্যাটিংয়ে সাবলীল দেখায় শুভমনকে।
অভিষেক সেনগুপ্ত
পাকিস্তানের বিরুদ্ধে শুভমন গিল কি একাদশে ফিরছেন? গত কয়েক দিন ধরেই এই প্রশ্ন ঘোরা ফেরা করছে। অসুস্থতার কারণে প্রথম দু-ম্যাচেই পাওয়া যায়নি শুভমন গিলকে। টিমের সঙ্গে দিল্লিতে যাননি। চেন্নাই থেকে সরাসরি আমেদাবাদে এসেছিলেন শুভমন। বুধবার আমেদাবাদে পৌঁছনোর পর বিমানবন্দরে অনেকই শুভমনকে বারবার প্রশ্ন করেন, পাকিস্তান ম্যাচে খেলবেন কিনা। শুভমন মাস্ক পরে ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন। তবে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না, আদৌ কতটা ফিট। এ দিন টিমের প্র্যাক্টিসে শুভমনের উপস্থিতি এবং অভিব্যক্তি। সবই যেন ইতিবাচক। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে প্রতিটি মুহূর্তই আশার আলো। অধিনায়ক রোহিত শর্মার কথাও ভরসা দিচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেট প্রেমীরা শুভমনকে খেলতে দেখার অপেক্ষায়। শুভমন নিজেও সিনিয়র বিশ্বকাপে অভিষেকের সামনে। দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন। লক্ষ্য এ বার আইসিসি টুর্নামেন্টে সিনিয়র দলের ট্রফি খরা কাটানোর। বিশ্বকাপের আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় অপেক্ষা বেড়েছে। এ বছর স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন। ওডিআই ফরম্যাটে এ বছর শুভমনের নামের পাশে ১২৩০ রান! পাঁচটি সেঞ্চুরি। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। জাতীয় দলের জার্সিতে শুধুমাত্র ওয়ান ডে-তেই এই ফর্ম। যা চমকে দেওয়ার মতোই। বাকি ফরম্যাট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিসংখ্যানও চোখ ধাঁধানো। শুভমনকে ছাড়া প্রথম দু-ম্যাচ জিতলেও ওপেনিংয়ে তাঁর অনুপস্থিতি ভালো ভাবেই টের পাওয়া গিয়েছে।
আফগানিস্তানকে হারিয়ে বৃহস্পতিবার আমেদাবাদে পৌঁছেছে ভারতীয় দল। শুভমন অবশ্য তার আগের দিনই পৌঁছে যান। বুধবার প্রায় ঘণ্টাখানেক অনুশীলনও করেছেন। এ দিন টিমের সঙ্গে অনুশীলনে নামলেন। দলের বাঁ হাতি থ্রো ডাউন স্পেশালিস্ট নুয়ান সেনাবিরত্নের বিরুদ্ধে নকিং করেন। কিছুক্ষণের জন্য নেট ছাড়েন। আবারও নেটে প্রবেশ। বাঁ হাতি পেসার, স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করেন। সতীর্থ মহম্মদ সামির বিরুদ্ধেও নেটে ব্যাটিংয়ে সাবলীল দেখায় শুভমনকে। মাঝে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও করেন।
ওয়ার্ম আপে কুলদীপ, ঈশানদের সঙ্গে খোশমেজাজে ছিলেন। তেমনই ব্যাটিং শেষে ফিল্ডিংয়েও চনমনে শুভমন। আফগানিস্তান ম্যাচের পর ঈশান কিষাণ সম্প্রচারকারী চ্যানেলে বলেছিলেন, শুভমনের যা লাইফস্টাইল, তাতে ও দ্রুত ফিট হয়ে উঠছে। অন্য কারও হলে হয়তো অনেকটা সময় লাগতো। কথাটা যে সব আঙ্গিকেই ঠিক, শুভমনকে অনুশীলনে দেখেই পরিষ্কার হওয়া যায়। চেন্নাই ম্যাচের আগে তাঁর ডেঙ্গি বলেই আশঙ্কা করা হয়েছিল। বোর্ডের তরফে যদিও ডেঙ্গি কিনা পরিষ্কার করা হয়নি। প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালে কাটাতে হয়েছে শুভমনকে। সেই তরুণ ওপেনারই আমেদাবাদের তাঁর ‘হোমগ্রাউন্ডে’ প্র্যাক্টিসে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন, ম্যাচ খেলার জন্য প্রস্তুত।
দু-দিনের প্র্যাক্টিস। এ দিন চনমনে শুভমন। সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তানের বিরুদ্ধে শুভমনকে পাওয়া যাবে কিনা। রোহিত বলেন, ‘আপাতত বলতে পারি, ওকে পাওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। কাল ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’