ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন জুটি ‘হনুমা-অশ্বিন’

হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিনের ২৫৯ বলে অপরাজিত ৬২ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার সব হিসেব উল্টে দেয়।

ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন জুটি 'হনুমা-অশ্বিন'
পার্টনারশিপ ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 6:15 PM

সিডনি : এক অংশের দর্শকের সৌজন্যে সিডনি টেস্ট, কলঙ্কের খাতায় নাম লিখিয়েছে। ম্যাচের শেষ দিন সেই কলঙ্কের দাগ কিছুটা যেন মুছে দিল ভারত। বলা ভালও, দুই ভারতীয় ক্রিকেটারের লড়াই,ইতিহাসে অমর করে রাখল সিডনি টেস্টকে। হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের ২৫৯ বলে অপরাজিত ৬২ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার সব হিসেব উল্টে দেয়, টেস্ট ক্রিকেটের মর্যাদা যেন বহুগুণ বাড়িয়ে দিল।

মাঝে মাঝে এমন দিন আসে, যখন চিরাচরিত ভাবনার বাইরেও কিছু দেখা যায়। সিডনি টেস্টের পঞ্চম দিনে অশ্বিন-হনুমার পার্টনারশিপ ছিল তেমনই একটা দিন। বিশ্ব ক্রিকেটে ম্যাচ বাঁচানো এমন অনেক পার্টনারশিপ আছে, ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে এবি ও ফাফের ইনিংসকে সবার ওপরে রাখা হয়। ৪০৮ বল থেকে ৮৯ রান করেছিলেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান। ২০০৫ সালের অ্যাসেজে ব্রেট লি ও গ্লেন ম্যাকগ্রার দশম উইকেটে পার্টনারশিপ ইংল্যান্ডের জয়ের আশায় জল ঢেলে দেয়।

আরও পড়ুন : বিতর্কের সিডনি টেস্টে নয়া বিতর্কে স্টিভ স্মিথ

বল হাতে অশ্বিন ম্যাচ জেতাবেন এমন আশা করাই যায়, কিন্তু ব্যাট হাতে তিনি প্রতিপক্ষের আক্রমণ সামাল দিয়ে ম্যাচ বাঁচাবেন, এমন আশা খুব কম সংখ্যক ক্রিকেট প্রেমীই করবেন। সোমবার অশ্বিন তাদেরই মান রাখলেন। ১২৮ বলে ৩৯ রান। অন্য দিকে হনুমাকে কেন দলে রাখা হয়েছে এটাই ছিল অনেকের কাছেই প্রশ্ন। ১৩০ বলে ২০ রান ভারতকে সিরিজে টিকিয়ে রাখল। পন্থ ও পূজারা প্যাভেলিয়ানে ফিরতে অধিকাংশ মানুষই মনে করেছিলেন সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। তখনও টি-ব্রেক হয়নি। গোটা একটা সেশন অজি বোলারদের আটকে রাখার মত আর কেউ নেই। কিন্তু তখনও যে রূপকথার গল্প লেখাটাই বাকি ছিল।