Gautam Gambhir: গৌতম গম্ভীরের একটি মাত্র ইচ্ছে পূরণ হচ্ছে! বোর্ডের কাছে আর কী চেয়েছিলেন?

India Team Head Coach: গৌতম গম্ভীর ভারতীয় টিমের নতুন হেড কোচ হওয়ার আগে জানা গিয়েছিল, তিনি বেশ কয়েকটি শর্ত রেখেছেন বোর্ডের সামনে। শোনা গিয়েছিল, সেগুলি নাকি মেনেও নিয়েছিল বোর্ড। কিন্তু এ বার শোনা যাচ্ছে উল্টো কথা।

Gautam Gambhir: গৌতম গম্ভীরের একটি মাত্র ইচ্ছে পূরণ হচ্ছে! বোর্ডের কাছে আর কী চেয়েছিলেন?
Gautam Gambhir: গৌতম গম্ভীরের একটি মাত্র ইচ্ছে পূরণ হচ্ছে! বোর্ডের কাছে আর কী চেয়েছিলেন?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 17, 2024 | 5:39 PM

কলকাতা: খুব শীঘ্রই গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতের হেড কোচের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। সকলে ভারতীয় ক্রিকেটে গম্ভীর জমানা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। শ্রীলঙ্কা সফরে কেমন হবে ভারতীয় টিম? তা নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা চলছে গুরু গম্ভীরের। তিনি ভারতের নতুন হেড কোচ হওয়ার আগে জানা গিয়েছিল, তিনি বেশ কয়েকটি শর্ত রেখেছেন বোর্ডের সামনে। শোনা গিয়েছিল, সেগুলি নাকি মেনেও নিয়েছিল বোর্ড। কিন্তু এ বার শোনা যাচ্ছে উল্টো কথা। বোর্ডের কাছে চেয়েছিলেন অনেক কিছু। তাঁর একটি মাত্র ইচ্ছে পূরণ করেছে বোর্ড। কী তা?

গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হলে যে ঢেলে সাজাবেন টিম, তা শোনাই যাচ্ছিল। গম্ভীর অনেক পরিকল্পনাও করেছিলেন। বোর্ডকে তা জানিয়েছেনও। এ বার জানা গিয়েছে, পছন্দ মতো সাপোর্ট স্টাফ পাচ্ছেন না গৌতি। আসলে যে কোনও কোচের স্বাধীনতা থাকে তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ বাছাই করার। তবে অবশ্যই শেষ সিদ্ধান্ত বোর্ডের। গম্ভীরও সেই মতো তাঁর সাপোর্ট স্টাফ হিসেবে পছন্দের ৫ নাম জানিয়েছিলেন। কিন্ত বোর্ডের পক্ষ থেকে গম্ভীরের ৫ বাছাই করা নামের একটিতেও এখনও সিলমোহর পড়েনি।

নাইট সংসারে তাঁর দুই সহকর্মীকে টিম ইন্ডিয়ায় চেয়েছিলেন গৌতম গম্ভীর। জানেন, ভারতের নতুন সাপোর্ট স্টাফ হিসেবে গৌতম কাদের চেয়েছিলেন? বোলিং কোচের বিকল্প হিসেবে গৌতম বলেন আর বিনয় কুমার ও লক্ষ্মীপতি বালাজির নাম। ফিল্ডিং কোচ হিসেবে রায়ন টেন দুশখাতেকে চাইছিলেন গৌতম। এ ছাড়া নিজের সাপোর্ট স্টাফের টিমে মর্নি মর্কেল এবং অভিষেক নায়ারকেও চান গম্ভীর। জানা গিয়েছে, এর মধ্যে শুধু সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ারকেই হয়তো নিতে চলেছে বোর্ড। তাই বলা হচ্ছে গম্ভীরের মাত্র একটিই ইচ্ছে পূরণ করছে বোর্ড।