IPL 2023 : রবিবার আইপিএলের হাজারতম ম্যাচ, বিসিসিআইয়ের বিশেষ সেলিব্রেশনের ভাবনা
1000th IPL Match : রবিবার, ৩০ এপ্রিল মাইলস্টোন গড়তে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অবাক হচ্ছেন? আসলে আগামী কাল রয়েছে আইপিএলের হাজারতম ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ১০০০তম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
মুম্বই : মাইলস্টোনের সামনে এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অবাক হচ্ছেন? আসলে আগামী কাল, রবিবার রয়েছে আইপিএলের হাজারতম ম্যাচ (1000th IPL Match)। যা কার্যত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) এক মাইলস্টোন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ১০০০তম ম্যাচ হবে। ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছিল কেকেআর ও আরসিবি। এ বার মাইলফলক ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (MI vs RR)। এই মাইলস্টোন ম্যাচ উপলক্ষ্যে বিসিসিআই (BCCI) বিশেষ সেলিব্রেশন করার কথা ভেবেছে। ২০০৮ সালে রাজস্থান ক্রিকেট সংস্থার কর্তা, ভারতীয় ব্যবসায়ী ললিত মোদীর উদ্যোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু হয়েছিল। দেখতে দেখতে সেই ‘বিলিয়ন ডলার বেবি’ ১৬ বছরে পড়েছে। শুধু তাই নয়, দেখতে দেখতে আইপিএলের এক হাজারতম ম্যাচও হতে চলেছে। আগামী কাল ওয়াংখেড়েতে এই বিরাট ম্যাচের জন্য কেমন সেলিব্রেশন হবে, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের পক্ষ থেকে ১০০০তম আইপিএলের জন্য ছোটখাটো সেলিব্রেশন করা হবে। বিসিসিআইয়ের এক নিকট সূত্র বলেছে, ‘এই উপলক্ষ্যে (১০০০তম আইপিএল ম্যাচ) বিসিসিআই একটা ছোট করে সেলিব্রেশন করার কথা ভেবেছে। ১০-১৫ মিনিটের একটা অনুষ্ঠান করা হবে। যেখানে স্বেচ্ছাসেবীরা ১০০০তম আইপিএল ম্যাচের পতাকা, ‘থ্যাঙ্ক ইউ’ লেখা পতাকা এবং ভারতীয় পতাকা নিয়ে উপস্থিত থাকবে।’
বিসিসিআইয়ের ওই সূত্রের মতে, ১০০০তম আইপিএল ম্যাচ উপলক্ষ্যে ছোট্ট অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। বিশেষ ম্যাচ শুরু হওয়ার আগে একটি ভিডিয়ো চালানো হবে যেখানে কয়েকজন ক্রিকেটার আইপিএল নিয়ে তাঁদের মতামত জানাবেন। এরপর বিসিসিআই কর্তারা এই বিশেষ ম্যাচে খেলা দুই ক্যাপ্টেন, রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনকে বিশেষ স্মারক তুলে দেবেন। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। তারপর আইপিএলের ১০০০তম ম্যাচটি শুরু হবে। প্রসঙ্গত, বিকেলে এই ইভেন্টের জন্য একটি ড্রাই রানও হবে। কারণ, আইপিএলের মাইলস্টোন ম্যাচটি রয়েছে রবি-রাতে।