যে কোনও টিমকে হারানোর ক্ষমতা রাখে ভারত, বলছেন পূজারা
২০১৮ সালে শেষ বার সাউদাম্পটনে টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলেন পূজারারা (Cheteshwar Pujara)। তিনি অবশ্য অতীত মনে রাখছেন না।
নয়াদিল্লি: ওয়ান ডে (ODI) কিংবা টি-টোয়েন্টি (T20) হলে ভারতীয় টিমে ম্যাচ উইনারের তালিকা লম্বা। কিন্তু টেস্টে (Test) চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) বিরাট কোহলির টিমের মূল স্তম্ভ। অস্ট্রেলিয়া সিরিজে শুরুর দিকে সে ভাবে খেলতে না পারলেও পরের দিকে বিপক্ষের কাঁটা হয়ে উঠেছিলেন। ইংল্যান্ড সফরেও পূজারার ব্যাটে রান দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) পূজারাই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় চিন্তা হয়ে উঠতে চলেছেন।
সাউদাম্পটনে (Southampton) ফাইনাল খেলার জন্য মুখিয়ে আছেন ৩৩ বছরের টেস্ট ব্যাটসম্যান। গত বছর নিউজিল্যান্ডে (New Zealand) সিরিজ হেরেছিল ভারত (India)। মনস্তাত্ত্বিক চাপ কি থাকবে? পূজারা বলছেন, ‘আমার মনে হয় না। নিউজিল্যান্ডের সঙ্গে শেয টেস্ট সিরিজটা ওদের ঘরের মাঠে খেলেছিলাম। এ বার কিন্তু সেটা হবে না। দুটো টিমের কাছেই এটা নিরপেক্ষ মাঠ। কোনও টিমই হোম অ্যাডভান্টেজ পাবে না। আমরা ম্যাচটার জন্য সব রকম ভাবে তৈরি। নিজেদের ক্ষমতা অনুযায়ী যদি খেলতে পারি, তা হলে যে কোনও টিমকে হারানোর ক্ষমতা রাখি।’
নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক চিন্তাতেই রাখছে ভারতকে। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসনরা যে টিমের কাছেই ত্রাস। ভারতও বিপক্ষের পেস অ্যাটাক নিয়ে অঙ্ক শুরু করেছে। পূজারার কথায়, ‘আলাদা করে কারও নাম করা যাবে না। কারণ, ওদের বোলিং আক্রমণটাই অত্যন্ত ভালো। ওদের বোলারদের বিরুদ্ধে এর আগেও খেলেছি। ধারণা আছে, ওরা কেমন বলে করে। কী ভাবে ওরা অ্যাঙ্গল ব্যবহার করে, সেটা মাথায় রেখেই নিজেদের তৈরি করার চেষ্টা করছি।’
অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে বাইরে-ঘরের পর পর দুটো সিরিজ জিতে ভারত ফাইনালে পৌঁছেছে। গত দু’বছরে টেস্টে ভারত ধারাবাহিক ভাবে ভালো খেলছে। পূজারা সে কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘গত দু’বছরে টেস্ট ক্রিকেটে ভারতীয় টিম মনে রাখার মতো পারফরম্যান্স করছে। আর সেই কারণেই আমরা ফাইনালে পৌঁছেছি। দুটো অত্যন্ত কোয়ালিটি টিম ফাইনালে খেলবে। মানের দিক থেকে দুটো টিম গায়ে গায়ে। একটা দারুণ ম্যাচ হতে চলেছে।’
২০১৮ সালে শেষ বার সাউদাম্পটনে টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলেন পূজারারা। তিনি অবশ্য অতীত মনে রাখছেন না। পূজারা স্পষ্ট কথা, ‘একটা ম্যাচে কী হয়েছিল, সেটা নিয়ে বসে থাকার কোনও মানে হয় না। ওই ম্যাচটার কথাই যদি বলি, ওটা কিন্তু জেতার মতো জায়গায় ছিলাম আমরা। সেখান থেকে হেরে গিয়েছিলাম। ওই ম্যাচটার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে মেলানো যাবে না। একটা অন্য টিমের বিরুদ্ধে খেলা। আমি যে কোনও ম্যাচের আগেই পজিটিভ থাকার চেষ্টা করি।’