KL Rahul Profile: লখনউয়ের ক্যাপ্টেন টু ক্রাইসিস ম্যান রাহুল, নজর IPL ট্রফির লক্ষ্যভেদে
LSG, IPL 2024: কোয়াড্রিশেপ টেন্ডনের চোটে ভুগছিলেন কেএল রাহুল। যার ফলে দেশের মাটিতে হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজে খেলতে পারেননি। এখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। লখনউ টিমের সঙ্গে তিনি নেই ঠিকই, কিন্তু বেঙ্গালুরুতে নেটে ব্যাটিং অনুশীলন করছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রাহুল শেয়ারও করেছেন। এখন লখনউয়ের ক্যাপ্টেনের লক্ষ্য আইপিএল ট্রফি ঘরে তোলা। ব্যাটিংয়ের পাশাপাশি রাহুল উইকেটকিপিংয়েও দক্ষ।
কলকাতা: তেইশের আইপিএলের পুনরাবৃত্তি চান না লোকেশ রাহুল (KL Rahul)। গত বারের আইপিএলের (IPL) মাঝপথে চোটের কারণে দল ছাড়তে বাধ্য হয়েছিলেন রাহুল। চব্বিশের আইপিএলের আগে এখনও লখনউ সুপার জায়ান্টসের শিবিরে যোগ দেননি। কোয়াড্রিশেপ টেন্ডনের চোটে ভুগছিলেন কেএল রাহুল। যার ফলে দেশের মাটিতে হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজে খেলতে পারেননি। এখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। লখনউ টিমের সঙ্গে তিনি নেই ঠিকই, কিন্তু বেঙ্গালুরুতে নেটে ব্যাটিং অনুশীলন করছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রাহুল শেয়ারও করেছেন। এখন লখনউয়ের ক্যাপ্টেনের লক্ষ্য আইপিএল ট্রফি ঘরে তোলা। ব্যাটিংয়ের পাশাপাশি রাহুল উইকেটকিপিংয়েও দক্ষ।
কর্নাটকের ছেলে রাহুল। তাঁর মা-বাবা উচ্চশিক্ষিত। তাঁরা দু’জনই প্রফেসর। পড়াশুনার পাশাপাশি ক্রিকেটেও ছেলেবেলা থেকেই আলাদা টান ছিল রাহুলের। মাত্র ১০ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন রাহুল। ৩১ বছরের ডান হাতি ব্যাটার আইপিএলে পা রেখেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে। সে বার মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রাহুল। এরপর ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদ ১ কোটি টাকায় নেয় তাঁকে। পরের মরসুমও তাঁকে অরেঞ্জ জার্সিতে আইপিএলে খেলতে দেখা যায়। ২০১৬ সালে আবার রাহুল আরসিবিতে ফেরেন। কাঁধের চোটের কারণে ২০১৭ সালের আইপিএলে খেলতে পারেননি রাহুল।
এক বছর আইপিএলে খেলতে না পারার পর ২০১৮ সালের আইপিএল নিলামে ১১ কোটি টাকা দিয়ে প্রীতি জিন্টার টিম কিংস ইলেভেন পঞ্জাব কেনে রাহুলকে। এরপর পঞ্জাবের ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিনকে ট্রেডিংয়ে দিল্লি ক্যাপিটালস নেওয়ার পর ২০২০ সালে রাহুলকে প্রীতির দলের নেতা ঘোষণা করা হয়। সে বার ৬৭০ রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন রাহুল। ২০২১ সালের আইপিএলেও রাহুলকেই ক্যাপ্টেন রাখে পঞ্জাব। এরপর পঞ্জাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসে চলে যান রাহুল। আইপিএলের নতুন টিম লখনউ ১৭ কোটি টাকায় ক্যাপ্টেন বানায় রাহুলকে। সে বছর রাহুল প্লে অফে টিমকে তোলেন। কিন্তু এলিমিনেটরে জিততে পারেনি তাঁর দল। ২০২২ সালের আইপিএলে ১৫টি ম্যাচে ৬১৬ রান করেন রাহুল। গত বারের আইপিএলে ৯ ম্যাচে ২৭৪ রান করেন। এ বার আইপিএলের নতুন মরসুমে আবার ছন্দে ফেরার অপেক্ষায় রাহুল।
কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন রাহুল। আর দেশের হয়ে তাঁর অভিষেক হয় ২০১৪ সালে। ভারতের জার্সিতে ৩ ফর্ম্যাটেই খেলেন তিনি। এখনও অবধি ৫০টি টেস্টে, ৭৫টি ওডিআইতে এবং ৭২টি টি-২০ ম্যাচে খেলেছেন রাহুল। তিন ফর্ম্যাটে যথাক্রমে করেছেন ২৮৬৩ রান, ২৮২০ রান ও ২২৬৫ রান।