India vs Pakistan: ‘নতুন বাবা’ বুমরাকে এক বাক্স হাসি উপহার শাহিন আফ্রিদির

Asia Cup 2023, Team India: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠে যতই উত্তেজনা থাকুক বাইরের দু-দলের ক্রিকেটারদের বন্ধুত্ব নতুন নয়। একটা সময় ইনজামাম উল হক ভারতে এলে সৌরভদের জন্য ব্যাট নিয়ে আসতেন। কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি ও শাহিদ আফ্রিদির সঙ্গে আড্ডা যোগ দেন মহম্মদ আমির। বিরাটের হাত থেকে একটি ব্যাট নিয়ে শ্যাডো করছিলেন। বিরাট তাঁকে সেই ব্যাটটি স্মারক হিসেবে উপহার দেন। এমনই একটা মুহূর্ত।

India vs Pakistan: 'নতুন বাবা' বুমরাকে এক বাক্স হাসি উপহার শাহিন আফ্রিদির
Image Credit source: Screengrab
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 12:05 AM

কলম্বো: চলছে এশিয়া কাপ। সুপার সান ডে-তে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সুপার ফোরেও ভারত-পাক ম্যাচে তাড়া করল বৃষ্টি। ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেই নেমেছিল ভারত। বৃষ্টির কারণেই ম্যাচটি সম্পূর্ণ হয়নি। ভারত ব্য়াটিং করেছিল। বোলিংয়ের সুযোগ হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরই টুর্নামেন্টের মাঝেই দেশে ফিরেছিলেন জসপ্রীত বুমরা। স্ত্রী সঞ্জনা গণেশন সন্তানসম্ভবা ছিলেন। সে কারণেই সংক্ষিপ্ত ছুটিতে দেশে ফেরেন বুমরা। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে ম্যাচে ছিলেন না বুমরা। সুপার ফোর পর্ব শুরুর আগেই দলে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরা। সব কিছু ঠিক থাকলে, রবিবার পাকিস্তানি ব্য়াটারদের ঘুমও কেড়ে নিতেন। আজ, সোমবার বুমরার থেকে সেই প্রত্য়াশাই করবে ভারতীয় শিবির। ম্যাচের মাঝে দারুণ উপহার পেলেন ‘নতুন বাবা’। তাও আবার প্রতিপক্ষ ক্রিকেটারের থেকে। এক বাক্স হাসি! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলম্বোয় এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দু-দেশের ক্রিকেট প্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে। গ্যালারির বেশ কিছু অংশ ফাঁকা থাকলেও উন্মাদনায় খামতি নেই। কিছুটা প্রত্যাশা, আর বাকিটা হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল দর্শকদের। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে ভারত। ২৪.১ ওভারে ১৪৭ রানও তুলে নিয়েছে। ক্রিজে কিং কোহলি। তিনি নামার কিছু পরেই বৃষ্টিও নামে। শুরু হয় অপেক্ষার খেলা। মাঠকর্মীরা মরিয়া চেষ্টা করেন। দু-দলের ক্রিকেটাররাই অপেক্ষায়। আম্পায়াররাও দফায় দফায় মাঠ পরিদর্শন করেন। ম্যাচ শুরু করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। ফের এক দফা বৃষ্টি নামায় ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠে যতই উত্তেজনা থাকুক বাইরের দু-দলের ক্রিকেটারদের বন্ধুত্ব নতুন নয়। একটা সময় ইনজামাম উল হক ভারতে এলে সৌরভদের জন্য ব্যাট নিয়ে আসতেন। কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি ও শাহিদ আফ্রিদির সঙ্গে আড্ডা যোগ দেন মহম্মদ আমির। বিরাটের হাত থেকে একটি ব্যাট নিয়ে শ্যাডো করছিলেন। বিরাট তাঁকে সেই ব্যাটটি স্মারক হিসেবে উপহার দেন। যা পেয়ে বেজায় খুশি হয়েছিলেন মহম্মদ আমির। গ্রুপ পর্বের ম্যাচের আগে বিরাটের সঙ্গে আড্ডায় মেতেছিলেন হ্যারিস রউফ, শাদাব খান, শাহিন আফ্রিদিরা। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এরকমই একটা মন ভালো করা মুহূর্ত।

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছে। জসপ্রীত বুমরা দেখে এগিয়ে যাচ্ছেন শাহিন আফ্রিদি। বিশ্ব ক্রিকেটের দুই তারকা পেসার। মাঠের বাইরে পরস্পরের জন্য শ্রদ্ধা অটুট। বুমরার কাছে গিয়ে এক গাল হাসি মুখে একটি বাক্স তুলে দেন পাকিস্তানের স্পিডস্টার। বুমরাও হাসিমুখে তা গ্রহণ করেন। বাক্সবন্দী হাসি! সদ্য বাবা হওয়া বুমরাকে যেন সেটাই উপহার দিলেন এক প্রতিপক্ষ ক্রিকেটার। মাঠের লড়াই ম্যাচের সময়ই সীমিত। ভালোবাসার আবার সীমানা হয় নাকি!