Cricket World Cup : ২০১৯ বিশ্বকাপের পর ওডিআইতে সেরা পারফর্ম্যান্স কার বিরাট, বাবর নাকি স্মিথের?

ICC Cricket World Cup 2023 : আসন্ন ওডিআই বিশ্বকাপে কোন দেশের কোন ক্রিকেটারের ব্যাট জ্বলে উঠবে? এখন থেকেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞদের মধ্যে চলছে তা নিয়ে আলোচনা।

Cricket World Cup : ২০১৯ বিশ্বকাপের পর ওডিআইতে সেরা পারফর্ম্যান্স কার বিরাট, বাবর নাকি স্মিথের?
২০১৯ বিশ্বকাপের পর ওডিআইতে সেরা পারফর্ম্যান্স কার বিরাট, বাবর নাকি স্মিথের?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 8:15 AM

কলকাতা: শিয়রে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। ২০১৯ এর বিশ্বকাপের পর বিরাট কোহলি, স্টিভ স্মিথরা একাধিক ওডিআই ম্যাচে খেলেছেন। এ বার আইসিসির (ICC) মেগা টুর্নামেন্টের পালা। আসন্ন ওডিআই বিশ্বকাপে কোন দেশের কোন ক্রিকেটারের ব্যাট জ্বলে উঠবে? এখন থেকেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞদের মধ্যে চলছে তা নিয়ে আলোচনা। ক্রিকেট বিশ্ব এতদিন ‘ফ্যাব ফোর’ বলে পরিচিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট এবং নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁদের পাশেই ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এ বারের বিশ্বকাপের আগে এক ঝলকে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ওডিআই ফর্ম্যাটে কেমন পারফর্ম করেছেন বিরাট-স্মিথরা।

২০১৯ সালের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির পারফর্ম্যান্স – ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি ৩৮টি ওডিআই ম্যাচে খেলেছেন। তার মধ্যে ৩৭টি ইনিংসে তিনি ১৬১২ রান করেছেন। এর মধ্যে বিরাটের সর্বাধিক রান ১৬৬*। গড় – ৪৬.০৫। রয়েছে ৫টি শতরান এবং ১১টি হাফসেঞ্চুরি।

২০১৯ সালের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে স্টিভ স্মিথের পারফর্ম্যান্স – ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে স্টিভ স্মিথ ২৪টি ওডিআই ম্যাচে খেলেছেন। তার মধ্যে ২২টি ইনিংসে তিনি ১১২৯ রান করেছেন। এর মধ্যে স্মিথের সর্বাধিক রান ১৩১। গড় – ৫৯.৪২। রয়েছে ৪টি শতরান এবং ৬টি হাফসেঞ্চুরি।

২০১৯ সালের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে বাবর আজমের পারফর্ম্যান্স – ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে বাবর আজম ২৮টি ওডিআই ম্যাচে খেলেছেন। তার মধ্যে ২৮টি ইনিংসে তিনি ১৮৭৬ রান করেছেন। এর মধ্যে বাবরের সর্বাধিক রান ১৫৮। গড় – ৭২.১৫। রয়েছে ৮টি শতরান এবং ১১টি হাফসেঞ্চুরি।

২০১৯ সালের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে জো রুটের পারফর্ম্যান্স – ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে জো রুট ১৫টি ওডিআই ম্যাচে খেলেছেন। তার মধ্যে ১২টি ইনিংসে তিনি ৩৫১ রান করেছেন। এর মধ্যে রুটের সর্বাধিক রান ৮৬। গড় – ৩৫.১০। কোনও শতরান নেই। রয়েছে ৩টি হাফসেঞ্চুরি।

২০১৯ সালের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে কেন উইলিয়ামসনের পারফর্ম্যান্স – ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে কেন উইলিয়ামসন ১২টি ওডিআই ম্যাচে খেলেছেন। তার মধ্যে ১১টি ইনিংসে তিনি ৪২২ রান করেছেন। এর মধ্যে কেনের সর্বাধিক রান ৯৪*। গড় – ৪৬.৮৮। কোনও শতরান নেই। রয়েছে ৩টি হাফসেঞ্চুরি।

উপরিল্লিখিত পরিসংখ্যান থেকেই পরিষ্কার ‘ফ্যাব ফোর’ এর থেকেও পারফর্ম্যান্সের দিক থেকে এগিয়ে রয়েছেন পাক নেতা বাবর আজম। এ বার দেখা যাক ২০২৩ সালের বিশ্বকাপে কোন ক্রিকেটার করেন বাজিমাত।