Tamim Iqbal: একদিনে অবসর ভেঙেছিলেন, নতুন সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল
Bangladesh Cricket: বাংলাদেশ বোর্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই সিদ্ধান্তের কথা বলেছেন, সাংবাদিকদের এমনটাই জানান তামিম ইকবাল।
ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের সময়ই অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট টিমের অধিনায়কের এমন সিদ্ধান্ত চমকে দিয়েছিল। যদিও পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন। এক দিনেই সিদ্ধান্ত বদল করেন। যদিও সেই সিরিজের বাকি দু-ম্যাচে আর খেলেননি। গুরুতর চোটও রয়েছে বাংলাদেশ ওপেনারের। সামনে এশিয়া কাপ এবং ওয়ান ডে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুটি প্রতিযোগিতা রয়েছে। তার আগে নতুন সিদ্ধান্তের কথা জানালেন তামিম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ান ডে ক্রিকেট টিমের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন তামিম ইকবাল। অগস্ট-সেপ্টেম্বরে এশিয়াপ কাপ। এ বার হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পাশাপাশি এশিয়া কাপ থেকেও নাম তুলে নিয়েছেন। বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তাঁর নাম যেন এই টুর্নামেন্টে না ভাবা হয়। এর কারণ অবশ্য চোট। তামিমের চোটের যা পরিস্থিতি এর জন্য অস্ত্রোপচারই সেরা বিকল্প। যদিও অস্ত্রোপচার করালে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে।
তামিমকে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে পাওয়া নিয়েও ধোঁয়াশা রয়েছে। অস্ত্রোপচার করালে সম্ভাবনা একেবারেই নেই। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ব্যাথার ইঞ্জেকশন। চোট নিয়েই খেলতে হবে তাঁকে। তামিম সাংবাদিকদের বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি, ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালাম। এর কারণও জানিয়েছি। চোটটাই কারণ। আমি সবসময়ই টিমের স্বার্থ দেখি। দলের ভালোর জন্যই নেতৃত্ব ছেড়ে দেওয়া শ্রেয় মনে হয়েছে। একজন প্লেয়ার হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাই।’
বাংলাদেশ বোর্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই সিদ্ধান্তের কথা বলেছেন, সাংবাদিকদের এমনটাই জানান তামিম ইকবাল।