Test Cricket: টেস্টে উইকেট শিকারির তালিকায় প্রথম দশে দুই ভারতীয়, দেখে নিন তালিকা

Most Wicket Taker in Test: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ পেলে হয়তো নাথান লিয়ঁর সঙ্গে গ্যাপ অনেকটা কমিয়ে নিতে পারতেন।

Test Cricket: টেস্টে উইকেট শিকারির তালিকায় প্রথম দশে দুই ভারতীয়, দেখে নিন তালিকা
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jul 02, 2023 | 8:00 AM

ঘণ্টার পর ঘণ্টা বোলিং, তারপর হয়তো উইকেট! টেস্ট ক্রিকেটে বোলারদের পরীক্ষা অনেক বেশি। ব্যাটারকে বোকা বানানো, তাঁকে ভুল শট খেলতে বাধ্য করা, ডিফেন্স ভাঙা সহজ নয়। শারীরীক কসরত রয়েইছে, সঙ্গে প্রয়োজন অসীম ধৈর্য। কখনও আবার একটা উইকেট এলে, সঙ্গে আরও আসতে থাকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরন। প্রথম দশে রয়েছেন দুই ভারতীয় বোলারও। যাঁদের একজন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একাদশেই জায়গা পাননি। অথচ বিশ্বের এক নম্বর বোলারও তিনি। টেস্টে উইকেট শিকারির তালিকায় প্রথম দশে কারা রয়েছে, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টেস্টে শীর্ষ দশ উইকেট শিকারি কারা, দেখে নিন।

  1. টেস্টে উইকেট শিকারির তালিকায় প্রথমেই রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরন। তাঁর উইকেট সংখ্যা ৮০০! এই রেকর্ড আদৌ কোনওদিন ভাঙা সম্ভব কীনা, প্রশ্ন থাকে। কেরিয়ারে ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন মুরলি।
  2. তালিকায় দ্বিতীয় স্থানে অজি কিংবদন্তি প্রয়াত শেন ওয়ার্ন। স্পিন বোলিংয়ের জাদুকর। লেগ স্পিনকে যিনি বিশ্বকে নতুন করে শিখিয়েছিলেন। শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে নিয়েছেন ৭০৮ উইকেট।
  3. দুই স্পিনারের পর তৃতীয় স্থানে এক পেসার। ৪২ বছরেও খেলছেন তিনি। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। অ্যাসেজ সিরিজ চলছে। জিমি অ্যান্ডারসনও খেলছেন। এখনও অবধি ১৮১ টেস্টে তাঁর সংগ্রহ ৬৮৮ উইকেট।
  4. টেস্টে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় এরপরই রয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। দেশকে নেতৃত্ব দিয়েছেন, কোচিংও করিয়েছেন। টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ারও অনন্য নজির রয়েছে। অনিল কুম্বলে ১৩২ ম্যাচে নিয়েছেন ৬১৯ উইকেট।
  5. পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। তিনিও অ্যাসেজ সিরিজে খেলছেন। পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রেখেছেন। এখনও অবধি ১৬৪ ম্যাচে ৫৯৩ উইকেট নিয়েছেন ব্রড। হয়তো অ্যাসেজ সিরিজেই অনিল কুম্বলেকে ছাপিয়ে যেতে পারেন ব্রড।
  6. ষষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। ১৯৯৩ থেকে ২০০৭, বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন এই অজি পেসার। ১২৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৬৩ উইকেট।
  7. সপ্তমে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। ১৩২ ম্যাচে ৫১৯ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
  8. অষ্টম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ঁ। চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে অনবদ্য বোলিং করেছেন। লর্ডস টেস্টে চোট পাওয়ায় সমস্যায় পড়েছেন। তবু ব্যাটিংয়ে নেমেছিলেন লিয়ঁ। অ্যাসেজ সিরিজের বাকি ম্যাচগুলোতে ফিট থাকলে এবং খেলতে পারলে কোর্টনি ওয়ালশকেও ছাপিয়ে যেতে পারেন নাথান লিয়ঁ। ১২২ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪৯৬।
  9. এরপরই রয়েছেন আর এক অফস্পিনার ভারতের রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ পেলে হয়তো নাথান লিয়ঁর সঙ্গে গ্যাপ অনেকটা কমিয়ে নিতে পারতেন। মাত্র ৯২ টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের উইকেট সংখ্যা ৪৭৪।
  10. তালিকায় দশম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেইন। গতি এবং সুইংয়ের যুগলবন্দিতে ৯৩ ম্যাচে ৪৩৯ উইকেট নিয়েছেন ডেল স্টেইন।