পরিবার নিয়ে ইংল্যান্ড যেতে পারবেন কোহলিরা
সবের মাঝে বিরাটদের কাছে স্বস্তির খবর, ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে পারবেন ক্রিকেটাররা। দীর্ঘ সময় বায়ো বাবল এবং কোয়ারান্টিনে থাকতে হবে ক্রিকেটারদের।
মু্ম্বই: আইপিএল (IPL) চলাকালীন জৈব সুরক্ষা বলয়ে করোনায় সংক্রমিত হয়েছিলেন ক্রিকেটাররা। যার জেরে মাঝপথেই আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয় বোর্ড। সামনের মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC)। সাউদাম্পটনে ১৮ জুন মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand)। তারপর ইংল্যান্ডে (England) ৫ টেস্টের সিরিজ খেলবেন কোহলিরা। ব্রিটেনে উড়ে যাওয়ার আগে কোহলিদের সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত পরিকল্পনা ছকে ফেলল বিসিসিআই (BCCI)।
ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে ২৫ মে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন কোহলি, রাহানেরা। ভারতে ৮ দিনের জন্য বায়ো-বাবলে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। এই সময় শুধু হোটেল রুমেই বন্দি থাকবেন কোহলিরা। ৮ দিন বলয়ে থাকার পর চার্টার ফ্লাইটে ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে ১০ দিনের কোয়ারান্টিন। তবে ইংল্যান্ডে কোয়ারান্টিনে থাকার সময় অনুশীলনে নামতে পারবেন বিরাটরা। ২ তারিখ থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মহড়ায় নেমে পড়বে ভারতীয় দল। তবে নিয়মিত করোনার পরীক্ষা চলবে। কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।
তবে এ সবের মাঝে বিরাটদের কাছে স্বস্তির খবর, ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যেতে পারবেন ক্রিকেটাররা। দীর্ঘ সময় বায়ো বাবল এবং কোয়ারান্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। ৩ মাসের লম্বা সফর। মানসিক ক্লান্তি এড়াতেই স্ত্রী-সন্তানদের ইংল্যান্ডে নিয়ে যাওয়ার অনুমতি দিল বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ শুরু হবে ৪ অগাস্ট। প্রায় এক মাসের উপর ইংল্যান্ডে থাকার পর টেস্ট সিরিজে নামবেন কোহলিরা। তবে পরিবার সঙ্গে গেলেও তাদেরও কোভিড বিধি মানতে হবে।
ক্রিকেটারদের টিকাকরণেও নজর রয়েছে বোর্ডের। ধাওয়ান, রাহানেরা ইতিমধ্যেই করোনার প্রতিষেধক নিয়ে নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া হলেও, দ্বিতীয় ডোজ বাকি। সেই সময় ইংল্যান্ডে থাকবেন ক্রিকেটাররা। ব্রিটেনে ক্রিকেটারদের দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব কিনা, সে ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবে বিসিসিআই। ব্রিটেন সরকার যদি অনুমতি না দেয়, তাহলে এখান থেকেই ক্রিকেটারদের জন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: মাত্র ১ দিনেই সাড়ে ৩ কোটি, ঝড়ের গতিতে ভরছে বিরুষ্কার কোভিড তহবিল