Bangladesh Cricket: টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে আশ্চর্য রেকর্ড বাংলাদেশের স্পিনারের, যা কারও নেই!

Taijul Islam: বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টে (Bangladesh vs Ireland Test) স্পিনার তাইজুল ইসলাম এমন এক রেকর্ড করে বসলেন, যা টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে কখনও হয়নি।

Bangladesh Cricket: টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে আশ্চর্য রেকর্ড বাংলাদেশের স্পিনারের, যা কারও নেই!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 4:22 PM

মীরপুর: ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড কিছু কম নেই। ডন ব্র্যাডম্যানের দুরন্ত ব্যাটিং রেকর্ড, ব্রায়ান লারার অবাক করা ৪০০ কিংবা সচিন তেন্ডুলকরের ১০০টা সেঞ্চুরি ফিরে ফিরে আসে আলোচনায়। বাইশ গজে আকছার তৈরি হচ্ছে রেকর্ড। তবু কিছু কিছু রেকর্ড বিস্ময় তৈরি করে। এমনই এক অবিশ্বাস্য রেকর্ড হয়ে গেল মীরপুরে। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টে (Bangladesh vs Ireland Test) স্পিনার তাইজুল ইসলাম এমন এক রেকর্ড করে বসলেন, যা টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে কখনও হয়নি। এই রেকর্ড আগামী দিনে কেউ ভাঙতে পারবেন কিনা, তাও জোর দিয়ে বলা যাচ্ছে না। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাইজুলের (Taijul Islam) এই আশ্চর্য রেকর্ড কী? তুলে ধরল TV9 Bangla

আন্তর্জাতিক ফুটবলে দুটো দেশের হয়ে খেলা ফুটবলারের সংখ্যা কিছু কম নয়। দিয়েগো কোস্তার মতো অসংখ্য উদাহরণ রয়েছে, এক দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাঁদের অভিষেক খেলা প্লেয়াররা পরবর্তী সময়ে অন্য দেশের হয়েও খেলেছেন। সাফল্যও পেয়েছেন। ফুটবল এই উদাহরণ বেশি হওয়ার কারণ, ক্লাব ফুটবল খেলতে অন্য দেশে গিয়ে সেই দেশের নাগরিকত্ব নিয়েছেন তাঁরা। কিন্তু ক্রিকেটে এমন উদাহরণ খুব বেশি নয়। বিলি মিডউইন্টার ছিলেন প্রথম ক্রিকেটার, যিনি অস্ট্রেলিয়ার হয়ে ৮টা টেস্ট খেলার পর ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ৪টে টেস্ট। ওই সময় অর্থাৎ, ১৮৭০ থেকে ১৮৯৯ সালের মধ্যে অস্ট্রেলিয়ার বহু ক্রিকেটার পরে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। পরের শতাব্দীতে এমন উদাহরণ খোদ ভারতেরই। মহম্মদ ইফতিকার আলি খান ইংল্যান্ডের হয়ে ৩টে টেস্ট খেলেছিলেন। ১টা সেঞ্চুরিও ছিল। পতৌদির নবাব ইফতিকার আবার ভারতের হয়ে খেলেছিলেন ৩টে টেস্ট। তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার, যাঁর এমন কৃতিত্ব রয়েছে। ভারতের হয়ে টেস্ট খেলা তিন ক্রিকেটার আবার পরবর্তী সময়ে পাকিস্তানের হয়েও খেলেছেন। গুল মহম্মদ, আব্দুল হাফিজ কার্দার, আমির ইলাহিরা ভারতের হয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। দেশ ভাগের পর পাকিস্তানে চলে যান।

মীরপুর টেস্টের নায়ক অবশ্য পিটার জোসেফ মুর। ২০১৪-২০১৯ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন জিম্বাবোয়ের হয়ে। সেখান থেকে আয়ারল্যান্ড চলে যান। এ বার আয়ারল্যান্ডের হয়ে খেলছেন তিনি। যদিও তেমন পারফর্ম করতে পারেননি অলরাউন্ডার। দুই ইনিংসে ১ ও ১৬ করেছেন। এই পিটার মুরকে নিয়ে আশ্চর্যের টেস্ট রেকর্ড কী? তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময় একই বোলারের শিকার হলেন। ২০১৮ সালে জিম্বাবোয়ের হয়ে খেলার সময় তাইজুলের বলেই আউট হয়েছিলেন তিনি। এ বারও তাই হলেন। ঘটনাচক্রে, ৫ বছর আগে মীরপুরেই উইকেট দিয়েছিলেন তাইজুলকে। এ বারও তাই দিলেন। এমন সমাপতন খুব একটা দেখা যায় না।