Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cameron Green: কিডনির গুরুতর রোগে আক্রান্ত ক্যামেরন গ্রিন, আইপিএলে খেলতে পারবেন?

Chronic Kidney Disease: হঠাৎ করে নয়, জন্মের পর থেকেই ক্রনিক কিডনির রোগে আক্রান্ত ক্যামেরন গ্রিন। সম্প্রতি চ্যানেল 7-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিন নিজের জীবনের লড়াইয়ের কথা তুলে ধরেছেন। তাঁর বাবা গ্যারি গ্রিনের কথায়, 'ডাক্তার বলেছিল ১২ বছরের বেশি ও বাঁচতে পারবে না।' কিন্তু দেখতে দেখতে জীবনের ২৪টা বসন্ত পেরিয়ে গিয়েছেন গ্রিন।

Cameron Green: কিডনির গুরুতর রোগে আক্রান্ত ক্যামেরন গ্রিন, আইপিএলে খেলতে পারবেন?
কিডনির গুরুতর রোগে আক্রান্ত অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 1:05 PM

সিডনি: যে রোগে ধীরে ধীরে কার্যক্ষমতা হারায় কিডনি, সেই জটিল রোগে আক্রান্ত অজি তারকা ক্যামেরন গ্রিন (Cameron Green)। হঠাৎ করে নয়, জন্মের পর থেকেই ক্রনিক কিডনির রোগে (Chronic Kidney Disease) আক্রান্ত ক্যামেরন গ্রিন। সম্প্রতি চ্যানেল 7-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিন নিজের জীবনের লড়াইয়ের কথা তুলে ধরেছেন। তাঁর বাবা গ্যারি গ্রিনের কথায়, ‘ডাক্তার বলেছিল ১২ বছরের বেশি ও বাঁচতে পারবে না।’ কিন্তু দেখতে দেখতে জীবনের ২৪টা বসন্ত পেরিয়ে গিয়েছেন গ্রিন। আর অস্ট্রেলিয়ার (Australia) হয়ে দাপিয়ে ক্রিকেটও খেলছেন তিনি। সম্প্রতি আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স থেকে ট্রেডে গ্রিনকে নিয়েছে আরসিবি। তাঁর এই কিডনির গুরুতর রোগের কথা জানতে পারার পর আরসিবির ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তিনি আসন্ন আইপিএলে খেলতে পারবেন তো? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের মা বিয়া ট্রেসি জানান, জন্মের পরই সদ্যোজাত ক্যামেরন গ্রিনকে ৪৮ ঘণ্টা ইনকিউবেটরে রাখতে হয়েছিল। মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। আর এই কিডনির জটির রোগে আক্রান্ত গ্রিন। অজি অলরাউন্ডার গ্রিন জানিয়েছেন, বর্তমানে তিনি ক্রনিক কিডনি রোগের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন।

সাক্ষাৎকারে গ্রিন বলেন, ‘যখন আমি জন্মেছিলাম আমার বাবা-মাকে বলা হয়েছিল যে আমার কিডনির সমস্যা আছে। কিন্তু আমার কিডনির রোগের কোন উপসর্গ ছিল না। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ওই রোগটির সঠিক অবস্থা ধরা পড়ে।’ গ্রিনের মা জানান ক্যামেরন যখন তাঁর গর্ভে ছিল তখন তিনি ১৯ সপ্তাহের স্ক্যানের পর বিষয়টি জানতে পারেন। তাঁর সন্তানের ইউরেথ্রাল ভাল্বের একটিতে ব্লকেজ ছিল।

কিডনির রোগ নিয়েও দেশের হয়ে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলা চালিয়ে যাচ্ছেন গ্রিন। তাঁর কথায়, ‘কিডনির ক্রনিক রোগ কখনও সেরে যায় না। আমার কিডনি বাকিদের মতো রক্ত পরিস্রুত করতে পার না। আমি কিডনির রোগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। যদি এই বিষয়ে সচেতন ও যত্ন না নেওয়া হয় তা হলে শারীরিক অবস্থার অবনতি হতে বাধ্য।’

অতীতে মাঝে মাঝে দেশের হয়ে খেলার সময় ক্র্যাম্প অনুভব করেছেন গ্রিন। প্রথমে তিনি ভেবেছিলেন শরীরে জলের পরিমাণ কম হওয়ায় এমনটা হয়েছে। পরবর্তীতে তিনি বুঝতে পারেন, সম্ভবত কিডনির সমস্যার জন্য তাঁর ক্যাম্প হত। যার ফলে তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন এবং শরীরের যত্ন নিতে থাকেন। ক্যামেরন গ্রিন বলেন, ‘যদি আমি একজন ব্যক্তিকেও সাহায্য করতে পারি বা এই বিষয়ে সচেতনতা আনতে পারি, তা হলেই আমি সার্থক মনে করব।’