Rohit Sharma: ও পন্থের খেলা দেখেনি, না হলে… ধরমশালা টেস্টের আগে ডাকেটকে বাউন্সার রোহিতের

India vs England: ভারত সফরে এসে বেন ডাকেট এর আগে জানিয়েছিলেন, তাঁদের খেলার ধরণ দেখে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও নিজেদের খেলার স্টাইল বদলেছেন। স্বাভাবিকভাবেই ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইংল্যান্ডের ক্রিকেটার ডাকেটের এই বক্তব্য ভালোভাবে নেননি। যার ফলে ধরমশালা টেস্টের আগে ডাকেটকে ছেড়ে কথা বললেন না হিটম্যান।

Rohit Sharma: ও পন্থের খেলা দেখেনি, না হলে... ধরমশালা টেস্টের আগে ডাকেটকে বাউন্সার রোহিতের
Rohit Sharma: ও পন্থের খেলা দেখেনি, না হলে... ধরমশালা টেস্টের আগে ডাকেটকে বাউন্সার রোহিতেরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 06, 2024 | 2:41 PM

কলকাতা: বাজ়বল স্টাইল নিয়ে বিরাট গর্ব করেন ইংল্যান্ডের বর্তমান ক্রিকেটাররা। বাজ়বল স্টাইলে খেলে একাধিক প্রতিপক্ষ টিমের বিরুদ্ধে সফলও হয়েছে ইংল্যান্ড। কিন্তু এই বাজ়বল তত্ত্ব ভারতে কাজে লাগাতে পারেননি বেন স্টোকসরা। বাজ়বল জমানায় ভারতীয় টিমের (Team India) কাছে প্রথম বার টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ড। ভারত সফরে এসে বেন ডাকেট এর আগে জানিয়েছিলেন, তাঁদের খেলার ধরণ দেখে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও নিজেদের খেলার স্টাইল বদলেছেন। স্বাভাবিকভাবেই ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইংল্যান্ডের ক্রিকেটার ডাকেটের এই বক্তব্য ভালোভাবে নেননি। যার ফলে ধরমশালা টেস্টের আগে ডাকেটকে ছেড়ে কথা বললেন না হিটম্যান।

যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দেখে ডাকেট বলেছিলেন, ভারতীয় তরুণ ক্রিকেটার তাঁদের বাজ়বল খেলার স্টাইল থেকে অনুপ্রাণিত হয়েছেন। ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলা দেখেই নাকি ভারতীয় ক্রিকেটাররা তাঁদের ব্যাটিং স্টাইল বদলানোর চেষ্টা করছেন। এই মন্তব্যের এ বার পাল্টা দিলেন রোহিত শর্মা।

বাজ়বল টেকনিক ভারত যে অনুসরণ করছে না এ কথা উল্লেখ করতে গিয়ে রোহিত শর্মা দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের উদাহরণ টেনে আনেন। পঞ্চম টেস্টের আগে প্রেস কনফারেন্সে রোহিত বলেন, ‘যশস্বী নাকি বেন ডাকেটের ক্রিকেট খেলা দেখে শিখেছে? আমাদের টিমে ঋষভ পন্থের নামে একটা ক্রিকেটার ছিল, সম্ভবত বেন ডাকেট ওর খেলা দেখেনি। পন্থের ব্যাটিং দেখলে হয়তো ডাকেট এ কথা বলত না।’ ঋষভ পন্থ এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে। খুব শীঘ্রই তিনি আবার ২২ গজে ফিরবেন। তাঁর আক্রমণাত্মক খেলা ভারতীয় ক্রিকেট টিমের অনুরাগীরা বেশ পছন্দের তো বটেই। একাধিক ক্রিকেট প্রেমীরাও পন্থের ব্যাটিং মুগ্ধ হয়ে দেখেন।