আইএসএলে দুরন্ত জয় কেরালা ব্লাস্টার্সের। প্রথমার্ধে কোস্তার গোলে এগিয়ে যায় ভিকুনার দল।
বিরতির আগেই জামশেদপুরকে সমতায় ফেরান ভালসকিস
দ্বিতীয়ার্ধে দশ জনেও দুরন্ত লডা়ই করে কেরালা ব্লাস্টার্স।
চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে কেরালাকে ৩-১ গোলে এগিয়ে দেন জর্ডন মারে।
দু মিনিটের মধ্যেই ব্যবধান কমান ভালসকিস।