IND vs AUS: অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজ, তারকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার নির্দেশ বোর্ডের!

IND vs AUS, ODI Series 2023: এ বছর ভারতের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এখন সাদা বলে প্রতিটি সিরিজই তাই বিশ্বকাপের প্রস্তুতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজও তাই। এখন প্রতিটি সিরিজে ভালো পারফরম্য়ান্স মানে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাকা করা।

IND vs AUS: অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজ, তারকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার নির্দেশ বোর্ডের!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 3:05 PM

নয়াদিল্লি: বর্ডার-গাভাসকর ট্রফি চলছে। নাগপুর ও দিল্লি টেস্ট জিতেছে ভারত। নাগপুরে প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্য়বধানে জিতেছে ভারত। দিল্লি টেস্টে ভারতের জয় ৬ উইকেটে। তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ। মাঝে অনেকটাই সময়। টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের একদিনের ম্যাচের সিরিজও খেলবে ভারত। এ বছর ভারতের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এখন সাদা বলে প্রতিটি সিরিজই তাই বিশ্বকাপের প্রস্তুতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজও তাই। এখন প্রতিটি সিরিজে ভালো পারফরম্য়ান্স মানে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাকা করা। অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস নিয়েও বাড়তি সতর্ক বোর্ড। সে কারণেই তারকা ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে ফিটনেস পরীক্ষার জন্য়। বিস্তারিত TV9Bangla-য়।

ভারতীয় দলের যাঁরা শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই খেলছেন মূলত তাঁদের বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিকের মতো অনেকেই এনসিএ-তে একদিনের সিরিজের প্রস্তুতি সারবেন। টেস্ট স্কোয়াডের যাঁরা ওডিআই দলেও রয়েছেন, তাঁজের আপাতত বিশ্রাম দেওয়া হচ্ছে। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ। এই ম্য়াচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও পরে ভেনু পরিবর্তন হয়। ইন্দোরে হবে ম্যাচটি। টেস্টের সময়ও সাদা বলের ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে প্রস্তুতি সারবেন।

আগামী ১৭ মার্চ শুরু একদিনের সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা PTI-কে বলেছেন, ‘পেসার উমরান মালির এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ইতিমধ্যেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এনসিএ-র কোচেদের তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং এবং বোলিং প্রস্তুতি সারবে তারা।’

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।

প্রথম ম্য়াচে পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম ম্য়াচে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।