Babar Azam: পাকিস্তানের ক্যাপ্টেন্সি ছাড়লেন বাবর আজম, বললেন ‘খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু…’
Pakistan Cricket: ওডিআই বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। পুরো টুর্নামেন্ট জুড়ে চরম সমালোচিত হয়েছে বাবর আজমের দল। অভিযোগের তির বার বার উঠেছিল বাবর আজমের দিকেও। এ বার নেতৃত্বের দায়ভার থেকে মুক্ত হলেন বাবর আজম। বিশ্বকাপে ব্যর্থতার জেরেই কি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম?
করাচি: ভারত থেকে খালি হাতে দেশে ফিরেছেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল পাকিস্তানের। ওই ম্যাচে হারে গ্রিন আর্মি। তারপর থেকেই চারিদিকে গুঞ্জন ছিল দেশে ফিরেই ক্যাপ্টেন্সি ছাড়তে চলেছেন বাবর আজম (Babar Azam)। দিনকয়েক আগেই দেশে ফিরেছেন পাক ক্রিকেটাররা। এ বার সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই ফেললেন বাবর আজম। ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) পাকিস্তানের (Pakistan) ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্যাপ্টেন্সি ছাড়লেন বাবর। অবশ্য শুধু ওডিআই ফর্ম্যাটের ক্যাপ্টেন্সিই নয়, তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই আর পাকিস্তান টিমের হয়ে নেতৃত্ব দেবেন না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে বাবররা আশানুরূপ পারফর্ম করতে না পারায় পাক ক্রিকেটে এমনতিই ডামাডোল চলছিল। ওডিআই বিশ্বকাপ চলাকালীন ইস্তফা দিয়েছিলেন পাকিস্তানের সিলেকশন কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হক। ইতিমধ্যে পাক বোলিং কোচ মর্নি মর্কেলও পদত্যাগ করেছেন। বিশ্বকাপে যে বিপর্যয় ঘটিয়ে দেশে ফিরেছে গ্রিন আর্মি, তাতে বাবরের ক্যাপ্টেন্সি ছাড়া ছিল শুধু সময়ের অপেক্ষা। ইডেনে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজাও ইঙ্গিত দিয়েছিলেন, বাবর নেতার দায়ভার ছেড়ে দিতে পারেন। আর হলও তাই।
বুধবার লাহোরে পিসিবি প্রধান জাকা আশরফের সঙ্গে বৈঠক ছিল বাবর আজমের। সেই বৈঠকের পরই বাবর নেতৃত্ব নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ বাবর লেখেন, ‘আমার এখনও সেই মুহূর্তটা স্পষ্টভাবে মনে পড়ে, যখন আমি ২০১৯ সালে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য পিসিবি থেকে ডাক পেয়েছিলাম। গত চার বছরে, আমি মাঠে ও মাঠের বাইরে অনেক ভালো-খারাপ অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। কিন্তু আমি আন্তরিকভাবে এবং আবেগের সঙ্গে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গর্ব এবং সম্মান বজায় রাখার লক্ষ্যে স্থির ছিলাম। সাদা বলের ফর্ম্যাটে এক নম্বর স্থানে পৌঁছনো পাকিস্তানের ক্রিকেটার, কোচ এবং ম্যানেজমেন্টের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই যাত্রায় সকলের সমর্থনের জন্য আমি পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজ, আমি সব ফর্ম্যাটে পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। আমি তিন ফরম্যাটেই ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খেলা চালিয়ে যাব। আমি আমার অভিজ্ঞতা এবং নিষ্ঠা দিয়ে নতুন অধিনায়ক এবং দলকে সমর্থন করতে তৈরি। এতদিন আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তান জিন্দাবাদ।’
— Babar Azam (@babarazam258) November 15, 2023
২০১৯ সালের অক্টোবরে বাবর আজমকে পাকিস্তানের টি-২০ ফর্ম্যাটের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০২০ সালের মে মাসে পাক ক্রিকেট টিমের নেতৃত্বও তাঁকে পাক ক্রিকেট বোর্ড। সে বছরই তিনি টেস্টেও পাকিস্তানকে নেতৃত্ব দেন। বাবরের নেতৃত্বে পাকিস্তান সাফল্য পায়নি, তা বললে ভুল বলা হবে। বাবরের নেতৃত্বে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। বাবর পাকিস্তানের নেতা থাকাকালীন ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল তাঁর টিম। বিশ্বকাপের আগে তাঁর নেতৃত্বেই পাকিস্তান এক নম্বর দল হয়েছিল। অবশ্য আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের এক নম্বর দল হয়েও বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হয়েছে। এ বার নেতৃত্বও ছেড়ে দিলেন বাবর।