Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lucknow Super Giants: পাওয়ার হিটারদের ধরে রেখে লখনউয়ের পকেট ‘গড়ের মাঠ’

IPL 2024 Players Retention: ২০২৪ আইপিএলের (IPL 2024) মিনি নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে নামবে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুল, কুইন্টন ডি'কক, নিকোলাস পুরানদের রাখতে গিয়ে লখনউ সুপার জায়ান্টসের পার্সে পড়ে রয়েছে মাত্র ১৩.১৫ কোটি টাকা। ফলে ডিসেম্বরে হতে চলা নিলামে সেই অর্থে দলে পরিবর্তন করার সুযোগ পাবে না লোকেশ রাহুলের দল।

Lucknow Super Giants: পাওয়ার হিটারদের ধরে রেখে লখনউয়ের পকেট 'গড়ের মাঠ'
পাওয়ার হিটারদের ধরে রেখে লখনউয়ের পকেট 'গড়ের মাঠ'
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 11:22 PM

লখনউ: তারকা ক্রিকেটারদের ধরে রাখার চক্করে, লখনউয়ের পকেট হল ‘গড়ের মাঠ’। আইপিএলের নিলাম (IPL Auction) টেবলে যে দলের পার্সে বেশি টাকা থাকবে, তাদের কাছে তত বেশি প্লেয়ারদের নেওয়ার সুযোগ থাকবে। চব্বিশের আইপিএলের (IPL 2024) মিনি নিলামে লখনউ সুপার জায়ান্টসের কাছে সেই সুযোগটা প্রায় নেই বললেই চলে। কারণ, লোকেশ রাহুল, কুইন্টন ডি’কক, নিকোলাস পুরানদের মতো তারকাদের ধরে রাখতে গিয়ে লখনউ সুপার জায়ান্টসের পার্সে পড়ে রয়েছে মাত্র ১৩.১৫ কোটি টাকা। এই টাকা দিয়ে কী আর শূন্যস্থান পূরণ করা সম্ভব লখনউয়ের? তা জানা যাবে অবশ্য ১৯ ডিসেম্বর, মিনি নিলামের দিন। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন আসন্ন আইপিএলের নিলামের আগে কেমন অবস্থা লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)

অধিনায়ক লোকেশ রাহুল থেকে শুরু করে প্রোটিয়া সুপারস্টার কুইন্টন ডি’কক, ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানদের বিপুল অর্থের বিনিময়েও ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস। যে কারণে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে অনেকটাই কম টাকা রয়েছে লখনউ সুপার জায়ান্টসের পার্সে। ফলে নিলাম টেবলে সেই অর্থে পছন্দ করা ক্রিকেটারদের নাও পেতে পারে রাহুলের দল।

কোন কোন ক্রিকেটারকে রিটেইন করল লখনউ সুপার জায়ান্টস – লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি’কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, দীপক হুডা, দেবদত্ত পাড়িক্কাল (রাজস্থান রয়্যালস থেকে ট্রেডে লখনউয়ে এসেছেন দেবদত্ত), রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও মহসিন খান।

কোন কোন ক্রিকেটারকে রিলিজ় করল লখনউ সুপার জায়ান্টস – জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামস, মনন ভোরা, স্বপ্নিল সিং, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেডগে, করুণ নায়ার।

* উল্লেখ্য, যে সকল ক্রিকেটারদের রিলিজ় করা হয়েছে, ১৯ ডিসেম্বরের নিলামে তাঁদের আবার দলে নেওয়ার সুযোগ থাকবে লখনউ সুপার জায়ান্টসের।