Asia cup 2023 IND vs PAK Match Result: পাল্লেকেলেতে ‘জিতল’ বৃষ্টি, ভারত-পাকিস্তান ম্যাচ নিষ্ফলা
Asia cup 2023 INDIA vs PAKISTAN Match Report: ইনিংস বিরতিতে ফের পুরো মাঠ ঢাকা হয়। এরপর একবারই মাত্র কভার সরানো হয়েছিল। ভারতীয় প্লেয়াররা ওয়ার্ম আপও শুরু করেন। আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। শুরু হয় অপেক্ষা। এরই মধ্যে ফের বৃষ্টি।
পাল্লেকেলে: ভারতীয় সময় রাত ৯.৫২ নাগাদ ভারত-পাকিস্তান ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যায়। তখনই বোঝা গিয়েছিল, এই ম্যাচ আর এগবে না। সরকারি ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। মিনিট দুয়েকের মধ্যেই জানিয়ে দেওয়া হল। ভারতীয় ইনিংসের শুরু থেকেই দফায় বৃষ্টি। পুনরায় ম্যাচ শুরু হতেই ভারতীয় ইনিংস চাপে। আবারও বৃষ্টি। তবে ভারতীয় ইনিংস সম্পূর্ণ করা গিয়েছে। ইনিংস বিরতিতে ফের পুরো মাঠ ঢাকা হয়। এরপর একবারই মাত্র কভার সরানো হয়েছিল। ভারতীয় প্লেয়াররা ওয়ার্ম আপও শুরু করেন। আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। শুরু হয় অপেক্ষা। এরই মধ্যে ফের বৃষ্টি। আর ম্যাচ শুরুর মতো পরিস্থিতি ছিল না। রাত ৯.৫৪ নাগাদ সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, ম্যাচ পরিত্যক্ত। দু-দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের পরবর্তী ম্যাচ সোমবার নেপালের বিরুদ্ধে। সেই ম্যাচও যদি ভেস্তে যায়? সহজ হিসেব, ভারতও সুপার ফোরে পৌঁছে যাবে। নেপালের বিরুদ্ধে বড় জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর ৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। ভারত পরের ম্যাচে নেপালকে হারালেই সুপার ফোরে। এর চেয়েও বেশি চিন্তার বিষয়, প্রস্তুতি। বৃষ্টি যদি এ ভাবেই বাধা হয়ে দাঁড়ায় সমস্যা হবে বিশ্বকাপের পরিকল্পনা গড়তে।
বিশ্বকাপের স্কোয়াড জমা দিতে হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে। এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন ১৭ জন। স্ট্যান্ড বাই তালিকায় সঞ্জু স্যামসন। বিশ্বকাপের স্কোয়াডে রাখা যাবে ১৫ জনকে। স্বাভাবিক ভাবেই কোনও তিনজনকে এই স্কোয়াড থেকে বাদ দিতে হবে। প্রথম দু-ম্যাচ সম্পূর্ণ হলে বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ে আরও কিছুটা সুবিধা হত।
পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ে টপ অর্ডার ব্যর্থ হলেও নজর কাড়লেন ঈশান কিষাণ। এই ম্যাচে ভারতের প্রাপ্তি ঈশানের ইনিংস। এশিয়া কাপে অভিষেক হল তাঁর। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। চাপের মুহূর্তে অনবদ্য একটা ইনিংস খেলেন ঈশান। চোট এবং অস্ত্রোপচারের পর ফেরা শ্রেয়স আইয়ার অবশ্য ভরসা দিতে পারলেন না। তেমনই বৃষ্টিতে বোলিং আক্রমণকে দেখে নেওয়া গেল না। বিশেষ করে জসপ্রীত বুমরা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন হয়েছে। এই ফরম্যাটে মাত্র ৪ ওভার বোলিং করার সুযোগ। পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস সম্পূর্ণ হলে আরও একটু পরিষ্কার ধারনা পাওয়া যেত, বুমরা ১০ ওভার বোলিং করার মতো জায়গায় রয়েছেন কিনা।