বিতর্কের সিডনি টেস্টে নয়া বিতর্কে স্টিভ স্মিথ

স্টিভের কাজ দেখে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। এমন কাণ্ডকে চুরি বলতেও ছাড়লেন না কেউ কেউ।

বিতর্কের সিডনি টেস্টে নয়া বিতর্কে স্টিভ স্মিথ
আবার বিতর্কের কেন্দ্রে স্টিভ স্মিথ। ছবি সৌজন্যে - টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2021 | 2:10 PM

সিডনি : পিঙ্ক টেস্টের তৃতীয় দিন থেকেই বিতর্ক। ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বর্ণ বিদ্বেষ মূলক কটুক্তি উড়ে এল গ্যালারি থেকে। চতুর্থ দিনও তাই। দোষীদের চিহ্নিত করে তাদের মাঠে থেকে বের করে দেওয়া হল। গোটা ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় এই নিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাকফুটে। কিন্তু তাতেও অজি ক্রিকেটাররা নিজেদের সীমায় থাকছেন না। সিডনি টেস্টে নতুন বিতর্কের নাম স্টিভ স্মিথ।

সোমবার ড্রিঙ্কস ব্রেকের পর হঠাৎ করেই ব্যাটিং ক্রিজের সামনে এসে দাঁড়ালেন স্টিভ। একটু সময় নিয়ে মুছে দিলেন ঋষভ পন্থের নেওয়া গার্ড। যদি ভারতীয় উইকেট কিপার সেটা লক্ষ্য না করে ব্যাটিং করতে শুরু করতেন, তিনি কিছুটা হলেও বিপাকে পড়তেন। কিন্তু পন্থ খেয়াল করেছেন সেই ঘটনা। তাই আবার নতুন করে গার্ড নিয়ে ব্যাটিং শুরু করলেন তিনি। স্টাম্প ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। স্টিভ স্মিথের মুখ দেখা না গেলেও দেখা গেল জার্সি নাম্বার।

স্টিভের এই কাজ দেখে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। এমন কাণ্ডকে চুরি বলতেও ছাড়লেন না কেউ কেউ। কারও আবার মনে পড়ে গেল ভারতের মাটিতে স্টিভের ব্রেন ফেড বা দক্ষিণ আফ্রিকারা মাটিতে স্যান্ড গেট কাণ্ডের কথা। সবার মতে যতই নির্রাসিত হতে হোক বা ক্ষমা চাইতে হোক, চাপে পড়লে অজি ক্রিকেটাররা যে কোনও অনৈতিক কাজ করতে পারে। আবার সেটা প্রমানিত হল সিডনিতে। নিজেদের দেশেই কলঙ্কের মাত্রা বাড়ালেন প্রাক্তন অজি অধিনায়ক।

আরও পড়ুন : দুই বোর্ডের সমঝোতা, ব্রিসবেনেই হবে চতুর্থ টেস্ট