Rohit Sharma: ব্যাট হাতে ৫টা T20I সেঞ্চুরি, রয়েছে হ্যাটট্রিকও! Rohit কিপার ছিলেন, জানেন কি?

ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও রয়েছে হিটম্যানের নামে। আইপিএলের মঞ্চে ২০০৯ সালে রোহিতের নামে হ্যাটট্রিকের রেকর্ডও রয়েছে। ব্যাটার ও বোলারের পাশাপাশি রোহিতের যে উইকেট কিপিং করার অভিজ্ঞতাও রয়েছে, তা অনেকেই হয়তো এতদিন জানতেন না।

Rohit Sharma: ব্যাট হাতে ৫টা T20I সেঞ্চুরি, রয়েছে হ্যাটট্রিকও! Rohit কিপার ছিলেন, জানেন কি?
Rohit Sharma: ব্যাট হাতে ৫টা T20I সেঞ্চুরি, রয়েছে হ্যাটট্রিকও! Rohit কিপার ছিলেন, জানেন কি?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 21, 2024 | 7:45 AM

কলকাতা: হিটম্যানের ব্যাট বিশ্ব ক্রিকেটে সুপারহিট। ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) কেরিয়ারে রোহিত শর্মার নামে রয়েছে ভুরি ভুরি রেকর্ড। ব্যাটার, অধিনায়ক হিসেবে রোহিতের একাধিক রেকর্ড তো রয়েছেই। বোলার রোহিতের হ্যাটট্রিকের রেকর্ডও আছে। কিন্তু তিনি যে উইকেটের পেছনেও পারদর্শী, তা অনেকেই জানেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার (Rohit Sharma) একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কিপিং গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মা।

ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও রয়েছে হিটম্যানের নামে। আইপিএলের মঞ্চে ২০০৯ সালে রোহিতের নামে হ্যাটট্রিকের রেকর্ডও রয়েছে। ব্যাটার ও বোলারের পাশাপাশি রোহিতের যে উইকেট কিপিং করার অভিজ্ঞতাও রয়েছে, তা অনেকেই হয়তো এতদিন জানতেন না।

ছেলেবেলায় ক্রিকেট খেলা শুরু করলে কমবেশি সকলেই বোলিং, ব্যাটিং, উইকেটকিপিং সবই অনুশীলন করে থাকেন। হয়তো তেমনটাই করেছিলেন রোহিত শর্মা। কারণ, উইকেটের পেছনে তাঁর যে পুরনো ছবি ভাইরাল হয়েছে তা দেখে বোঝা গিয়েছে সেটি রোহিতের কম বয়সে ক্রিকেট খেলার কোনও ছবি। নেটিজ়েনদের অনুমান ওই ছবি রোহিতের ভারতীয় দলে ডেবিউ হওয়ার আগেকার।

উইকেটের পেছনে নীল জার্সি ও সাদা প্যান্ট পরা এবং হাতে কিপিং গ্লাভস থাকা রোহিতের ভাইরাল হওয়া ছবিতে অনেকে মজার মজার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘এ বার তা হলে টি-২০ বিশ্বকাপে রোহিত উইকেটকিপিং করবেন। সমস্ত সমস্যা মিটে গেল।’

সোশ্যাল মিডিয়া সাইট X এ রোহিতের উইকেট কিপিং করার ভাইরাল ছবিতে অপর একজন লিখেছেন, ‘অলরাউন্ডার শর্মাজি।’

ভারতীয় দলে উইকেটকিপারের বিকল্প নেহাতই কম নয়। ঋষভ পন্থ দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে কেএল ভরত, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণের মতো উইকেট কিপাররা রয়েছেন। আসন্ন ইংল্যান্ড সিরিজে আবার উইকেট কিপার ব্যাটার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ধ্রুব জুরেলকে। ফলে এর বাইরে উইকেট কিপারের প্রয়োজন হয়তো নেই টিম ইন্ডিয়ার। কিন্তু দলের প্রয়োজন পড়লে রোহিত শর্মা কিপিং গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে পরতেই পারেন।