ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা কঠিন, বলছেন হাসি

আইপিএলের মতো দুটো ভেনুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। টিমের সংখ্যাও অনেক বেশি। যে কারণে ঝুঁকির অনেক কারণ খুঁজে পাচ্ছেন হাসি।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা কঠিন, বলছেন হাসি
সৌজন্যে-সিএসকে টুইটার
Follow Us:
| Updated on: May 20, 2021 | 1:51 PM

সিডনি: আইপিএলে (IPL) কোচিং করাতে এসে করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। যে কারণে চেন্নাইয়ে কোয়ারান্টিনেও থাকতে হয়েছিল অনেক দিন। সুস্থ হয়ে সদ্য দেশে ফিরেছেন চেন্নাইয়ের (CSK) ব্যাটিং কোচ মাইক হাসি ( Mike Hussey)। আর তার পরই তিনি বলে দিয়েছেন, করোনার (COVID-19) কারণে ভারতের যা অবস্থা, তাতে এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে যাওয়া কঠিন। হাসির কথায়, ‘আমার কাছে যদি জানতে চান, বলব, ওই দেশের যা পরিস্থিতি, তাতে এই বছর ওখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বেশ কঠিন।’

আইপিএলের মতো দুটো ভেনুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। টিমের সংখ্যাও অনেক বেশি। যে কারণে ঝুঁকির অনেক কারণ খুঁজে পাচ্ছেন হাসি। বলেছেন, ‘আইপিএলে কিন্তু আটটা টিম খেলে। তাদের নিয়েই যত কিছু ভাবা হয়, বলা হয়। কিন্তু বিশ্বকাপের সময় টিমের সংখ্যা বাড়বে। বিদেশ থেকে টিম যাবে খেলতে। ভেনুর সংখ্যাও বেড়ে যাবে। আর সেটা যদি হয়, আমার তো মনে ঝুঁকি আরও বাড়বে। আমার তো মনে হয় ভারতের পরিস্থিতি দেখে অন্যান্য দেশের বোর্ডগুলো কিন্তু বেশ নার্ভাস হয়ে রয়েছে। ভারতের মতো বিশাল দেশে এ বার টি-টোয়েন্টি আয়োজন না করে বরং আমিরশাহির মতো ছোট দেশে করুক।’

ভারতে থাকাকালীন করোনা আক্রান্ত হলেও প্রাণহানীর আশঙ্কা ছিল না তাঁর। হাসির কথায়, ‘বালাজির করোনা হওয়ার পর আমি নিশ্চিত ছিলাম, আমারও হবে। কারণ, বেশির ভাগ সময় আমরা একসঙ্গে কাটাতাম। তা-ই হল। টেস্ট করানোর পরই পজিটিভ এল রিপোর্ট। তবে, ওই সময় যতটা সম্ভব আমি পজিটিভ থাকার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: এবার গোলাপি বলের টেস্টে অভিষেক মিতালিদের