টি ২০ বিশ্বকাপের ভবিষ্যত? বৈঠক ২৯শে

সূচি অনুযায়ী, চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে টি২০ বিশ্বকাপ। বোর্ড সূত্রের খবর, এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, সেইসময় কি অবস্থায় থাকবে ভারতের কোভিড পরিস্থিতি। তবে তৈরি থাকবে বোর্ড। যাতে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করা যায়।

টি ২০ বিশ্বকাপের ভবিষ্যত? বৈঠক ২৯শে
কবে বিশ্বকাপ? বৈঠক ২৯শে মে
Follow Us:
| Updated on: May 19, 2021 | 10:11 PM

মুম্বই: কোভিড(COVID19) পরিস্থিতি উত্তরোত্তর বাড়ছে। সঙ্গে বাড়ছে আশঙ্কার কালো মেঘ। দেশজুড়ে বন্ধ সব খেলাই। মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল (IPL)। এই অবস্থায় বছর শেষে কিভাবে সম্ভব হবে টি২০ বিশ্বকাপ(T20 WORLD CUP), সেই নিয়েই আগামি ১লা জুন বৈঠকে বসবে আইসিসি (ICC)। তার আগেই নিজেদের রণনীতি ঠিক করতে আগামি ২৯শে মে বিশেষ সাধারণ সভায় বসছে বিসিসিআই (BCCI)। ভার্চুয়ালি সেই বৈঠকে মুখোমুখি হচ্ছে বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। কোভিড পরিস্থিতি কোনদিকে গড়াতে পারে এবং সেইসময় কিভাবে আয়োজন করা যায়, সেই নিয়েই আলোচনার সম্ভাবণা রয়েছে সেই ভার্চুয়ালি বৈঠকে।

১লা জুন আইসিসির বৈঠক। সেই বৈঠকে আলোচনা হওয়ার কথা কোভি়ডের এই ভয়াবহ পরিস্থিতিতে কিভাবে সম্ভব হবে টি২০ বিশ্বকাপ? বিসিসিআই উত্তরে কি বলবে, সেই রণনীতি ঠিক করতেই ২৯ তারিখ বৈঠক। বোর্ডের একটি সূত্রের খবর, প্রাথমিক যে ৯টি ভেন্যু ঠিক হয়েছিল বিশ্বকাপ আয়োজনের জন্য, সেখানকার কোভিড পরিস্থিতি কেমন, সেই নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবণা রয়েছে ২৯ তারিখের বিশেষ সাধারণ সভায়। সূচি অনুযায়ী, চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে টি২০ বিশ্বকাপ। বোর্ড সূত্রের খবর, এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, সেইসময় কি অবস্থায় থাকবে ভারতের কোভিড পরিস্থিতি। তবে তৈরি থাকবে বোর্ড। যাতে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করা যায়।

প্রসঙ্গত, যে নটি ভেন্যুতে বিশ্বকাপের ম্য়াচ হওয়ার কথা সেগুলি হল-

  • ১. কলকাতা
  • ২. আহমেদাবাদ
  • ৩. মুম্বই
  • ৪. বেঙ্গালুরু
  • ৫. নয়াদিল্লি
  • ৬. হায়দরাবাদ
  • ৭. ধরমশালা
  • ৮. চেন্নাই
  • ১০. লক্ষ্ণৌ

বৈঠকে সেই ভেন্যুর ক্রিকেট সংস্থাদের সঙ্গে আলোচনা হতে পারে ২৯ তারিখের বিশেষ সাধারণ সভায়। শুধু তাই নয়, আসন্ন ঘরোয়া ক্রিকেট মরসুমে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে কিভাবে করা যাবে, আলোচনা হবে তা নিয়েও। কারন, গত মরসুমে করোনার জেরে বাতিল হয়েছে রঞ্জি ট্রফির মত টুর্নামেন্ট। কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট করা সম্ভব হলেও, বেশিরভাগ টুর্নামেন্টই আয়োজন করা সম্ভব হয়নি।

এদিকে বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজন হতে পারে ইংল্যান্ডে। সূত্রের খবর, সম্প্রচারকারী টেলিভিশন সংস্থাও চাইছে, ম্যাচ আয়োজন হোক ইংল্যান্ডে। সেই নিয়েও আলোচনা হলেও, বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে দৌড়ে অনেকটাই এগিয়ে জো রুটদের দেশ।