দুই বোর্ডের সমঝোতা, ব্রিসবেনেই হবে চতুর্থ টেস্ট
হার্ড কোয়ারান্টিনের বদলে ব্রিসবেনে আইপিএলের মত জৈব সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে ক্রিকেটারদের জন্য। তাতে অনেকটাই ছাড় থাকছে তাদের জন্য।
সিডনি : আশঙ্কার অবসান। ব্রিসবেনেই হবে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। সোমবার বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দাবি কার্যত মেনে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই বোর্ডের সমঝোতার রাস্তাতেই খুললো ব্রিসবেন টেস্টের জট। মঙ্গলবার ব্রিসবেন উড়ে যাবে দুই দল।
Update: The fourth Vodafone Test match will be played at the Gabba #AUSvIND https://t.co/X1aVL7pOKq
— cricket.com.au (@cricketcomau) January 11, 2021
হার্ড কোয়ারান্টিনের বদলে ব্রিসবেনে আইপিএলের মত জৈব সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে ক্রিকেটারদের জন্য। তাই কোনও ক্রিকেটারকে তাঁর হোটেলের রুম বন্দি হয়ে থাকতে হবে না। ম্যাচ ও অনুশীলন ছাড়া হোটেলের বাইরে যাওয়ার অনুমতি না থাকলেও হোটেলে ক্রিকেটারদের ওপর বাড়তি কোনও কড়াকড়ি থাকবে না।
আরও পড়ুন – ‘ব্রাউন ডগ’ ‘বিগ মাঙ্কি’, সিডনির আচরণে ক্ষুব্ধ বিরাট
ক্রিকেট অস্ট্রেলিয়ার আশ্বাস পাওয়ার পর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ, চিঠি দিয়ে ব্রিসবেনে টেস্ট খেলার বিষয়ে সম্মতি জানান। গাব্বায় মোট দর্শক আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। একই সঙ্গে মাঠে যারা খেলা দেখতে আসবেন তাঁদের সামাজিক দূরত্ব মেনে বসার ব্যবস্থা করা হবে। জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৫ তারিখ থেকে শুরু হবে চতুর্থ টেস্ট।