BCCI : বিশ্বকাপের সঙ্গে এশিয়ান গেমসের সূচির টক্কর! তাহলে কি দল পাঠাবে না বোর্ড?

এশিয়ান গেমস চলাকালীনই শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)! চিনের হাংঝাওতে ১৯তম এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ৮ অক্টোবর।

BCCI : বিশ্বকাপের সঙ্গে এশিয়ান গেমসের সূচির টক্কর! তাহলে কি দল পাঠাবে না বোর্ড?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 3:14 PM

কলকাতা : এশিয়ান গেমস (Asian Games) নিয়ে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যে এ বারের এশিয়ান গেমসে দল পাঠাবে তা আগেই শোনা গিয়েছিল। শুক্রবারের বৈঠকে সেই জল্পনায় শিলমোহর পড়ে। এশিয়ান গেমসের জন্য পুরুষ ও মহিলা উভয় দলই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড (BCCI)। মহিলাদের সিনিয়র দল গেলেও বিশ্বকাপের বছর হওয়ায় বেশিরভাগ তরুণদের নিয়ে গড়া হবে পুরুষদের টিম। তবে একটা জায়গায় খটকা রয়েছে। এশিয়ান গেমস চলাকালীনই শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)! চিনের হাংঝাওতে ১৯তম এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ৮ অক্টোবর। এদিকে ভারতে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে ৫ অক্টোবর থেকে। তাহলে কি এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট টিম পাঠাবে না বিসিসিআই? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দল অবশ্যই পাঠাবে বিসিসিআই। স্বাভাবিকভাবেই সেই টিমে থাকবেন না বিশ্বকাপে খেলা ক্রিকেটাররা। বেশিরভাগ তরুণ মুখদের নিয়ে গড়া হবে টিম। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ ও এশিয়ান গেমসের সূচির মধ্যে টক্কর হচ্ছে। এই পরিস্থিতি বিচার করে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের বাদ রেখে এশিয়ান গেমসের জন্য দল গড়া হবে।” শুক্রবারের ১৯তম অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়ান গেমসে ভারতের নেতৃত্ব ভার দেওয়া হতে পারে শিখর ধাওয়ানকে। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পান না শিখর। ওডিআই বিশ্বকাপের ভাবনাতেও নেই তিনি। তাই এশিয়ান গেমসে মেন ইন ব্লু-র নেতৃত্বে তাঁকে ধরে নিয়ে এগোচ্ছে বোর্ড। কোচ হিসেবে হয়তো থাকবেন ভিভিএস লক্ষ্মণ।

২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসেও ক্রিকেট ছিল। কিন্তু বিসিসিআই ওই দুই সংস্করণে দল পাঠায়নি। ২০১৮ সালে শেষ বার বসে এশিয়ান গেমসের আসর। ২০১৮ সালের পর ২০২২ সালে ১৯তম এশিয়ান গেমস হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে এই প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। পাঁচ বছর পর চিনের হাংঝাউয়ের বসছে এশিয়ান গেমসের আসর।