বিরাটদের ফাইনাল দেখতে মাঠে ৪ হাজার দর্শক

সাউদাম্পটনের এজেস বোলে দুই দেশের দর্শকরা হাজির থাকবেন বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসনের ফাইনাল দেখার জন্য।

বিরাটদের ফাইনাল দেখতে মাঠে ৪ হাজার দর্শক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 20, 2021 | 3:32 PM

লন্ডন: দর্শক প্রবেশে যে না নেই, আইসিসি (ICC) আগেই জানিয়েছিল। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) আয়োজক হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাব জানিয়ে দিল, সাউদাম্পটনে (Southampton) ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) মেগা ম্যাচ দেখার সুযোগ পাবেন ৪ হাজার দর্শক।

কোভিড (COVID-19) পরিস্থিতির কিছু উন্ন্তি হওয়ার পর ইংল্যান্ডের (England) বিভিন্ন খেলায় দর্শক ফিরছে মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রবিবার থেকে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কাউন্টি ম্যাচেও ১৫০০ দর্শক মাঠে ঢুকতে পারছেন। টেস্ট ফাইনালের কথা ভেবে তা কিছুটা বাড়ানো হচ্ছে। সাউদাম্পটনের এজেস বোলে দুই দেশের দর্শকরা হাজির থাকবেন বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসনের ফাইনাল দেখার জন্য।

হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের চিফ রড ব্র্যাংসগ্রোভ বলেছেন, ‘চার দিনের কাউন্টি ম্যাচে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ৫০ শতাংশ টিকিট আইসিসিকে দিয়ে দিতে হবে, তাদের স্পনসরদের জন্য। বাকি ৫০ শতাংশ টিকিট বিক্রি করা যাবে। তবে এই ম্যাচটা ঘিরে বেশ আগ্রহ রয়েছে। অনেকেই টিকিটের জন্য আবেদন করেছেন।’

নিউজিল্যান্ড ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। তারা অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দু’টেস্টর সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২ জুন ইংল্যান্ডে পা দেবে ভারতীয় টিম। কোয়ারান্টিন পর্ব মিটিয়ে ট্রেনিংয়ে নেমে পড়বেন বিরাট-রোহিতরা। ব্র্যাংসগ্রোভ বলেছেন, ‘আমরা ভারতীয় টিমের জন্য অপেক্ষায় আছি। একটা দারুণ উপভোগ্য ম্যাচ দেখবে সবাই।’

আরও পড়ুন: যে কোনও টিমকে হারানোর ক্ষমতা রাখে ভারত, বলছেন পূজারা