IPL 2024: নির্বাচনের প্রভাব কি পড়বে আইপিএলে? ভেনু নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই কর্তা

ভোটের দামামা বাজতে দেরি রয়েছে। কিন্তু ভারতের ক্রিকেট প্রেমীরাও ভোটের দিনক্ষণ জানতে আগ্রহী। কারণ, এ বারের নির্বাচনের সঙ্গে খানিকটা হলেও আইপিএলের (IPL) যোগ রয়েছে। আসলে মার্চের শেষ থেকে মে মাসের শেষ অবধি অনুষ্ঠিত হয় আইপিএল। এ বছর এই উইন্ডোতে কি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইপিএল? এই প্রশ্নই জোরাল হয়েছে। কখনও শোনা গিয়েছে, নির্বাচনের কারণে ভারতে নয় এ বারের আইপিএল হবে বিদেশে।

IPL 2024: নির্বাচনের প্রভাব কি পড়বে আইপিএলে? ভেনু নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই কর্তা
IPL 2024: নির্বাচনের প্রভাব কি পড়বে আইপিএলে? ভেনু নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই কর্তাImage Credit source: X
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 7:57 PM

কলকাতা: দেশজুড়ে এপ্রিল-মে নাগাদ নির্বাচন হওয়ার কথা। ভোটের দামামা বাজতে দেরি রয়েছে। কিন্তু ভারতের ক্রিকেট প্রেমীরাও ভোটের দিনক্ষণ জানতে আগ্রহী। কারণ, এ বারের নির্বাচনের সঙ্গে খানিকটা হলেও আইপিএলের (IPL) যোগ রয়েছে। আসলে মার্চের শেষ থেকে মে মাসের শেষ অবধি অনুষ্ঠিত হয় আইপিএল। এ বছর এই উইন্ডোতে কি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইপিএল? এই প্রশ্নই জোরাল হয়েছে। কখনও শোনা গিয়েছে, নির্বাচনের কারণে ভারতে নয় এ বারের আইপিএল হবে বিদেশে। আবার সংবাদসংস্থা এএনআইকে কয়েকদিন আগে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছিল, ভারতে নির্বাচন হলেও আইপিএলে তার কোনও প্রভাব পড়বে না। তাই বিদেশের মাটিতে নয়, দেশেই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণ। এ বার বিসিসিআইয়ের (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা আগামী আইপিএলের ভেনু নিয়ে বড় আপডেট দিলেন।

ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, এখনও অবধি আগামী আইপিএলের ভেনু চূড়ান্ত হয়নি। রাজীব শুক্লার কথায়, ‘আইপিএল অন্য জায়গায় অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। এই আলোচনার পরেই আইপিএলের ভেনুর ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন বেঙ্গালুরু এবং দিল্লিতে হবে আগামী উইমেন্স প্রিমিয়ার লিগ। তিনি বলেন, ‘আইপিএল এবং ডব্লিউপিএলের জন্য প্রস্তুতি চলছে। ডব্লিউপিএলের অর্ধেক ম্যাচ হবে ব্যাঙ্গালুরুতে এবং বাকি অর্ধেক ম্যাচ হবে দিল্লিতে।’ ফেব্রুয়ারির ২২ থেকে ১৭ মার্চ অবধি হবে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুম। শোনা গিয়েছে ২২ মার্চ থেকে শুরু হবে চব্বিশের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ বার দেখার আইপিএল-১৭-র আসর দেশে নাকি বিদেশে বসে।

উল্লেখ্য, ২০ জানুয়ারি শনিবারই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৮ সাল অবধি আইপিএলের স্পনসর থাকছে টাটা গ্রুপই। আগামী ৫ বছর টাটা গ্রুপ বোর্ডকে ২৫০০ কোটি টাকা দেবে।